Wednesday, November 12, 2025

ভাইফোঁটার দিন সটান নিজাম প্যালেসে! নথি হাতে সিবিআই-এর দরবারে বিভাস

Date:

Share post:

নিয়োগ মামলায় এবার সিবিআই (CBI) দফতরে হাজিরা দিলেন বীরভূমের (Birbhum) নলহাটির বিভাস অধিকারী (Bibhas Adhikary)। বুধবার দুপুরে তিনি নিজাম প্যালেস (Nizam Palace) হাজিরা দেন। তবে ভাইফোঁটার দিন সিবিআই দফতরে প্রবেশ করার সময় বিভাস জানান, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে তাঁকে কিছু নথি আনতে বলা হয়েছিল। সেই নথি জমা দিতেই তিনি সিবিআই দফতরে এসেছেন। নিয়োগ মামলার তদন্ত চলাকালীন পার্থ চট্টোপাধ্যায় এবং প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতি মানিক ভট্টাচার্যের গ্রেফতারির পর বিভাসের নামও সামনে আসে। বেসরকারি বিএড এবং ডিএলএড কলেজ সংগঠনের প্রাক্তন সভাপতি ছিলেন বিভাস। পাশাপাশি তিনি মানিক ‘ঘনিষ্ঠ’ বলেও পরিচিত ছিলেন। এদিকে মানিকের গ্রেফতারির পরে পরই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকদের নজরে এসেছিলেন বিভাস। তবে আচমকা এতদিন পর বুধবার ফের তাঁকে নিজাম প্যালেসে হাজিরা দিতে দেখে জল্পনা শুরু হয়েছে।

চলতি বছরের ১৫ এপ্রিল বিভাসের বাড়ি এবং আশ্রমে তল্লাশি চালিয়েছিল সিবিআই। সেই সময় তাঁর বাড়ি এবং আশ্রম থেকে প্রচুর নথিও উদ্ধার করা হয়েছিল। আর সেই সংক্রান্ত নথিই এদিন তাঁকে আনতে বলা হয়েছিল। সেই নথি নিয়েই তিনি নিজাম প্যালেসে আসেন। এর আগে উত্তর কলকাতার আমহার্স্ট স্ট্রিটে বিভাসের একটি ফ্ল্যাটে তল্লাশি চালিয়েছিল ইডি। তল্লাশির পর সেই ফ্ল্যাট সিল করে দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। পরে আবেদনের ভিত্তিতে তা খুলে দেওয়া হয়।

তবে নিয়োগ মামলায় নাম জড়ানোর পর থেকেই নিজেকে নির্দোষ দাবি করে এসেছেন বিভাস। পাশাপাশি ইডি, সিবিআই তলব করলে তিনি সব রকম সহযোগিতা করবেন বলেও জানিয়েছিলেন বিভাস। তিনি এও দাবি করেন, আমি চাই আসল সত্য প্রকাশ্যে আসুক। ১০০ বার ডাকলে ১০০ বার যাব। ইডি, সিবিআই ইতিমধ্যেই তদন্ত করেছে। আমার কাছ যা যা নথি চেয়েছিল আমি সব পাঠিয়েছি। তবে কিছুই পাওয়া যায়নি।

 

 

 

spot_img

Related articles

আবারও আন্তর্জাতিক মঞ্চে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, চিনে ‘ব্রিকস স্কিলস কম্পিটিশন’-এ ভারতের প্রতিনিধিত্ব করবে ছাত্রছাত্রীরা

ফের ইতিহাস গড়ল সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি (এসএনইউ)। গত বছরের পর আবারও এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নির্বাচিত হয়েছে চিনে অনুষ্ঠিত...

বিজেপিকে সুবিধা করে দিতেই BLA নিয়োগে নয়া নির্দেশিকা ! কমিশনকে তোপ তৃণমূলের

জাতীয় নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে উত্তাল রাজনৈতিক মহল। বুথ লেভেল এজেন্ট (BLA) নিয়োগের নিয়ম পরিবর্তন করে এক...

বোধি ভবনের বার্ষিক উৎসব, সংবর্ধিত অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়

দক্ষিণ কলকাতার অন্যতম সেরা CBSE বিদ্যালয় বোধি ভবন কলেজিয়েট স্কুলে মঙ্গলবার অনুষ্ঠিত হল বার্ষিক অনুষ্ঠান। এই উপলক্ষে উত্তম...

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...