Monday, May 5, 2025

সুরক্ষাবিধিতে জোর! কলকাতার একাধিক পুজো মণ্ডপ পরিদর্শনে পুলিশ কমিশনার

Date:

Share post:

হাতে আর মাত্র কয়েকটা দিন বাকি। আর তারপরই রাজ্যবাসী মেতে উঠবে বাঙালির শ্রেষ্ঠ উৎসবে। ইতিমধ্যে জোরকদমে মণ্ডপসজ্জার কাজ চলছে। আর বৃহস্পতিবারই ভার্চুয়ালি (Virtually) একাধিক পুজোর উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এমন আবহে এবার কলকাতার (Kolkata) একাধিক পুজো মণ্ডপের খুঁটিনাটি খতিয়ে দেখতে বেরিয়ে পড়লেন পুলিশ কমিশনার (commissioner of Police) বিনীত গোয়েল (Vineet Goyal)। এদিন শহরের আটটি বড় পুজোর প্রস্তুতি খতিয়ে দেখবেন তিনি। বৃহস্পতিবার সকালে উত্তর ও দক্ষিণ কলকাতার বেশ কয়েকটি পুজোমণ্ডপে যাবেন তিনি। খতিয়ে দেখবেন সেখানকার সমস্ত খুঁটিনাটি বিষয়গুলি।

এদিন পুজোমণ্ডপ পরিদর্শনে বেরিয়ে পুলিশ কমিশনার সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে জানান, সুরক্ষাবিধির সঙ্গে কোনওরকম আপোস নয়। মূলত সব নিয়ম মেনে মণ্ডপসজ্জার কাজ হচ্ছে কী না তা খতিয়ে দেখতেই তাঁর এদিনের সফর। পাশাপাশি পুজোর সময় যে কোনও পরিস্থিতির মোকাবিলায় কলকাতা পুলিশ সদা প্রস্তুত থাকবে বলে আশ্বাস দেন পুলিশ কমিশনার। বিনীত গোয়েল বলেন, ইতিমধ্যে কলকাতা পুলিশের তরফে সমস্ত রকম প্রস্তুতির কাজ সেরে ফেলা হয়েছে। এছাড়া পুজোর সময় ঠাকুর দেখতে বেরিয়ে যে কোনও সমস্যায় পড়লে কলকাতা পুলিশের (Kolkata Police) হেল্পলাইন নম্বরে ফোন করার আর্জি জানিয়েছেন তিনি।

বিনীত গোয়েল আরও জানান, কলকাতার পুজোর খ্যাতি এবং প্রচার বেড়েছে। দেশের মঞ্চ ছাড়িয়ে বিশ্বের মঞ্চে সম্মানিত হয়েছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব। আর সেকারণেই বিদেশ থেকে বহু মানুষ এ বার পুজো দেখতে শহরে আসছেন। তাই তাঁদের পাশাপাশি সাধারণ মানুষের নিরাপত্তার দিকে বাড়তি নজর থাকবে কলকাতা পুলিশের।

 

 

 

 

spot_img
spot_img

Related articles

ভার্চুয়াল শুনানিতেই গ্রেফতার! জেলবন্দি অবস্থায় ‘হত্যায়’ আবার জেলে চিন্ময়কৃষ্ণ দাস

সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধিদের যে কোনওভাবেই মাথা তুলে দাঁড়াতে দেবেন না বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মহম্মদ ইউনুস (Mohammed Yunus),...

সব জায়গায় সব মন্দির আছে, বিজেপি-র এত রাগ কেন: জগন্নাথধাম নিয়ে মোক্ষম জবাব মমতার

পুরীর মন্দিরকে সম্মান করি। সব জায়গায় সব মন্দির আছে। দিঘায় জগন্নাথমন্দির নিয়ে বিজেপির কটাক্ষের মোক্ষম জবাব দিলেন মুখ্যমন্ত্রী...

রিষড়ার সাউভাই দ্রুত ফিরে আসুন: বিএসএফ জওয়ানের জন্য অপেক্ষা মুখ্যমন্ত্রীর

১২ দিন অতিক্রান্ত হলেও বাংলার বিএসএফ জওয়ান পূর্ণমকুমার সাউকে দেশে ফিরিয়ে আনতে ব্যর্থ নরেন্দ্র মোদি সরকার। এমনকি রবিবার...

মোহনবাগানের পথে রবসন রবিনহো!

ইস্টবেঙ্গলে(Eastbengal) যাওয়ার কথা শোনা গেলেও দল বদলের বাজেরা হঠাত্ই যেন পট পরিবর্তন। রবসন রবিনহো(Robson Robinho) ইস্টবেঙ্গলে নয়, যেতে...