Wednesday, January 14, 2026

সম্পত্তি নিয়ে ‘মি.থ্যা ভাষণ’, বিজেপি রাজ্য সভাপতিকে আইনি নোটিশ তৃণমূল বিধায়কের

Date:

Share post:

আগেই ঘোষণা করেছিলেন বিজেপির রাজ্য সভাপতির বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হবেন। সেইমতোই কালনা মহকুমা আদালতের মাধ্যমে সুকান্ত মজুমদারকে আইনি নোটিস ধরালেন কালনার তৃণমূল বিধায়ক দেবপ্রসাদ বাগ।

কাটোয়ার পানুহাটে দলের ‘জনসম্পর্ক’ সভায় বক্তব্য পেশ করতে এসে সুকান্তবাবু কালনা ও কাটোয়ার তৃণমূল বিধায়কদের বিরুদ্ধে নাম করে নানা অভিযোগ তুলে হুঁশিয়ারি দেন। দেবপ্রসাদবাবু বলেন, ‘৭ দিনের মধ্যে জবাব দিতে বলা হয়েছে। না দিলে মামলা করা হবে।’ তিনি বলেন, ‘কাটোয়ার সভা থেকে উনি আমাকে ঘুমের ওষুধের ডোজ বাড়ানোর পরামর্শ দেন। জানেনই না যে আমাকে ঘুমের ওষুধ খেতে হয় না। আমি ওঁরই ঘুম ছুটিয়ে দেব। কালনা কোর্টে টেনে আনব। বুঝিয়ে দেব কত ধানে কত চাল।’

কালনার পুরপ্রধান থাকাকালীন কয়েক হাজার কোটি টাকার সম্পত্তি করেছেন বলে দেবপ্রসাদবাবুর বিরুদ্ধে অভিযোগ তোলেন সুকান্তবাবু। সেইসঙ্গে এক তৃণমূল কাউন্সিলারের স্বামীর অস্বাভাবিক মৃত্যুর পিছনেও দেবপ্রসাদবাবুর ভূমিকা’র দিকে আঙুল তুলে ইনকাম ট্যাক্স, ইডি, সিবিআইয়ের দ্বারস্থ হওয়ার কথাও বলেন। এইসব অভিযোগের উত্তরে দেবপ্রসাদবাবু বলেন, ‘উনি আমার বিরুদ্ধে কয়েক হাজার কোটি টাকার সম্পত্তি করার অভিযোগ তুলেছেন। এটা ওঁকেই প্রমাণ করতে হবে।’ কাটোয়ার তৃণমূল বিধায়ক তথা তৃণমূলের পূর্ব বর্ধমান জেলা সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় ও মন্ত্রী স্বপন দেবনাথের বিরুদ্ধেও নাম করে আক্রমণ করেন সুকান্তবাবু। রবীন্দ্রনাথবাবু তাতে আমল না দিয়ে বলেন, ‘ওঁর কথার কী দাম আছে? বিজেপি আর ওদের নেতাদের বাংলার মানুষ আগেই প্রত্যাখ্যান করেছে। ওঁর অভিযোগের জবাব দেব জনতার আদালতে প্রকাশ্য সভায়।’ স্বপনবাবু জানান, ‘সামনে লোকসভা ভোট। তাই মিথ্যা অভিযোগ তুলে বাজার গরম করার চেষ্টা করছেন। লাভ নেই, শূন্য হাতেই ফিরতে হবে।’

আরও পড়ুন- ডেঙ্গি আক্রান্ত গিল, অজিদের বিরুদ্ধে রোহিতের ওপেনিং পার্টনার কে?

spot_img

Related articles

উৎসবমুখর দেশবাসী, শুভেচ্ছাবার্তা মুখ্যমন্ত্রীর

  একদিকে মকর সংক্রান্তি, অন্যদিকে পোঙ্গল, সাথে জুটি বেঁধেছে মাঘ বিহু, সবমিলিয়ে বিবিধের মাঝে যেন মহামিলন! এই উপলক্ষে বাংলার...

অর্ঘ্য সেনের প্রয়াণ অপূরণীয় ক্ষতি, রবীন্দ্রসঙ্গীত শিল্পীর মৃত্যুতে সোশ্যালমিডিয়া পোস্ট মুখ্যমন্ত্রীর 

বাংলার সাংস্কৃতিক জগতে নক্ষত্রপতন। বুধের সকালে প্রয়াত কিংবদন্তি শিল্পী অর্ঘ্য সেন (Arghya Sen)। ৯০ বছর বয়সে রবীন্দ্র সংগীত...

কামারেড্ডি জেলায় আরও ২০০ পথকুকুরকে লিথাল ইঞ্জেকশন, মামলা দায়ের পুলিশে 

চলতি সপ্তাহেই তেলঙ্গানার কামারেড্ডি জেলায় ৫০০ কুকুরকে খুন করা হয়েছে বলে অভিযোগ উঠেছিল। এবার আরও ২০০ পথকুকুরকে লিথাল...

বিবি গাঙ্গুলি স্ট্রিটে আসবাবের দোকানে ভয়াবহ আগুন, কালো ধোঁয়ায় ঢাকল চারপাশ

বুধবারের ব্যস্ত সকালে শহর কলকাতায় অগ্নিকাণ্ড। বিবি গাঙ্গুলি স্ট্রিটে একাধিক আসবাবের দোকানে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে (fire...