এএফসি কাপের নিয়মরক্ষার ম্যাচেও হারের মুখ দেখল মোহনবাগান সুপার জায়েন্ট। এদিন মাজিয়ার বিরুদ্ধে খেলতে নামে মোহনবাগান। সেই ম্যাচে ১-০ গোলে হারে সবুজ-মেরুন ব্রিগেড।ম্যাচটির গুরুত্ব বলতে গেলে ছিল সম্মানের লড়াই।সেই ম্যাচে মাজিয়ার কাছে পরাজিত হয়ে এএফসি অভিযান শেষ করল মোহনবাগান সুপার জায়েন্ট।

রিজার্ভ বেঞ্চ ও দ্বিতীয় সারির দল থেকে মাত্র ১৩ জন ফুটবলার নিয়ে মালদ্বীপ গিয়েছে মোহনবাগানের সহকারী কোচ ক্লিফোর্ড মিরান্ডা। মাজিয়া ঘরের মাঠে শুরু থেকে লাগাতার আক্রমণ চালাতে থাকে মোহনবাগান। তবে সুহেল-টাইসনরা কিছু কিছু সময়ে গোলের কাছাকাছি পৌঁছেছিল, কিন্তু গোল করতে পারেননি বাগান ব্রিগেড। এরই মধ্যে পাল্টা আক্রমণ চালায় মাজিয়া। ম্যাচের ৪০ মিনিটে ১-০ এগিয়ে যায় তারা। বক্সের বাইরে থেকে বাঁ পায়ের দুরন্ত কার্লার শটে আর্শ আনোয়ারকে পরাস্ত করে মাজিয়াকে এগিয়ে দেন এইচ আর আহমেদ। প্রথমার্ধে ১-০ পিছিয়ে থাকে বাগান ব্রিগেড।
ম্যাচের দ্বিতীয়ার্ধের শুরুতে মোহনবাগান আক্রমণাত্মক শুরু করলেও ধীরে ধীরে মাজিয়া খেলা ধরে নেয়। বারবার মোহনবাগান বক্সে আক্রমণের ঝড় তুললেও গোলমুখ আর খুলতে পারেনি মাজিয়া। এদিন যেন নিজের যোগ্যতা প্রমাণ করলেন আর্শ। একের পর এক দুরন্ত সেভ দেন তিনি। তবে মাজিয়ার বালাবানোভিচরা বেশ কিছু সহজ সুযোগও নষ্ট করেন। শেষমেশ ম্যাচ শেষ হয় ১-০ গোলে। এই হার সত্ত্বেও গ্রুপে তৃতীয় স্থানে শেষ করল মোহনবাগান। তবে মাজিয়ার কাছে হারলেও সুমিত রাঠি, সুহেল ভাট, টাইসন সিংদের লড়াই প্রশংসনীয়।

আরও পড়ুন:বৃষ্টির কারণে হয়নি ম্যাচ, দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের ব্যবস্থাপনার উপর ক্ষু.ব্ধ গাভাস্কর
