Sunday, November 16, 2025

স্বাস্থ্যভবনের সামনে শুভেন্দুর নাটক, প্রিজন ভ্যানে ‘দাদাগিরি’ বিরোধী দলনেতার

Date:

Share post:

ডেঙ্গি (Dengue )নিয়ে রাজনীতি করতে স্বাস্থ্য ভবনের (Swasthya Bhawan) সামনে ‘দাদাগিরি’ দেখানোর অভিযোগ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Shubhendu Adhikari) বিরুদ্ধে। স্মারকলিপি দেওয়ার নামে বিনা অনুমতিতে জোর করে স্বাস্থ্য ভবনের গেট ঠেলে ভেতরে প্রবেশের চেষ্টা করেন তিনি। গেটের মুখে পুলিশ বাধা দিতে গেলে ইচ্ছে করেই বচসা শুরু করেন শুভেন্দু (Shubhendu Adhikari)। পরিস্থিতি সামাল দিতে পুলিশ (Police)স্বাস্থ্য ভবনের গেট বন্ধ করে দিলে মিডিয়ার সামনে পুলিশকে হুমকি দেন। পাশাপাশি সংবাদমাধ্যমের দৃষ্টি আকর্ষণ করতে নিজেই পুলিশের প্রিজন ভ্যানে উঠে গিয়ে নাটক করেন। কিছুক্ষণের মধ্যেই আবার নেমেও যান।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টা নাগাদ তিনি ও বিজেপি বিধায়করা স্বাস্থ্যভবনে প্রবেশ করার চেষ্টা করেন। নিরাপত্তা রক্ষীদের সঙ্গে শুভেন্দুর বাকবিতণ্ডা শুরু হয়। ঘটনাকে কেন্দ্র করে স্বাস্থ্যভবনের পরিস্থিতি যথেষ্ট উত্তপ্ত হয়ে ওঠে। প্রাথমিকভাবে পুলিশের সঙ্গে কথা কাটাকাটি হয় শুভেন্দুদের। তারপরই দেখা যায়, বিজেপি বিধায়করা একে একে প্রিজন ভ্যানে উঠে পড়েন।

রাজ্যের ডেঙ্গি পরিস্থিতি নিয়ে ইতিমধ্যেই একাধিক কড়া পদক্ষেপ করেছে নবান্ন (Nabanna)। স্বাস্থ্য অধিকর্তা থেকে শুরু করে জেলা শাসকদের সঙ্গে কথা বলেছেন মুখ্য সচিব। হাসপাতাল, স্বাস্থ্য কেন্দ্র এবং পুলিশকে ডেঙ্গি দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে নির্দেশ দেওয়া হয়েছে। একদিকে যখন পরিস্থিতি নিয়ে সজাগ রাজ্য সরকার, তখন খবরে ভেসে থাকতে ডেঙ্গি নিয়ে রাজনীতি করার অভিযোগ বিরোধী দলনেতার বিরুদ্ধে।

spot_img

Related articles

২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া-সন্ধ্যায় কৃতী সংবর্ধনা ও এডুকেশন হেলথ কার্ড উদ্বোধন

উত্তর কলকাতার ২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া সম্মিলনীকে কেন্দ্র করে রঙিন সাংস্কৃতিক পরিবেশে অনুষ্ঠিত হল সংবর্ধনা ও সমাজসেবামূলক এক...

কলকাতা দর্শন: ডিসেম্বরেই শহর ভ্রমণে নতুন উদ্যোগ! চালু হচ্ছে বিশেষ পর্যটন বাস পরিষেবা

শীতের মৌসুমে কলকাতার পর্যটন শিল্পকে তেজ দিতে নতুন পদক্ষেপ নিল রাজ্য পরিবহণ দফতর। ডিসেম্বরের শুরু থেকে চালু হতে...

কাপড়ের ব্যবসা করে জীবন কাটাচ্ছেন ধর্ষণের দায়ে জেল খাটা বলিউড নায়ক!

বলিউডের (Bollywood) একসময়ের নামকরা হিরো এখন রিয়েল লাইফে জিরো। 'গ্যাংস্টার'-এর মতো সুপারহিট সিনেমায় অভিনয়ের পর ধর্ষণের দায়ে সাত...

ডিসেম্বরেই সম্পন্ন হবে নিয়োগ প্রক্রিয়া! এসএসসির তালিকা প্রকাশ হতেই জানালেন শিক্ষামন্ত্রী

কারা ডাক পেলেন একাদশ-দ্বাদশ শ্রেণির ইন্টারভিউ তালিকায়, এবার সেই নাম প্রকাশ করল এসএসসি। শনিবার ২০ হাজার নামের এক...