Sunday, November 9, 2025

সংসদে হা.মলার ‘মা.স্টারমাইন্ড’ ললিতই! বি.স্ফোরক কলকাতার এনজিও কর্মী, প্রকাশ্যে চা.ঞ্চল্যকর তথ্য

Date:

Share post:

নয়া সংসদ ভবনে (Parliament) হানাদারদের তাণ্ডব! বুধবারের হাড়হিম করা ঘটনায় এবার প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য। ঘটনার সঙ্গে বাংলার যোগাযোগ স্পষ্ট। এমনটাই দাবি তদন্তকারী আধিকারিকদের। তদন্তকারীদের অভিযোগ, বুধবার দুপুরে সংসদে স্মোক ক্র্যাকার (Smoke Cracker) ফাটানোর পরিকল্পনা সাজিয়েছিলেন যিনি, তার সঙ্গে বাংলারই একজন সমাজকর্মী তথা কলেজ পড়ুয়ার(College Student) যোগাযোগ রয়েছে। বুধবার সংসদে ভয়াবহ ঘটনা ঘটানোর পর হোয়াটসঅ্যাপে সেই ঘটনার ভিডিয়ো ললিত ঝা (Lalit Jha) পাঠায় বাংলার নীলাক্ষ আইচ নামে ওই যুবককে। তবে ললিতকে এখনও গ্রেফতার করতে না পারলেও দিল্লি পুলিশ (Delhi Police) ৫ ধৃতকে জেরা করে জানতে পেরেছে, এই ললিতই শুরু থেকে গোটা ঘটনাটি আয়োজনের দায়িত্বে ছিল। হামলার পরই কলকাতার এক সমাজসেবী সংস্থায় কর্মরত নীলাক্ষ আইচ নামে ওই যুবককে প্রকাশ্যে সেকথা জানায় ললিত। আর তারপর থেকেই একাধিক রহস্য ঘনীভূত হচ্ছে।

এদিকে ইতিমধ্যেই ললিত ঝা সম্পর্কে বেশ কিছু তথ্য তদন্তকারীদের হাতে এসেছে। ললিত হরিয়ানার গুরুগ্রামে তার বাড়িতে বসেই সংসদে হামলার ছক কষে বলে খবর। গত চার বছর ধরে দিল্লি লাগোয়া গুরুগ্রামে হয়েছে বুধবারের নাশকতার ছক। স্থানীয় দুজনের সঙ্গে সেখানে ছিল উত্তরপ্রদেশ, কর্নাটক, মহারাষ্ট্র ও হরিয়ানার হিসার থেকে জড়িত আরও চারজন।

কিন্তু কে এই ললিত?

 

হামলাকারীর পরিচয় সামনে এনেছেন বাংলার সমাজকর্মী তথা কলেজ পড়ুয়া নীলাক্ষ। নীলাক্ষর দেওয়া তথ্য অনুযায়ী, ললিত ঝা নিজেকে সোশাল মিডিয়ায় সমাজকর্মী বলে পরিচয় দেয়। সেই পরিচয়েই নীলাক্ষর সঙ্গে আলাপ। ললিত মধ্য কলকাতায় একটি বাড়িতে ভাড়া থাকত। দেড় বছর আগে সেই বাড়িতে তালা দিয়ে চলে যায়। গুরুগ্রামে থাকতে শুরু করে। এদিকে বুধবার দুপুর ১টা থেকে ২টোর মধ্যে নীলাক্ষকে হোয়াটসঅ্যাপে সংসদে হামলার ভিডিও পাঠায় ললিত। নীলাক্ষ তার কাছে জানতে চান, কীসের ভিডিও? কোথায় এমন হামলা হল? তার জবাবে অবশ্য ললিত কিছু বলেনি বলেই জানান নীলাক্ষ। পাশাপাশি ওই কলেজ পড়ুয়া আরও জানায় ললিত ২, ৩টি ফোন নম্বর ব্যবহার করত। তবে কোথায় সে কাজ করত, কোন সংস্থার সঙ্গে যুক্ত, সেসব তথ্য কখনও জানায়নি নীলাক্ষকে।

তবে দিল্লি পুলিশ জানতে পেরেছে, সংসদে হামলার ঘটনার আগে গত কয়েক দিন ধরে যখন হানাদারেরা দিল্লিতে এসে পৌঁছচ্ছিল, তখন তাঁদের আশ্রয় দেওয়ার ব্যবস্থাও করেছিল এই ললিতই। পুলিশ সূত্রে খবর, সংসদের ভিতরে প্রবেশকারী সাগর শর্মা, মনোরঞ্জন ডি এবং সংসদের বাইরে থাকা নীলম সিংহ এবং অমল শিন্ডেকে গুরুগ্রামে ভিকি নামে এক জনের বাড়িতে নিয়ে গিয়েছিল ললিত। ভিকির বাড়িতেই হানাদারেরা আশ্রয় নিয়েছিল। আর এই ভিকি আদতে ললিতেরই বন্ধু।

 

 

 

 

spot_img

Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...