Thursday, May 15, 2025

গিরিরাজের অ.শালীন মন্তব্যের তীব্র প্রতিবাদ তৃণমূলের, উ.ত্তাল বিধানসভা

Date:

Share post:

কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিংয়ের মুখ্যমন্ত্রীকে নিয়ে চরম অসম্মানজনক মন্তব্যের প্রতিবাদে বৃহস্পতিবার উত্তাল হল রাজ্য বিধানসভার অধিবেশন। কেন্দ্রীয় মন্ত্রীর বিরুদ্ধে তোপ দাগলেন মন্ত্রিসভার সদস্য শশী পাঁজা। তৃণমূল-বিজেপি দু’পক্ষই উঠে দাঁড়িয়ে চিৎকার শুরু করে দেয়। চলে স্লোগান, পাল্টা স্লোগান। বিজেপিকে ধিক্কার দিয়ে স্লোগান তুলতে থাকে তৃণমূল। স্লোগান ওঠে, ‘এমন মন্তব্য কেন করা হল বিজেপি জবাব চাই জবাব দাও’। পাল্টা স্লোগান তুলতে থাকে বিজেপি।

এদিন অধিবেশনের শুরুতেই কেন্দ্রীয় মন্ত্রীর মন্তব্যকে ‘নারী বিদ্বেষী’ বলে তীব্র আক্রমণ শানান  রাজ্য মন্ত্রিসভার অন্যতম সদস্য শশী পাঁজা। তিনি বলেন, কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং মুখ্যমন্ত্রীকে নিয়ে যে বক্তব্য রেখেছেন তা নারী বিদ্বেষী। সমস্ত মহিলাদের জন্যই সেটা লজ্জার।বিজেপি নারী বিদ্বেষী, আগেও একাধিকবার তার প্রমাণ মিলেছে। বিজেপি বিধায়কদের উদ্দেশ্য করে তার কটাক্ষ, যদি গিরিরাজ সিং মন্তব্য নিয়ে বিজেপির কেউ কিছু না বললে বুঝতে হবে যে এই ঘটনা তারা সমর্থন করছে।

শশী পাঁজার এই মন্তব্যের পরেই বিজেপি বিধায়করা আসনের সামনে উঠে দাঁড়িয়ে পাল্টা প্রতিবাদ জানাতে থাকেন। অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় সকলকে শান্ত হওয়ার আবেদন জানিয়ে বলেন, মুখ্যমন্ত্রীর সম্পর্কে কেন্দ্রীয় মন্ত্রী যে মন্তব্য করেছেন তা বাঞ্ছনীয় নয়।এর পর দুপক্ষের স্লোগান পাল্টা স্লোগানে অধিবেশন উত্তপ্ত হয়ে ওঠে। তৃণমূল কংগ্রেসের মহিলা বিধায়করা সবাই নিজের আসন ছেড়ে ওয়েলে নেমে এসে বিক্ষোভ দেখাতে থাকেন। হই-হট্টগোল চলতে থাকে বিধানসভা কক্ষে। কিছুক্ষণের মধ্যে বিজেপি বিধায়করা ওয়াক আউট করে বেরিয়ে যান।

উল্লেখ্য, কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে চাঁদের হাট বসেছিল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমন্ত্রণে কলকাতায় এসেছিলেন সলমন খান, অনিল কাপুররা। সেখানে সলমন-সোনাক্ষীদের সঙ্গে পা মেলাতে দেখা গিয়েছিল মমতাকে। আর তা নিয়েই খোঁচা দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং। কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রীর মন্তব্য ঘিরে তোলপাড় হচ্ছে রাজ্য রাজনীতি। কড়া সমালোচনা শুরু করেছে তৃণমূল। এবার গিরিরাজ মন্তব্যের ইস্যু উঠল বিধানসভার অন্দরেও।

spot_img

Related articles

মাধি, হিজাজিকে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত অস্কার ও সিংটোর

মাধি তালাল(Madih Talal) ও হিজাজি মাহের(Hizaji Maher) সুস্থ হওয়ার পরই তাদের নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত। তারা এখন রিহ্যাব সারছেন।...

জঙ্গি মদতকারী পাকিস্তানের কাছে কেন পারমাণবিক অস্ত্র? শ্রীনগরে প্রশ্ন রাজনাথের

ভারত-পাক সংঘর্ষ বিরতির আবহে শ্রীনগরে পৌঁছে গেলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং (Rajnath Singh)। 'অপারেশন সিন্দুর' (Operation Sindoor) হওয়ার পর...

রাজ্যের ১৭ বিশ্ববিদ্যালয় উপাচার্য নিয়োগে আচার্যর আপত্তি কেন? দেখবে বিচারপতি ললিতের কমিটি

রাজ্যে ১৭টি বিশ্ববিদ্যালয় উপাচার্য নিয়োগ নিয়ে আচার্য তথা রাজ্যপাল সিভি আনন্দ বোস (C V Anand Bose) আপত্তির কারণ...

নাইট শিবিরে যোগ দিলেন রাসেল, নারিন-সহ ক্যারিবিয়ান ব্রিগেড

কেকেআর(KKR) সমর্থকদের স্বস্তি। বেঙ্গালুরুতে পৌঁছল নাইট রাইডার্সের ক্যারিবিয়ান ব্রিগেড। আগামী ১৭ মে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে নামবে কলকাতা...