Friday, November 7, 2025

‘খারাপ লাগে, কষ্ট হয়’, বিশ্বকাপ দলে সুযোগ না পেয়ে বললেন চ‍্যাহাল

Date:

Share post:

শুরু হয়ে গিয়েছে দিন গোনা। হাতে আর মাত্র কয়েকদিন, তারপরই ভারতের মাটিতে বসতে চলেছে একদিনের ক্রিকেট বিশ্বকাপ। ইতিমধ্যেই প্রস্তুতি ম‍্যাচ খেলতে শুরু করে দিয়েছে প্রতিটি দল। ভারতের মাটিতে বিশ্বকাপ হওয়ায় ফেবারিট টিম ইন্ডিয়া। প্রস্তুতিতে ব‍্যস্ত রোহিত শর্মার দল। একেবারে শেষ মুহূর্তে চোটের কারণে দল থেকে ছিটকে যান অক্ষর প‍্যাটেল। দলে জায়গা করে নেন রবিচন্দ্রন অশ্বিন। বিশ্বকাপের দলে সুযোগ হয়নি যুজবেন্দ্র চ‍্যাহেলের। এর আগে এশিয়া কাপের ঠিক পরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওডিআই সিরিজের দলেও জায়গা পাননি চ‍্যাহেল। আর এবার বিশ্বকাপের দল থেকে বাদ পড়া নিয়ে মুখ খুললেন যুজবেন্দ্র চ‍্যাহাল। এদিন এক সাক্ষাৎকারে নিজের হতাশা আর লুকিয়ে রাখতে পারেননি তিনি।

এদিন এক সাক্ষাৎকারে চ‍্যাহেল বলেন,” এটা যেহেতু বিশ্বকাপ, তাই সেই দলে শুধুমাত্র ১৫ জন ক্রিকেটারই সুযোগ পেতে পারেন। সেই টিমে কখনও-ই ১৭ বা ১৮ জন ক্রিকেটারকে রাখা সম্ভব নয়। অবশ্যই আমার খারাপ লেগেছে। বিশ্বকাপের দলে জায়গা না পেয়ে খুবই খারাপ লেগেছে। তবে আমার জীবনের মূলমন্ত্রই হল, এগিয়ে যাওয়া। আসলে এই পরিস্থিতির সঙ্গে এখন আমি মানিয়ে নিয়েছি। এই নিয়ে তিনটি বিশ্বকাপ হয়ে গেল।” পরপর দু’টি টি-২০ বিশ্বকাপের ভারতীয় দলে সুযোগ পাননি চ‍্যাহাল। এবারের ওডিআই বিশ্বকাপের স্কোয়াডেও তাঁর জায়গা হল না। এতে রীতিমতো হতাশ তিনি।

এদিকে কুলদীপ যাদব এবং রবিচন্দ্রন অশ্বিনকে দলে নেওয়ায় বাদ পড়তে হয়েছে চ‍্যাহালকে। এই নিয়ে তিনি বলেন,”আমি সেই অর্থে খুব বেশি এসব নিয়ে ভাবি না। কারণ আমি জানি যদি আমি ভালো পারফরম্যান্স করি, তবে আমি খেলব। কেউ না কেউ শেষ পর্যন্ত ভবিষ্যতে আপনাকে প্রতিস্থাপন করবেই। সেই সময় একদিন আসবেই।”

এরপরই তিনি আরও বলেন,” আমি এই ভাবে চ্যালেঞ্জটি গ্রহণ করি। অবশ্যই ওরা ভালো করছে এবং আমি এর জন্য ওদের প্রশংসা করব। মূল লক্ষ্য হল, ভারতের জয় পাওয়াটা। কারণ এটি কোনও ব্যক্তিগত খেলা নয়। আমি দলের অংশ হই বা না হই, ওরা আমার ভাইয়ের মতো। আমি চ্যালেঞ্জটি পছন্দ করি। আমাকে আরও কঠোর পরিশ্রম করতে হবে, যাতে আমি দলে ফিরতে পারি।”

আরও পড়ুন:এশিয়ান গেমসে ফের সোনার পদক ভারতের ঝুলিতে, অ্যাথলেটিক্সে সোনার পদক ভারতের

spot_img

Related articles

চিংড়িঘাটা মোড়ে যানজট কমাতে নতুন সেতু নির্মাণের উদ্যোগ কেএমডিএ-র

ইএম বাইপাসের চিংড়িঘাটা মোড়ে দীর্ঘদিনের যানজট সমস্যার সমাধানে বড় পদক্ষেপ নিতে চলেছে কেএমডিএ। শান্তিনগর খালের উপর বর্তমান সরু...

নামের বানানভুল থেকে ডিটেনশন আতঙ্ক! এসআইআর আতঙ্কে মানসিক চাপে সাঁইথিয়ায় মৃত্যু বৃদ্ধের

ইলামবাজারের ঘটনার পর ফের এসআইআর আতঙ্কে মৃত্যু বীরভূমে। হৃদরোগে প্রয়াত হলেন সাঁইথিয়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বিমান...

বিহারে প্রথম দফায় অতিরিক্ত ভোটদানে নতুন সমীকরণ! চিন্তায় শাসক শিবির

বিহার বিধানসভা নির্বাচনের প্রথম দফায় ভোটদানের হার নিয়ে রাজনৈতিক চর্চা তুঙ্গে। বৃহস্পতিবার ১২১টি আসনে ভোটগ্রহণ শেষ হয়েছে। নির্বাচনী...

JNU-তে ফের বাম জোটের জয়জয়কার, খাতা খুলতে পারল না ABVP

ফের দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ছাত্র ভোটে (JNU Students' Union Elections) খাতা খুলতে পারল না এবিভিপি। JNU ছাত্র...