Friday, May 16, 2025

ভাতারে বাম জমানার নিয়োগ-দু,র্নীতি প্রকাশ্যে, বোনের জায়গায় চাকরি করছেন দিদি!

Date:

Share post:

নিয়োগ নিয়ে লাগাতার শাসকদলকে নিশানা করছে বামেরা। তাদের দাবি, যত কাণ্ড এই জমানায়। তাদের সময় বৈধ ঠিক ছিল। কিন্তু তদন্ত শুরু হতে ঝুলি থেকে বিড়াল বেরিয়ে পড়েছে। পূর্ব বর্ধমান, যা একসময় না কি বামেদের (Left) দুর্গ ছিল। সেখানকার ভাতারে ২০ বছর ধরে বোনের চাকরি করছেন দিদি। তাঁর হয়েছেই নিচ্ছেন বেতন।

সম্প্রতি ব্লক অফিসে শিশু শিক্ষা কেন্দ্রের কাজের আপগ্রেডেশন হচ্ছিল। অনলাইনে নথিভুক্তির সময় সাহেবগঞ্জ ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের নোনাডাঙ্গা শিশু শিক্ষা কেন্দ্রে এক কর্মীর তথ্যে অসঙ্গতি নজরে পড়ে। অভিযোগ, বাম জমানায় ২০০৪-এ ওই শিশু শিক্ষা কেন্দ্রে চাকরি পান সুজাতা চট্টোপাধ্যায় (Sujata Chatterjee)। কিন্তু অভিযোগ, ২০ বছর ধরে সুজাতার পরিবর্তে ওই শিশুশিক্ষা কেন্দ্রে কাজ শুরু করেন তাঁর দিদি সঙ্গীতা ভট্টাচার্য (Sangita Bhattacharya)। বেতনও পাচ্ছেন তিনি।

কাগজে কলমে ‘বোন’ সুজাতার বয়স এখন ৫৯ বছর। আর দিদি সঙ্গীতা সত্তরের কাছেকাছি। বিডিও অফিসে যেতেই এই অসঙ্গতির খবর সামনে আসে। এলাকা ছেড়ে পালিয়ে যেতে চান তিনি। কিন্তু তাঁকে আটকে রাখা হয়। খবর প্রকাশ্যে আসতেই তুমুল শোরগোল ভাতার ব্লকে। এই অসঙ্গতি কথা মেনে নিয়েছেন ভাতারের বিডিও অরুণ কুমার বিশ্বাস। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে এই বিষয়ে জানানো হয়েছে। সঙ্গীতা ভট্টাচার্যকে শিশু শিক্ষাকেন্দ্রে যেতে নিষেধ করা হয়েছে। ভাতার পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি বাসুদেব যশ জানান, প্রশাসনিক স্তরে তদন্ত শুরু হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় পদক্ষেপ কড়া হবে।

সিপিএমের বিরুদ্ধে আক্রমণ করে বাসুদেব যশ বলেন, ওই মহিলার বেতনের একটা অংশ নিতেন বাম (Left) নেতারা। সেই কারণে বিষয়টিকে ধামা চাপা দিয়ে রাখা হয়। শাসকদলের বিরুদ্ধে নিয়োগ দুর্নীতি নিয়ে একেরপর এক অভিযোগ তোলে সিপিএম। যদিও বিষয়টি বিচারাধীন। কিন্তু সংবাদমাধ্যমেই যাঁকে তাঁকে কাঠগড়ায় দাঁড় করাচ্ছে সিপিএম নেতৃত্ব। এবার বাম জমানাতেই দুর্নীতির ঘটনা হাতেনাতে ধরা পড়েছে।

যদিও অভিযোগ উড়িয়ে ভাতারের সিপিএম নেতা সুভাষ ণ্ডল বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। প্রয়োজনে ওই মহিলার বিরুদ্ধে এফআইআর দায়ের করা হবে। কিন্তু প্রশ্ন উঠছে ২০০৪ থেকে ২০১১ তাদের স্ক্যানারে এই দুর্নীতি ধরা পড়েনি কেন? না কি বাম জমানার দুর্নীতির পাহাড়ের নীচে এটা একটা নুড়ি মাত্র!

spot_img

Related articles

এভারেস্টের চূড়া থেকে নামার পথে মৃত্যু রানাঘাটের সুব্রতর! অসুস্থ রুম্পা

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গে বাঙালির পদচিহ্ন পড়ার আনন্দ নিমেষে মিলিয়ে গেল মৃত্যুর দুঃসংবাদে। বৃহস্পতিবার রাতে খবর আসে রানাঘাটের (Ranaghat)...

NRI কোটায় মেডিক্যালে ভর্তি মামলায় প্রায় চব্বিশ কোটি টাকার জালিয়াতি!

ভুয়ো এনআরআই (NRI) কোটায় মেডিক্যালে ভর্তির মামলার তদন্তে ২৩ কোটি ৬৭ লক্ষ টাকার জালিয়াতি হয়েছে বলে দাবি এনফোর্সমেন্ট...

তৃণমূলের অভিযোগেই সিলমোহর! ভোটার তালিকা থেকে বাদ ৭,৮০০ ভুতুড়ে কার্ড 

তৃণমূল কংগ্রেসের অভিযোগ ও চাপের পর অবশেষে বড় পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। রাজ্যে প্রায় ৮ হাজার ভুতুড়ে ভোটার...

ভারত-বিরোধী তুরস্ককে ঢালাও সামরিক সাহায্য আমেরিকার

পরিকল্পিতভাবেই যেন তথাকথিত 'বন্ধু' মোদিকে বেইজ্জত করতে নেমেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পহেলগাঁও কাণ্ড ও ভারতীয় সেনার অপারেশন...