Sunday, January 25, 2026

চু.ক্তিভিত্তিক কর্মী নিয়োগ নিয়ে অ.সন্তুষ্ট কলকাতা হাই কোর্ট

Date:

Share post:

রাজ্যে সর্বত্র চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ নিয়ে অসন্তুষ্ট কলকাতা হাই কোর্ট। সোমবার প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের পর্যবেক্ষণ, কেউ তো কাজই করতে চায় না। এ ওকে দেখাচ্ছে, ও তাকে দেখাচ্ছে!  উচ্চ আদালতের প্রশ্ন, চুক্তিভিত্তিক কর্মীদের যে বেতন দেওয়া হয়, তাতে তাঁদের কাছ থেকে আর কত আশা করা যায়?

প্রতিবন্ধীদের চিকিৎসার সুবিধার জন্য ২০১৭ সালে কেন্দ্রীয় সরকার ইউডিআইডি কার্ডের ব্যবস্থা করে।এরপরই বাংলার জন্য সেই কার্ড দ্রুত পেতে পৃথক একটি পোর্টালও খোলে রাজ্য। কিন্তু এরপরই শুরু হয় সমস্যা।যখনই ওই পোর্টালে কেউ নাম নথিবদ্ধ করতে চাইছেন, তাঁদের নাম আগে থেকেই নথিবদ্ধ বলে দেখানো হচ্ছে। এই বিভ্রান্তির ফলে অধিকাংশই কার্ড পাচ্ছেন না। এই অভিযোগ তুলে ‘পরিবার বেঙ্গল’ নামে একটি সংগঠন আদালতের দ্বারস্থ হয়।সেই মামলাতেই প্রশ্নের মুখে পড়ে চুক্তিভিত্তিক কর্মীদের কাজকর্ম।

সেই মামলার পরিপ্রেক্ষিতেই প্রধান বিচারপতির পর্যবেক্ষণ,এক জন চিকিৎসক সব কাজ করবেন, এটা আশা করা যায় না! হাসপাতালে ৮০ শতাংশ কর্মী চুক্তিভিত্তিক। ১২-১৩ হাজার টাকা করে তাঁরা বেতন পান। তাঁদের কাছ থেকে কী কাজ আশা করবেন? রাজ্যের সব ক্ষেত্রে চুক্তিভিত্তিক কর্মী থাকায় দায়সারা মনোভাব থেকে যাচ্ছে। তাঁর আরও প্রশ্ন, এ রাজ্যে যখন আলাদা পোর্টাল, সেক্ষেত্রে কেন্দ্রীয় পোর্টাল থেকে কেন তথ্য নেওয়া হচ্ছে না?

তবে বর্তমানে রাজ্যে চুক্তিভিত্তিক কর্মরত কর্মীর সংখ্যা সরকারি কৌঁসুলি দিতে পারেননি। এর পরেই প্রধান বিচারপতি বলেন, মানুষ অনেক দূর থেকে আসেন। কত কত টাকা খরচ করে তাঁরা কলকাতায় থাকেন! সব জায়গায় চুক্তিভিত্তিক কর্মীতে ভরে গিয়েছে।

spot_img

Related articles

ওড়িশার সংগীত জগতে নক্ষত্র পতন, প্রয়াত বিখ্যাত সুরকার-গীতিকার অভিজিৎ মজুমদার

রবিবাসরীয় সকালে শোকের ছায়া সংগীত মহলে। জীবন যুদ্ধে হার মেনে মাত্র ৫৪ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি...

হু-কে বদনাম করেছে আমেরিকা: কড়া জবাব বিশ্ব স্বাস্থ্য সংস্থার

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (World Health Organisation) থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়ে আমেরিকার(America) বিরুদ্ধে বিস্ফোরক হু। হু-এর দাবী, আমেরিকার...

২ লক্ষ ছুঁয়ে ফেলতে পারে সোনার দাম! মাথায় হাত বাঙালির 

মধ্যবিত্তের নাগালের বাইরে সোনা (Gold), যত দিন যাচ্ছে ততই মহার্ঘ হয়ে উঠছে হলুদ ধাতু। গত এক বছরে দ্বিগুণ...

আগুনে বোলিংয়ে নির্বাচকদের জবাব দিলেন শামি, রঞ্জির নক আউটে বাংলা

কল্যাণীতে রঞ্জি ট্রফির ম্যাচে (Ranji Trophy) সার্ভিসেসের বিরুদ্ধে বাংলার (Bengal) দাপুটে জয়। ব্যাট হাতে সুদীপ চ্যাটার্জীর অসাধারণ ইনিংস...