Sunday, January 11, 2026

থলিয়ায় মজুমদার বাড়িতে ১৬৯ বছর ধরে থোড় দিয়ে মাকালীর পুজো হচ্ছে

Date:

Share post:

জমিদার গিন্নির নির্দেশ মেনে আজও ১৬৯বছর ধরে একইভাবে কলাগাছের থোর-কুচি দিয়ে মাকালীর ভোগ নিবেদন করা হয় হাওড়ার জয়পুর থানার থলিয়ার মজুমদার বাড়িতে। জানা যায়,সেই জয়পুর গ্রামে বসবাস করতেন তৎকালীন জমিদার রূপনারায়ণ মজুমদার। আশপাশের ৪-৫টি গ্রাম নিয়ে তাঁর জমিদারি ছিল। কালীপুজোর আগের দিন সকালে জমিদার গিন্নি বাইরে বেরিয়ে দেখেন বাড়ির সদর দরজার পাশে কেউ বা কারা কালী ঠাকুরের একটি খড়ের কাঠামো বসিয়ে দিয়ে গিয়েছে। পরের দিনই ছিল কালীপুজো। তাই জমিদার গিন্নি ভেবেছিলেন মা মহাকালী স্বয়ং বাড়ি বয়ে তার কাছে এলেন। এই নিয়ে ভেবে কূল পাচ্ছিলেন না জমিদার গিন্নি।

একটি জমিদারি সংক্রান্ত একটি বিষয় নিয়ে পার্শ্ববর্তী এক জমিদারের সঙ্গে মামলা চলছিল মজুমদার জমিদারের। সেদিনই ছিল মামলার রায় দান। জমিদার গিন্নি ঘোষণা করেন, মামলার রায় যদি তাঁদের পক্ষে যায় তাহলে কলাগাছের থোড়-কুচি দিয়ে হলেও মা মহাকালীর পুজো করা হবে। আর রায় বিপক্ষে গেলে খড়ের ওই কাঠামো দামোদরের জলে ভাসিয়ে দেওয়া হবে। সেদিন দুপুরে আদালত মজুমদার জমিদারের পক্ষে মামলার রায় ঘোষণা করেন। এই খবর থলিয়ার জমিদার পরিবারে এসে পৌঁছোতেই রূপনারায়ণ জমিদারের গিন্নির কথামতো জোরকদমে পুজোর প্রস্তুতি শুরু হয়ে যায়। পরের দিন মহা ধূমধামে কালীপুজো হয়।

জমিদার গিন্নি পুজোর উপকরণ হিসেবে কলাগাছের থোড়-কুচি দেওয়ার কথা মুখে আনায় পুজোর অন্যান্য উপকরণের সঙ্গে মাকালীকে সেদিন থোড় কুচিও উৎসর্গ করা হয়েছিল। ১৬৮ বছর পরেও সেই রীতি একইভাবে চলছে। এখনও থলিয়ার মজুমদার বাড়ির কালীপুজোয় অন্যান্য সব উপকরণের সঙ্গে মাকালীকে থোড় কুচানোও দেওয়া হয়। প্রতিবারই মজুমদার বাড়ির কালী মন্দিরে মায়ের মূর্তি তৈরি করেন মৃৎশিল্পীরা।

দ্বিতীয় দিনের পুজোর শেষে রাতেই মাকালীকে চতুর্দোলায় চড়িয়ে কিছুটা দূরে দামোদরের তীরে নিয়ে যাওয়া হয়। সেখানেই দামোদরে বিসর্জন  দেওয়া হয় মাকালীর। বিসর্জনের শোভাযাত্রায় হিন্দু-মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষই সামিল হন। মজুমদার পরিবারের সদস্যরা বলছেন, মাকালীর পুজো এখন সর্বজনীন রূপ পেয়েছে। এলাকার বাসিন্দারা সবাই একসঙ্গে মায়ের পুজোয় সামিল হন।

spot_img

Related articles

‘ডুবন্ত টাইটানিক’, উৎপল সিনহার কলম

টাইটানিক যখন সমুদ্রের অতলে তলিয়ে যায়,ঠিক তার ১ ঘন্টা ৪০ মিনিট পর রাত ৪টে ১০ মিনিটে সেখানে আসে...

ফের শিরোনামে ডবল ইঞ্জিন ছত্রিশগড়! এবার পুলিশের জরুরি পরিষেবার গাড়িতে গণধর্ষণ যুবতীকে

ফের নারী নির্যাতনের ঘটনায় উত্তাল হয়ে উঠল ডবল ইঞ্জিন রাজ্য ছত্রিশগড়। এবার খোদ পুলিশের জরুরি পরিষেবা ‘ডায়াল ১১২’-র...

বিজেপির সেমসাইড গোল! শুভেন্দুর নিরাপত্তারক্ষীরা পেটাল বিজেপি নেতাকে

বাংলাকে না চেনেন বিজেপির নেতারা, না তাঁদের ঘিরে থাকা কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী। ফলে বারবার 'সেমসাইড' হয়ে যাচ্ছে। বিরোধী...

নাকতলার নক্ষত্রদের নিয়ে বিশেষ উদ্যোগ, অরূপকে কৃতজ্ঞতা কৃশানুর পরিবারের

নাকতলা সেখানে সাত কীর্তিমানের কীর্তিকলাপ।যদিও তাঁরা আজ প্রয়াত। ভারতীয় ফুটবলের মারাদোনা কৃশানু দে(krishanu dey), গীতিকার গৌরিপ্রসন্ন মজুমদার, গীতিকার...