Wednesday, January 14, 2026

অরাজকতা: বিহারে চিকিৎসকদের সমাবেশে মদের ফোয়ারা, ভিডিও পোস্ট জেলবন্দি পাপ্পুর!

Date:

Share post:

যে রাজ্য মদ বিক্রি নিষিদ্ধ, সেখানেই শিশু চিকিৎসকদের (Doctor) সম্মেলনে দেদার মদের ফোয়ার। ভিডিও ভাইরাল হতেই তুমুল বিতর্ক। যদিও ভিডিও-র সত্যতা যাচাই করেনি ‘এখন বিশ্ববাংলা সংবাদ’। অভিযোগ, বিহারে (Bihar) মদ্যপান নিষিদ্ধ হওয়া সত্ত্বেও সরকারের নাকের ডগায় চিকিৎসকদের জন্য বসানো হয়েছে মদের আসর। আবার সেই ভিডিও পোস্ট করেছেন জেলবন্দি রাজনৈতিক নেতা পাপ্পু যাদব। নিষিদ্ধ বিহারে মদ এলো কী করে! আর একজন বন্দি কীভাবে স্যোশাল মিডিয়ায় ভিডিও পোস্ট করেন? অরাজকতার চূড়ান্ত নির্দশন- মত রাজনৈতিক মহলের।

বিহারে শিশু চিকিৎসকদের (Doctor) সম্মেলনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে যোগ দিয়েছিলেন প্রখ্যাত চিকিৎসকেরা। ২দিনের সম্মেলনে ছিল মনোরঞ্জনের ব্যবস্থাও। সরকারি মেডিক্যাল কলেজের অতিথিশালায় সেই পার্টির ছবি ঘিরে শুরু হয়েছে তুমুল বিতর্ক। প্রশ্ন উঠছে, নীতীশ কুমারের বিহারে কি সবার জন্য আলাদা নিয়ম?

১২-১৪ জন শিশু চিকিৎসক দ্বারভাঙা মেডিক্যাল কলেজের (Dwarbhanga Medical Collage) অতিথিশালার পার্টিতে যোগ দিয়েছিলেন। পার্টিতে থাকা কোনও ব্যক্তিই ভিডিও রেকর্ড করে সমাজমাধ্যমে পোস্ট করেন। খবর ছড়িয়ে পড়তেই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। তবে সরকারের তরফে এ বিষয়ে কোনও বক্তব্য করা হয়নি।

 

এই ভিডিও শেয়ার করেন জন অধিকার পার্টির প্রধান পাপ্পু যাদব। তিনি লেখেন, ‘‘দ্বারভাঙা মেডিক্যাল কলেজে চিকিৎসকদের জন্য ‘শরাব, শবাব এবং কবাবের ব্যবস্থা’ (মদ-মাংস-নারীসঙ্গের) বন্দোবস্ত। চিকিৎসকেরা হুল্লোড় করবেন আর সরকার ঘুমিয়ে। আর কত দিন এই সব চলবে?’’ তবে, এই পাপ্পু যাদব এখন জেলে রয়েছেন। তিনি লিখেছেন, এই দৃশ্য তিনি নিজেও দেখেছেন। কারণ জেল থেকে চিকিৎসার জন্য তাঁকে সেই সময় ওই হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

আরও পড়ুন: কানাডা ও আমেরিকার বিষয়টি এক নয়, দাবি বিদেশমন্ত্রী জয়শঙ্করের

মদ যেখানে নিষিদ্ধ, সেখানে কীভাবে সরকারি অতিথিশালায় চিকিৎসকরা মদ্যপান করেন। একই সঙ্গে প্রশ্ন উঠছে, জেলবন্দি একজন কীভাবে স্যোশাল মিডিয়া ব্যবহার করেন! সব মিলিয়ে বিতর্ক তুঙ্গে বিহারে।

spot_img

Related articles

হাই কোর্টে নিয়ন্ত্রণ শুনানি পর্ব: বুধে ইডি-আইপ্যাক মামলার আগে জারি নির্দেশিকা

একদিকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। অন্যদিকে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। দুপক্ষের দায়ের করা মামলা কলকাতা হাই কোর্ট (Calcutta...

চন্দ্রকোণায় প্রতিবাদ মিছিল শুভেন্দুর: কাল্পনিক, ভিত্তিহীন অভিযোগ, দাবি তৃণমূলের

আরও একবার বিরোধী দলনেতা নিজের উপর হামলার ঘটনা নিয়ে রাজ্য রাজনীতি তোলপাড় করার চেষ্টায়। নির্বাচনের আগে কোনও ইস্যু...

আক্রান্ত উত্তর ২৪ পরগনায় দুই নার্স! নিপা মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি রাজ্য স্বাস্থ্য দফতরের

রাজ্যে ফের নিপা ভাইরাসের আতঙ্ক। উত্তর ২৪ পরগনার বারাসতের একটি বেসরকারি হাসপাতালে কর্মরত দুই নার্সের শরীরে নিপা ভাইরাসের...

রাজনীতির রঙ ভুলে শেষ শ্রদ্ধা সমীর পুততুণ্ডকে: দেহ দান এসএসকেএমে

বাংলার রাজনীতি যে সবসময় সৌজন্য শেখায় তা আবার এক মৃত্যুর মধ্যে দিয়ে স্পষ্ট হয়ে গেল। মঙ্গলবার প্রয়াত পিডিএস...