ফের বিজেপির বি.রুদ্ধে ষড়.যন্ত্রের অভি.যোগ জ্যোতিপ্রিয়র!

দ্বাদশীর দিন টানা প্রায় ২০ ঘন্টা জিজ্ঞা.সাবাদের পর রাত ৩.২০ নাগাদ জ্যোতিপ্রিয় মল্লিককে গ্রেফ.তার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।

শুক্রবার সকালে স্বাস্থ্য পরীক্ষার সময় সিজিও কমপ্লেক্স থেকে বের হতেই বিস্ফোরক অভিযোগ করলেন জ্যোতিপ্রিয় মল্লিক (Jyotipriya Mallick)। ষড়যন্ত্র করে তাঁকে ফাঁসানো হয়েছে বলে আঙুল তুললেন বিজেপির (BJP) দিকে। এদিন CGO থেকে গাড়িতে ওঠার মুখে সাংবাদিকদের প্রশ্নে জ্যোতিপ্রিয় বলেন, “বিজেপি আমাকে ফাঁসিয়েছে, খুব দ্রুত সত্য প্রকাশ পাবে।”

গত বৃহস্পতিবার অর্থাৎ দ্বাদশীর দিন টানা প্রায় ২০ ঘন্টা জিজ্ঞাসাবাদের পর রাত ৩.২০ নাগাদ জ্যোতিপ্রিয় মল্লিককে গ্রেফতার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সেই সময় বিজেপি সরকার এবং বিরোধী দলনেতার শুভেন্দু অধিকারীর দিকে আঙুল তুলেছিলেন মন্ত্রী। তাঁকে আদালতে তোলা হলে তিনি অসুস্থ হয়ে পড়েন এবং সেখান থেকে হাসপাতালে ভর্তি হন। শারীরিকভাবে সামান্য সুস্থ হতেই ইডি জ্যোতিপ্রিয়কে নিজের হেফাজতে নেয়। কোর্টের নির্দেশ মেনেই আজ কমান্ড হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার জন্য তাঁকে নিয়ে যাওয়ার সময় ফের গেরুয়া শিবিরের বিরুদ্ধে অভিযোগ জ্যোতিপ্রিয়র। তিনি বলেন, আসল সত্যিটা খুব দ্রুত সবার সামনে চলে আসবে।