Sunday, November 9, 2025

মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে কাটল জট! হাওড়ায় আজ থেকেই ফের চালু ক্রিসমাস কার্নিভাল

Date:

Share post:

“কার্নিভাল (Carnival) হবে। আমি পুলিশকে নির্দেশ দিয়েছি। আইনত যা যা অ্যাকশন তা পুলিশ নেবে। আজ থেকেই চালু হবে কার্নিভাল। যা হয়েছে তা ঠিক নয়। আমি এসব বরদাস্ত করব না। আমি ইতিমধ্যে পুলিশের সঙ্গে কথা বলেছি। কয়েকজনের জন্য কোনোভাবেই কার্নিভাল বন্ধ হতে পারে না। এটা বেআইনি”। বৃহস্পতিবার বন্ধ হয়ে যাওয়া হাওড়ার ক্রিসমাস কার্নিভাল (Howrah Christmas Carnival) ফের শুরুর নির্দেশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। পাশাপাশি এদিন মুখ্যমন্ত্রীকে রামমন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হওয়া নিয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে ক্ষোভপ্রকাশ করেন মুখ্যমন্ত্রী। এদিন সাংবাদিকরা প্রশ্ন করেন, রাম মন্দিরের অনুষ্ঠানে তিনি যাবেন কী না? সে প্রসঙ্গে মুখ্যমন্ত্রী সরাসরি বলেন, “ভাই তোমরা সব জেনে বসে আছ। আমি তো কিছু জানি না”।

এদিন মুখ্যমন্ত্রী আরও বলেন, “পুর প্রশাসককে বলব, নিজের মতো সিদ্ধান্ত নিন। পুলিশ যা যা ব্যবস্থা নেওয়ার নেবে। কেউ কোনও সমস্যা করলে, আইন আইনের পথে চলবে”। বৃহস্পতিবার ডুমুরজলার হেলিপ্যাড থেকেই সরব মমতা। পাশাপাশি মমতা জানান, মন্ত্রী অরূপ বিশ্বাস আজই হাওড়ায় যাচ্ছেন।

উল্লেখ্য, গত ২২ ডিসেম্বর হাওড়ায় ক্রিসমাস কার্নিভালের উদ্বোধন করেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। ১২দিন ধরে চলার কথা ছিল হাওড়ার এই ক্রিসমাস কার্নিভাল। কিন্তু বেআইনিভাবে পার্কিংয়ের অভিযোগে রণক্ষেত্রের চেহারা নেয় এলাকা। পার্কিং কর্মীদের সঙ্গে বাকবিতণ্ডা ও হাতাহাতিতে জড়িয়ে পড়েন অনেকেই। এরপরেই নিরাপত্তার অভাবের কারণ দেখিয়ে কার্নিভাল বন্ধের সিদ্ধান্ত নেয় পুরসভা। সম্প্রতি বিশিষ্ট শিশু সাহিত্যিক ষষ্ঠীপদ চট্টোপাধ্যায় এবং কার্টুনিস্ট নারায়ণ দেবনাথের নামে হাওড়া পুরসভার উদ্যোগে চালু হয়েছে ষষ্ঠী-নারায়ণ ইকো পার্ক। সোমবার এই পার্কের উদ্বোধন করেন রাজ্যের খাদ্য প্রক্রিয়াকরণ দফতরের মন্ত্রী অরূপ রায়। সেখানেই চলছে ক্রিসমাস কার্নিভাল। কিন্তু শুরু হওয়ার ৫ দিনের মধ্যেই কিছু বিক্ষিপ্ত ঘটনার জেরে মাত্র ৫ দিনের মাথায় বন্ধ হয়ে যায় কার্নিভাল। তবে বৃহস্পতিবার মুখ্যমন্ত্রীর নির্দেশেই কাটল জট। খুশির হাওয়া হাওড়াবাসীদের মধ্যে।

 

 

 

spot_img

Related articles

এপিকের সঙ্গে মোবাইল লিঙ্ক না থাকলে অনলাইনে ফর্ম নয়! কমিশনের নিয়মে ক্ষোভে ফুঁসলেন কল্যাণ 

নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে ফের রাজনৈতিক বিতর্ক। রবিবার শ্রীরামপুর পুরসভার ২৪ নম্বর ওয়ার্ডে ভোট রক্ষা শিবিরে অংশ...

ফাইনাল ম্যাচে শাহরুখের মন্ত্রেই ছাত্রীদের তাতিয়ে ছিলেন? অকপট স্মৃতিদের কোচ

ভারতীয় মহিলা দল বিশ্বকাপ জেতার পরই চক দে ইন্ডিয়ার কবীর খান হয়ে উঠেছেন অমল মুজুমদার(Amol Muzumdar)। কী বলে...

এসআইআর আতঙ্কে মৃতদের পরিবারের পাশে তৃণমূল: রাজ্যজুড়ে শোকাহত পরিবারগুলির ঘরে দলের জনপ্রতিনিধিরা 

এসআইআর আতঙ্কে রাজ্যজুড়ে মৃত্যুর ঘটনা ক্রমশ বাড়ছে। কোথাও আত্মহত্যা, কোথাও আতঙ্কে অসুস্থ হয়ে মৃত্যু— ভয় ছড়িয়ে পড়েছে গ্রাম...

বাংলাভাষায় ১০ কোটিও খরচ নয়! বাঙালিবিদ্বেষী বিজেপির রবীন্দ্র-বঙ্কিম ভাগে তোপ গণমঞ্চের

বিজেপি আদতে বাঙালি বিদ্বেষী, তা সাম্প্রতিক সময়ে বারবার প্রত্যক্ষভাবে প্রমাণিত। সেই বিদ্বেষের বিরুদ্ধে বারবার সরব হয়েছে দেশ বাঁচাও...