Sunday, May 4, 2025

বিশ্বকাপে কবে ফিরবেন হার্দিক? এল বড় আপডেট

Date:

Share post:

বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচে চোট পাওয়ায় খেলতে পারছেন না হার্দিক পান্ডিয়া। এবাবের বিশ্বকাপে তিনি কি ফিরতে পারবেন ভারতীয় দলে? তা নিয়ে জল্পনা চলছে। এর মধ্যেই বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমি থেকে ভাল খবর চলে এল ভারতীয় দলের জন্য। সূত্রের খবর, শনিবার থেকে হার্দিক দৌড় শুরু করবেন হার্দিক। গোড়ালির চোট কাটিয়ে উঠছেন তিনি।

গ্রুপের শেষ ম্যাচে ভারত খেলবে নেদারল্যান্ডসের বিরুদ্ধে। মনে করা হচ্ছে সেই ম্যাচে দেখা যেতে পারে হার্দিককে। তার আগে তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা প্রায় নেই। রবিবার ভারতীয় দল ইংল্যান্ডের বিরুদ্ধে খেলতে নামছে। এরপর টিম ইন্ডিয়ার প্রতিপক্ষ শ্রীলঙ্কা। ম্যাচটি হবে মুম্বই-এর ওয়াংখেড়ে স্টেডিয়ামে। কলকাতায় রোহিতরা খেলবেন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। এরপরেই গ্রুপ পর্বের শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও নেদারল্যান্ডস। মনে করা হচ্ছে নেদারল্যান্ডসের বিরুদ্ধে ওই ম্যাচ থেকেই ফেরানো হবে হার্দিককে।

টানা পাঁচ ম্যাচ জিতে নক-আউট পর্বে ওঠা তো প্রায় নিশ্চিতই হয়ে গিয়েছে ভারতের। অযথা ঝুঁকি নেবে কেন টিম ইন্ডিয়া? নেদারল্যান্ডস ম্যাচে নামালে অপেক্ষাকত কম চাপের মধ্যে হার্দিক সেমিফাইনাল, ফাইনাল যুদ্ধের জন্য তৈরি হতে পারবেন। গ্রুপ পর্বের বাকি ক’টা ম্যাচের চেয়েও অনেক বেশি করে তাঁকে দরকার পড়বে নক-আউটে।

হার্দিক গোড়ালিতে গ্রেড ১ লিগামেন্ট টিয়ার হয়েছে। বাংলাদেশের বিরুদ্ধে বল করার পর লিটন দাসের স্ট্রেট ড্রাইভ পা দিয়ে ঠেকাতে যান হার্দিক। সেই সময়ই পায়ের চোট লাগে। মাঠের মধ্যেই বেশ কিছুটা সময় চিকিৎসা চলে তাঁর। মাঠের বাইরে নিয়ে যেতে হয়। অষ্টম ওভারের তৃতীয় বল করার সময় চোট পান। যদিও এরপর শেষ তিন বল করতে গিয়েও সমস্যায় পড়েন হার্দিক। শেষ তিন বল করতে হয় বিরাট কোহলিকে।

আরও পড়ুন:ইডেনে বিশ্বকাপের প্রথম ম‍্যাচে ফাঁকা গ‍্যালারি, লোক টানতে ব‍্যর্থ ক্রিকেটের নন্দনকানন

 

spot_img
spot_img

Related articles

মুর্শিদাবাদের জাফরাবাদে বাবা-ছেলে খুনের ঘটনায় গ্রেফতার আরও ১

ওয়াকফ বিরোধী আন্দোলনের (protest against WAQF ammendment act) নামে মুর্শিদাবাদ জুড়ে গন্ডগোল এবং উত্তেজনার জেরে জাফরাবাদে বাবা-ছেলের খুনের...

রাজস্থান সীমান্ত পেরিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, পাক জওয়ানকে আটক বিএসএফের 

কাশ্মীরে হামলার পর থেকে সীমান্তে নজরদারি বাড়িয়েছে ভারত। বারবার নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে উত্তেজনার পরিস্থিতি তৈরি করার...

মঞ্চস্থ হল ঢাকুরিয়া ব্রাত্যজন আয়োজিত ‘মূল্য ধরে নেবেন’

শনিবাসরীয় সন্ধ্যায় মধুসূদন মঞ্চে মঞ্চস্থ হল ঢাকুরিয়া ব্রাত্যজন আয়োজিত নাটক মূল্য ধরে নেবেন। মূল উপদেষ্টা শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।...

চল্লিশ চাঁদের আয়ু, উৎপল সিনহার কলম

আমার কবিতা অসহায় যত পাগলি মেয়ের প্রলাপ আমার কবিতা পোড়া ইরাকের ধ্বংসে রক্তগোলাপ আমার কবিতা মেধা পাটেকর শাহবানু থেকে গঙ্গা আমার কবিতা অলক্ষ্মীদের বেঁচে...