Monday, January 12, 2026

ইজরায়েলে আটকে পড়া ভারতীয়দের নিয়ে দিল্লিতে পৌঁছল ‘অপারেশন অজয়ে’র প্রথম উড়ান

Date:

Share post:

শুক্রবার সকালে ইজরায়েলে (Israel) আটকে পড়া ভারতীয়দের (Indians) নিয়ে দিল্লির (Delhi) ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছল ‘অপারেশন অজয়ে’র (Operation Ajay) প্রথম উড়ান। এদিন প্রথম দফায় যুদ্ধ বিধ্বস্ত ইজরায়েল থেকে ২১২ জন ভারতীয় নাগরিক দেশে ফিরলেন। জানা গিয়েছে, যাত্রীদের মধ্যে এক শিশু ও ২১১ জন প্রাপ্তবয়স্ক নাগরিক এদিনের বিমানে দিল্লি ফেরেন। পাশাপাশি জানা গিয়েছে, ২১২ ভারতীয়দের মধ্যে পশ্চিমবঙ্গের (West Bengal) বাসিন্দা ছিলেন ৫৩ জন। এদিন ইজরায়েল থেকে ফিরে আসা ভারতীয়দের স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় তথ্য-প্রযুক্তি বিভাগের রাষ্ট্রমন্ত্রী রাজীব চন্দ্রশেখর (Rajiv Chandrasekhar)।

বৃহস্পতিবার, স্থানীয় সময় রাত ১০টা ১৪ মিনিটে, ইজরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দর থেকে নয়া দিল্লির উদ্দেশে রওনা হয়েছিল উড়ানটি। যুদ্ধবিধ্বস্ত ইজ়রায়েলে আটকে থাকা ২১২ জন ভারতীয়কে দেশে ফেরাল কেন্দ্র। শুক্রবার সকালে ওই ভারতীয়দের নিয়ে নয়াদিল্লিতে অবতরণ করে কেন্দ্রের পাঠানো বিশেষ বিমান। ভারতীয় দূতাবাসের তরফে ইজরায়েলে থাকা ভারতীয়দের উদ্দেশে নির্দেশ দেওয়া হয়েছিল, যাঁরা আগে আসবেন তাঁরা আগে বিমানে আসন পাবেন। তবে বিমানের আসন সীমিত থাকার কারণে ২১২ জনকে ইজরায়েল থেকে ফিরেয়ে আনা হয়েছে।

তবে এদিন দিল্লিতে পা দেওয়ার সঙ্গে সঙ্গেই চরম স্বস্তিতে ইজরায়েলে আটকে পড়া ভারতীয়রা। এদিকে বৃহস্পতিবার রাতে ইজরায়েল থেকে ভারতীয় নাগরিকদের নিয়ে বিমানটি নয়া দিল্লির উদ্দেশে রওনা দেওয়ার পরই সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর লেখেন, চলছে অপারেশন অজয়। নয়া দিল্লির পথে রওনা দিলেন ফ্লাইটে থাকা ২১২ জন নাগরিক। গত বুধবারই, অপারেশন অজয় শুরুর ঘোষণা করেছিলেন বিদেশমন্ত্রী। তবে ‘অপারেশন অজয়’-এর বিশেষ বিমানে চেপে ভারতে ফেরার জন্য তেল আভিভ বিমানবন্দরে এখনও বহু ভারতীয় অপেক্ষায় রয়েছেন। তাঁদেরও শীঘ্রই ভারতে ফিরিয়ে আনা হবে বলে সূত্রের খবর। উল্লেখ্য, ৭ অক্টোবর হামাসের সঙ্গে ইজরায়েলের রক্তক্ষয়ী সংঘাত শুরু হয়েছে। তারপরই ইজরায়েলে বিমান পরিষেবা বন্ধ করেছে একাধিক সংস্থা। সে কারণে আটকে পড়েছেন বহু ভারতীয়। ইজরায়েলের বিভিন্ন শহরে বসবাসকারী ভারতীয়দের সংখ্যা ১৮ হাজারেরও বেশি।

 

 

 

 

spot_img

Related articles

বাংলাদেশে জেলবন্দি মৃত্যু বিখ্যাত সঙ্গীত শিল্পীর

বাংলাদেশের বিশিষ্ট সঙ্গীত শিল্পীর জেলবন্দি অবস্থাতে মৃত্যু! প্রলয় চাকী (Pralay Chaki) বাংলাদেশের বিশিষ্ট সঙ্গীত শিল্পীর পাশাপাশি আওয়ামী লিগের...

গঙ্গাসাগর মেলায় অসুস্থ পুণ্যার্থী! তৎপরতায় এয়ারলিফ্ট প্রশাসনের 

গঙ্গাসাগর মেলা শুরু হওয়ার আগেই দেশ-বিদেশ থেকে লক্ষাধিক পুণ্যার্থীর ভিড় জমেছে সাগরে। সেই ভিড়ের মধ্যেই গঙ্গাসাগর মেলায় এসে...

Raid করতে নয়, তথ্য চুরি করতে এসেছিল ইডি! ‘ডিজিটাল যোদ্ধা’ কনক্লেভে বিস্ফোরক অভিষেক

“সেদিন কোনও Raid করতে নয়, তথ্য চুরি করতে এসেছিল ইডি“। সোমবার, মিলনমেলায় 'আমি বাংলার ডিজিটাল যোদ্ধা' কনক্লেভে বিস্ফোরক...

’থিম কান্ট্রি’ আর্জেন্টিনা, ২২ জানুয়ারি কলকাতা বইমেলার উদ্বোধন মুখ্যমন্ত্রীর

এবারের বইমেলায় বিশেষ গুরুত্ব পাবে আর্জেন্টিনার (Argentina) খ্যাতনামা সাহিত্যিকদের কাজ ও তাঁদের কাব্যিক শক্তি। সোমবার, পাব্লিশার্স অ্যান্ড বুক...