Saturday, December 20, 2025

কুস্তি সংস্থার কাজকর্ম দেখতে পিটি ঊষাকে চিঠি ক্রীড়া মন্ত্রকের, কমিটি গঠনের অনুরোধ আইওএ-কে

Date:

Share post:

রবিবার সকালে ভারতীয় কুস্তি ফেডারেশনের নবনির্বাচিত বোর্ডকে সাসপেন্ড করেছে কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক। বিদায়ী কুস্তি সভাপতি ব্রিজভূষণ শরণ সিং-এর ঘনিষ্ঠ সঞ্জয় সিং-এর সভাপতিত্বে ভারতীয় কুস্তি সংস্থার নতুন কমিটি তৈরি হয়েছিল। সেই কমিটিকে সাসপেন্ড করেছে কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক। কারণ হিসাবে জানা যাচ্ছে, নিয়ম লঙ্ঘন করে তড়িঘড়ি প্রতিযোগিতা ঘোষণা করা হয়েছিল কুস্তি ফেডারেশনের তরফ থেকে। আর সেই কারণে নবনির্বাচিত বোর্ডকে সাসপেন্ড করে কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক। আর এর পরই ক্রীড়া মন্ত্রকের তরফে আন্তর্জাতিক অলিম্পিক্স সংস্থাকে (আইওএ) অনুরোধ করা হয়েছে একটি অ্যাড-হক কমিটি গঠন করে কুস্তি সংস্থার কাজকর্ম সামলানোর জন্য। যাতে ভারতে কুস্তির প্রতিযোগিতা থেমে না যায় তার জন্য তার জন‍্য কমিটি গঠনের অনুরোধ। লেখা হয়েছে একটি চিঠি। চিঠিটি লেখা হয়েছে আইওএ সভাপতি তথা প্রাক্তন দৌড়বিদ পিটি ঊষাকে উদ্দেশ্য করে।

এদিন আইওএ-কে একটি চিঠি লিখে ক্রীড়া মন্ত্রকের তরফে জানানো হয়েছে, কুস্তি সংস্থার নির্বাচনের পর তৈরি হওয়া পরিস্থিতির জেরে প্রশাসন চালানো এবং সংস্থার ভাবমূর্তি নিয়ে গভীর চিন্তা তৈরি হয়েছে। এই মুহূর্তে তা সংশোধন করা এবং উপযুক্ত ব্যবস্থা নেওয়া দরকার। ভারতের কুস্তি যাতে থেমে না যায় তা দেখা আইওএ-র দায়িত্ব। তাই একটি অ্যাড-হক কমিটি তৈরি করে কুস্তি সংস্থার কাজকর্ম দেখাশোনার দায়িত্ব দেওয়া হোক। করা হয়েছে কুস্তি সংস্থার ভাবমূর্তি স্বচ্ছ রাখার আবেদনও।

এদিন ভারতীয় কুস্তি ফেডারেশনের নবনির্বাচিত বোর্ডকে সাসপেন্ড করেছে কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক।এই নিয়ে এক বিবৃতি প্রকাশ করে সরকার জানিয়েছে, জাতীয় স্তরের প্রতিযোগিতা আয়োজনের ঘোষণা সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া হয় কার্যনির্বাহী কমিটির দ্বারা। এরজন্য কমিটির সামনে এজেন্ডা পেশ করতে হয়। তানিয়ে আলোচনা হয়, তারপর বৈঠকে সেই সংক্রান্ত সিদ্ধান্তের ওপর ভোটাভুটি হয়। সেই বৈঠকে কোরাম থাকতে হবে। অর্থাৎ, কমিটির অন্তত এক-তৃতীয়াংশ সদস্যকে উপস্থিত থাকতেই হবে। সেই বৈঠক ডাকার আগেও নোটিশ জারি কতে হয়। ১৫ দিনের নোটিশ দিতে হয় এই বৈঠক ডাকতে। জরুরি ক্ষেত্রেও অন্তত ৭ দিনের নোটিশ দিতে হয় বৈঠকের জন্য। এদিকে এখনও ফেডারেশনের কাজ চলছে আগের পদাধিকারীর অফিস থেকে। এটা নীতি বিরুদ্ধ। এই অফিসেই যৌন হেনস্থার অভিযোগ উঠেছে। যা আপাতত আদালতে বিচারাধীন।

আরও পড়ুন:এবার বজরংদের অভিযোগে পাল্টা মুখ খুললেন ব্রিজভুষণ, কী সাফাই অভিযুক্ত প্রাক্তন কুস্তিকর্তার

 

 

 

 

 

spot_img

Related articles

SIR-এ বিপদে পড়া মানুষদের জন্য একটি শব্দ নেই! মোদির বৈঠকে কটাক্ষ তৃণমূলের

মতুয়া গড়ে এসআইআরে বাদ মতুয়া সম্প্রদায়ের বহু মানুষের নাম। সেই পরিস্থিতিতে রানাঘাটের মানুষের জন্য কী বার্তা দেবেন প্রধানমন্ত্রী...

প্রধানমন্ত্রীর সভায় এসে ট্রেনের ধাক্কায় মৃত ৪: সামান্য উল্লেখ মোদির ভাষণে!

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভায় লোক ভরাতে আশেপাশে সব জেলা থেকে লোক জোগাড় করতে হয়েছে বিজেপিকে। কারণ মতুয়া গড়...

হার্দিকের ছক্কায় আহত ক্যামেরাম্যান, চিত্রগ্রাহকের কাছে ছুটে গেলেন ক্রিকেটার নিজেই

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ (Ind vs SA T 20 series)৩-১ জিতেছে ভারত। শনিবার গুজরাটের আহমেদাবাদে...

চাকরির পরীক্ষা দেওয়ার ব্যবস্থার নেই বিজেপির ওড়িশায়! রানওয়েতে পরীক্ষার্থীরা

মাত্র ৮ হাজার পরীক্ষার্থীর জন্য পরীক্ষাকেন্দ্র জোগাড় করারও ক্ষমতা নেই মোহন মাঝি পরিচালিত ওড়িশার। ১৮৭টি চুক্তিভিত্তিক পোস্টের জন্য...