Sunday, December 28, 2025

বাংলায় ইনিংস শুরু শীতের! ফের নামল কলকাতার পারদ

Date:

Share post:

নিম্নচাপ সরতেই ধীরে ধীরে পারদ পতন হচ্ছে বাংলায় (West Bengal)। যার জেরে বাংলায় শীতের ইনিংস শুরু হয়ে গেল। কলকাতার (Kolkata) পারদ নামল ১৮-এর নীচে। রবিবার শহরের তাপমাত্রা (Temperature) ১৭.৩! তবে সোমবার ১৬ এর ঘরে নামতে পারে পারদ। শুক্রবার তাপমাত্রা ছিল ১৯.৪, শনিবার ছিল  ১৮.৬ অর্থাৎ ৪৮ ঘন্টায় ২ ডিগ্রি নামল তাপমাত্রা। অন্যদিকে ইতিমধ্যে সান্দাকফু ও দার্জিলিংয়ের কয়েকটি এলাকায় বছরের প্রথম তুষারপাত হয়েছে। এরপর থেকেই শৈল শহরে ক্রমশ ভিড় বাড়ছে পর্যটকদের। মেঘ সরে গিয়ে রোদ উঠতেই জাঁকিয়ে ঠান্ডা পড়তে শুরু করেছে উত্তরে।

 

রবিবার আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তরের নীচের দিকে জেলাগুলি, যেমন আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহারে শীতের দাপট চলবে। রবিবার সকালে সেখানে বিস্তীর্ণ এলাকা কুয়াশার চাদরে মুড়ে গিয়েছে। হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে যে, এদিনই উত্তরবঙ্গের শীতলতম দিন। ভোর থেকেই ঠান্ডা হাওয়া বইতে শুরু করেছে। কুয়াশার জেরে যান চলাচলেও সমস্যা হচ্ছে।

এদিকে আগামী বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গের দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় বৃষ্টি হবে না। সব জেলাতেই আবহাওয়া শুষ্ক থাকবে। হাওয়া অফিস বলেছে, এই কয়েকদিন কলকাতার আকাশ পরিষ্কার থাকবে। সর্বোচ্চ তাপমাত্রা ২৫ ডিগ্রির আর সর্বনিম্ন তাপমাত্রা ১৮ ডিগ্রির আশপাশে থাকতে পারে।

 

 

 

 

spot_img

Related articles

জামিনের আবেদন খারিজ, জেল হেফাজতের সময়সীমা বাড়ল শতদ্রুর

যুবভারতী ক্রীড়াঙ্গনে ও বিশৃঙ্খলার ঘটনায় গ্রেফতার মূল উদ্যোক্তা শতদ্রু দত্তের(Shatadru Dutta )১৪ দিনের পুলিশি হেফাজতের মেয়াদ এদিন শেষ...

উলুবেড়িয়ায় SIR শুনানিতে অ্যাম্বুলেন্সে হাজিরা অসুস্থ বৃদ্ধর, বিজেপির ‘দালাল’ কমিশনকে তোপ তৃণমূলের 

প্রথমে অপরিকল্পিত স্পেশাল ইনটেনসিভ রিভিশনের (SIR) নামে বৈধ ভোটার বাদ দেওয়ার চেষ্টা। এরপর শুনানির নামে বাংলার মানুষকে প্রতিনিয়ত...

অসুস্থ মেয়ে, তবু ছাড় নেই বাবার: হাসপাতালে বসেই BLO-র দায়িত্ব পালন

মেয়ে ৩ দিন হাসপাতালে ভর্তি। কিন্তু তাতেও বিরাম নেই বিএলও (BLO) বাবার। পাঁশকুড়ার ১৭২ নম্বর বুথের বিএলও অতনু...

কেউ কিছু করতে পারবে না! বিজেপির ধর্ষকের আত্মবিশ্বাস কোথা থেকে, স্পষ্ট করল তৃণমূল

নারী সম্মান তো দূরের কথা। ধর্ষণ শ্লীলতাহানির মতো ঘটনায় পুলিশ প্রশাসনকেও ভয় পায় না ধর্ষকরা। অবাক লাগলেও এটাই...