Monday, November 10, 2025

সম্পত্তি নিয়ে ‘মি.থ্যা ভাষণ’, বিজেপি রাজ্য সভাপতিকে আইনি নোটিশ তৃণমূল বিধায়কের

Date:

Share post:

আগেই ঘোষণা করেছিলেন বিজেপির রাজ্য সভাপতির বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হবেন। সেইমতোই কালনা মহকুমা আদালতের মাধ্যমে সুকান্ত মজুমদারকে আইনি নোটিস ধরালেন কালনার তৃণমূল বিধায়ক দেবপ্রসাদ বাগ।

কাটোয়ার পানুহাটে দলের ‘জনসম্পর্ক’ সভায় বক্তব্য পেশ করতে এসে সুকান্তবাবু কালনা ও কাটোয়ার তৃণমূল বিধায়কদের বিরুদ্ধে নাম করে নানা অভিযোগ তুলে হুঁশিয়ারি দেন। দেবপ্রসাদবাবু বলেন, ‘৭ দিনের মধ্যে জবাব দিতে বলা হয়েছে। না দিলে মামলা করা হবে।’ তিনি বলেন, ‘কাটোয়ার সভা থেকে উনি আমাকে ঘুমের ওষুধের ডোজ বাড়ানোর পরামর্শ দেন। জানেনই না যে আমাকে ঘুমের ওষুধ খেতে হয় না। আমি ওঁরই ঘুম ছুটিয়ে দেব। কালনা কোর্টে টেনে আনব। বুঝিয়ে দেব কত ধানে কত চাল।’

কালনার পুরপ্রধান থাকাকালীন কয়েক হাজার কোটি টাকার সম্পত্তি করেছেন বলে দেবপ্রসাদবাবুর বিরুদ্ধে অভিযোগ তোলেন সুকান্তবাবু। সেইসঙ্গে এক তৃণমূল কাউন্সিলারের স্বামীর অস্বাভাবিক মৃত্যুর পিছনেও দেবপ্রসাদবাবুর ভূমিকা’র দিকে আঙুল তুলে ইনকাম ট্যাক্স, ইডি, সিবিআইয়ের দ্বারস্থ হওয়ার কথাও বলেন। এইসব অভিযোগের উত্তরে দেবপ্রসাদবাবু বলেন, ‘উনি আমার বিরুদ্ধে কয়েক হাজার কোটি টাকার সম্পত্তি করার অভিযোগ তুলেছেন। এটা ওঁকেই প্রমাণ করতে হবে।’ কাটোয়ার তৃণমূল বিধায়ক তথা তৃণমূলের পূর্ব বর্ধমান জেলা সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় ও মন্ত্রী স্বপন দেবনাথের বিরুদ্ধেও নাম করে আক্রমণ করেন সুকান্তবাবু। রবীন্দ্রনাথবাবু তাতে আমল না দিয়ে বলেন, ‘ওঁর কথার কী দাম আছে? বিজেপি আর ওদের নেতাদের বাংলার মানুষ আগেই প্রত্যাখ্যান করেছে। ওঁর অভিযোগের জবাব দেব জনতার আদালতে প্রকাশ্য সভায়।’ স্বপনবাবু জানান, ‘সামনে লোকসভা ভোট। তাই মিথ্যা অভিযোগ তুলে বাজার গরম করার চেষ্টা করছেন। লাভ নেই, শূন্য হাতেই ফিরতে হবে।’

আরও পড়ুন- ডেঙ্গি আক্রান্ত গিল, অজিদের বিরুদ্ধে রোহিতের ওপেনিং পার্টনার কে?

spot_img

Related articles

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে বাড়তে পারে আসন সংখ্যা, জানালো এসএসসি 

রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল ইতিমধ্যেই প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। প্রকাশিত ফল অনুযায়ী,...