আইসিসি ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপ ২০২৩ শুরু হতে আর কয়েকদিন বাকি। এবারের বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ভারতে ৫ অক্টোবর থেকে ১৯ নভেম্বর পর্যন্ত। বিশ্বকাপের আগে দুই তারকা খেলোয়াড়ের ফর্ম টিম ইন্ডিয়ার জন্য উদ্বেগের কারণ। তারা হলেন শার্দূল ঠাকুর এবং সূর্যকুমার যাদব।

অস্ট্রেলিয়ার বিপক্ষে একদিনের সিরিজে শার্দুল ১৪ ওভারে মোট ১১৩ রান দিয়েছেন এবং কোনো উইকেট পাননি। শার্দুল এখন পর্যন্ত ৪৪টি ওডিআই ম্যাচ খেলেছেন, তাঁর ইকোনমি রেট ৬.২৪। শার্দুল যেহেতু ব্যাট হাতেও বেশ পারদর্শী তিনি। তাই প্লেয়িং-১১ এ তাঁকে মহম্মদ শামির চেয়ে বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে। কিন্তু এভাবে রান দিতে থাকলে ভারতের ঝামেলা বাড়বে নিশ্চিত। মিডল অর্ডার ব্যাটসম্যান সূর্যকুমার যাদবের ওয়ানডে ফর্মও বিশেষ কিছু হয়নি। এখনও পর্যন্ত, সূর্য ৩০ টি ওডিআই ম্যাচের ২৮ ইনিংসে ২৭.৭৯ গড়ে ৬৬৭ রান করেছেন। করেছেন চারটি হাফ সেঞ্চুরি। তবে ভালো ব্যাপার হলো অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে দুটি হাফ সেঞ্চুরি করে ফর্মে ফেরার লক্ষণ দেখালেন সূর্য।

বিশ্বকাপ চলাকালীন, সূর্যকুমার যাদব, শ্রেয়াস আইয়ার, ঈশান কিষাণ এবং কেএল-এর সঙ্গে প্লেয়িং-১১-এ খুব একটা সুযোগ নাও পেতে পারেন তিনি। সাম্প্রতিক সময়ে ভারতীয় দলের দুর্বল ফিল্ডিংও উদ্বেগের কারণ, যা বিশ্বকাপের স্বপ্নকে ধাক্কা দিতে পারে। এশিয়া কাপ ২০২৩ এবং অস্ট্রেলিয়া সিরিজে ভারতীয় খেলোয়াড়দের খারাপ ফিল্ডিং করেছিলেন। আধুনিক ক্রিকেটে ব্যাটিং ও বোলিং-এর পাশাপাশি ফিল্ডিং-ও গুরুত্বপূর্ণ। তাই ভালো ফিল্ডিং করতে না পারলে দল সমস্যায় পড়তে পারে।

আরও পড়ুন:‘বিশ্বকাপে ভারতের বড় অস্ত্র হয়ে উঠবে গিল’, বিশ্বকাপের আগে শুভমনকে নিয়ে বড় মন্তব্য যুবির

