Thursday, November 13, 2025

ইজরায়েলে আটকে পড়া ভারতীয়দের নিয়ে দিল্লিতে পৌঁছল ‘অপারেশন অজয়ে’র প্রথম উড়ান

Date:

Share post:

শুক্রবার সকালে ইজরায়েলে (Israel) আটকে পড়া ভারতীয়দের (Indians) নিয়ে দিল্লির (Delhi) ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছল ‘অপারেশন অজয়ে’র (Operation Ajay) প্রথম উড়ান। এদিন প্রথম দফায় যুদ্ধ বিধ্বস্ত ইজরায়েল থেকে ২১২ জন ভারতীয় নাগরিক দেশে ফিরলেন। জানা গিয়েছে, যাত্রীদের মধ্যে এক শিশু ও ২১১ জন প্রাপ্তবয়স্ক নাগরিক এদিনের বিমানে দিল্লি ফেরেন। পাশাপাশি জানা গিয়েছে, ২১২ ভারতীয়দের মধ্যে পশ্চিমবঙ্গের (West Bengal) বাসিন্দা ছিলেন ৫৩ জন। এদিন ইজরায়েল থেকে ফিরে আসা ভারতীয়দের স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় তথ্য-প্রযুক্তি বিভাগের রাষ্ট্রমন্ত্রী রাজীব চন্দ্রশেখর (Rajiv Chandrasekhar)।

বৃহস্পতিবার, স্থানীয় সময় রাত ১০টা ১৪ মিনিটে, ইজরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দর থেকে নয়া দিল্লির উদ্দেশে রওনা হয়েছিল উড়ানটি। যুদ্ধবিধ্বস্ত ইজ়রায়েলে আটকে থাকা ২১২ জন ভারতীয়কে দেশে ফেরাল কেন্দ্র। শুক্রবার সকালে ওই ভারতীয়দের নিয়ে নয়াদিল্লিতে অবতরণ করে কেন্দ্রের পাঠানো বিশেষ বিমান। ভারতীয় দূতাবাসের তরফে ইজরায়েলে থাকা ভারতীয়দের উদ্দেশে নির্দেশ দেওয়া হয়েছিল, যাঁরা আগে আসবেন তাঁরা আগে বিমানে আসন পাবেন। তবে বিমানের আসন সীমিত থাকার কারণে ২১২ জনকে ইজরায়েল থেকে ফিরেয়ে আনা হয়েছে।

তবে এদিন দিল্লিতে পা দেওয়ার সঙ্গে সঙ্গেই চরম স্বস্তিতে ইজরায়েলে আটকে পড়া ভারতীয়রা। এদিকে বৃহস্পতিবার রাতে ইজরায়েল থেকে ভারতীয় নাগরিকদের নিয়ে বিমানটি নয়া দিল্লির উদ্দেশে রওনা দেওয়ার পরই সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর লেখেন, চলছে অপারেশন অজয়। নয়া দিল্লির পথে রওনা দিলেন ফ্লাইটে থাকা ২১২ জন নাগরিক। গত বুধবারই, অপারেশন অজয় শুরুর ঘোষণা করেছিলেন বিদেশমন্ত্রী। তবে ‘অপারেশন অজয়’-এর বিশেষ বিমানে চেপে ভারতে ফেরার জন্য তেল আভিভ বিমানবন্দরে এখনও বহু ভারতীয় অপেক্ষায় রয়েছেন। তাঁদেরও শীঘ্রই ভারতে ফিরিয়ে আনা হবে বলে সূত্রের খবর। উল্লেখ্য, ৭ অক্টোবর হামাসের সঙ্গে ইজরায়েলের রক্তক্ষয়ী সংঘাত শুরু হয়েছে। তারপরই ইজরায়েলে বিমান পরিষেবা বন্ধ করেছে একাধিক সংস্থা। সে কারণে আটকে পড়েছেন বহু ভারতীয়। ইজরায়েলের বিভিন্ন শহরে বসবাসকারী ভারতীয়দের সংখ্যা ১৮ হাজারেরও বেশি।

 

 

 

 

spot_img

Related articles

“রিচার নামে স্টেডিয়াম ইতিহাস হয়ে থাকবে”, উচ্ছ্বসিত ঝুলন

শিলিগুড়িতে রিচা ঘোষের(Richa Ghosh)  নামে স্টেডিয়াম হচ্ছে শিলিগুড়িতে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নামে...

‘হাঁটি হাঁটি পা পা’-র ট্রেলার-পোস্টার লঞ্চে ‘বাবা-মেয়ে’র রসায়নে চিরঞ্জিৎ-রুক্মিণী

অর্ণব মিদ্যার ছবি 'হাঁটি হাঁটি পা পা'-র ট্রেলার ও পোস্টার লঞ্চের জমজমাট অনুষ্ঠান হল ফ্লোটেলে। বৃদ্ধ বাবা ও...

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...