Tuesday, January 13, 2026

কালীপুজোকে কেন্দ্র করে দুই ক্লাবের মধ্যে তুমুল সং.ঘর্ষ! র.ণক্ষেত্র দুর্গাপুর, জ.খম ১০

Date:

Share post:

কালীপুজোয়(Kali Pujo) দুই ক্লাবের (Club) মধ্যে তুমুল মারপিট। ঘটনাকে কেন্দ্র করে রক্তাক্ত হয়ে উঠল দুর্গাপুর (Durgapur)। আহত দুই ক্লাবের কমপক্ষে দশ সদস্য। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে গেলে বাদ দেওয়া হয়নি পুলিশকেও। সোমবার ভোরে পুজো চলাকালীন মন্দিরের বাইরে হামলা চালায় অন্য একটি ক্লাবের সদস্যরা। প্রথমে দুই পক্ষের মধ্যে বচসা শুরু হয়। পরে তা হাতাহাতির পর্যায়ে পৌঁছয়। জানা গিয়েছে, একটি শ্মশানকালী মন্দির ও পুকুরের দখলদারি নিয়ে দীর্ঘদিন ধরেই এই দুই ক্লাবের মধ্যে দ্বন্দ্ব চলছিল। আর কালীপুজোর দিনে তা চরমে ওঠে।

স্থানীয় সূত্রে খবর, এদিন অগ্রণী ক্লাবের সদস্যরা মহিষ্কাপুর প্লটের শ্মশানকালী মন্দিরে পুজো করছিলেন। আচমকা প্রভাত সংঘের কয়েকজন সদস্য অগ্রণী ক্লাবের সদস্যদের লক্ষ্য করে ইট ছুড়তে থাকে বলে অভিযোগ। এদিকে ইটের আঘাতে তাঁদের বেশ কয়েকজন ক্লাব সদস্য আহত হন। প্রভাত সংঘের সদস্যদের অভিযোগ, তাঁদের উপর হামলা চালিয়েছে অগ্রণী ক্লাবের সদস্যরা। তবে তাঁদের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছে অগ্রণী ক্লাবের সদস্যরা। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছয় যে ঘটনাস্থলে পুলিশ পৌঁছলেও তাঁদের রীতিমতো হিমশিম খেতে হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কমব্যাট ফোর্সও নামানো হয়। এতেও ঘটনাস্থলে পৌঁছে ক্লাব সদস্যদের আক্রমণের মুখে পড়তে হয় পুলিশকে।

পুলিশ সূত্রে খবর, এদিন ধারালো অস্ত্র নিয়ে দুই ক্লাবের সদস্যরা একে অপরের ওপর ঝাঁপিয়ে পড়ে। সংঘর্ষে দুপক্ষের কমপক্ষে ১০ জন আহত হয়েছেন, যার মধ্যে ৭ জনকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে ৩ জনের আঘাত খুবই গুরুতর।

 

 

 

 

spot_img

Related articles

সংক্রান্তিতে শীতবিলাসীদের জন্য সুখবর, বুধে কনকনে ঠান্ডার পূর্বাভাস!

পৌষ সংক্রান্তি মানেই হাড় কাঁপানো ঠান্ডা। কিন্তু গত কয়েকদিনে যেভাবে তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী তাতে সংশয় লেগেছিল বাঙালির মনে।...

নরখাদক অভিযোগে শ্মশানবাসীকে হত্যায় ধৃত অভিযুক্ত

মৃতদেহের মাংস খেতেই খুন! সোমবার সাংবাদিক সম্মেলন করে খুনের কিনারা নিয়ে এমনই বিস্ফোরক তথ্য দিলেন দিনহাটা মহকুমা পুলিশ...

ফের বাংলাদেশে পিটিয়ে খুন সংখ্যালঘু যুবক

অন্তর্বর্তী সরকার ইউনুসের রাজত্বে বাংলাদেশে (Bangladesh Minority Attack) সংখ্যালঘুদের উপর অত্যাচার ক্রমশ বেড়েই চলেছে। ফের মৌলবাদীরা পিটিয়ে খুন...

ডিজিটাল যোদ্ধা কনক্লেভে’ কঠিন দিনের যোদ্ধারা উপেক্ষিত, সোশ্যাল মিডিয়ায় ঝড়

আমরা ডিজিটাল (Digital) যোদ্ধা' কনক্লেভ হয়েছে মিলন মেলায়, সোমবার। মূলত তৃণমূলের সোশ্যাল মিডিয়ায় সক্রিয়দের অনুষ্ঠান বলেই পরিচিত। মূল...