Monday, November 10, 2025

রাতারাতি নতুন প্রতিরক্ষা মন্ত্রী! চিন এবার কোন চাল চালবে?

Date:

Share post:

তিনমাস ধরে পুরোপুরি নিখোঁজ চিনের প্রতিরক্ষামন্ত্রী (Defence Minister)। নভেম্বরে জো বাইডেনের সঙ্গে সাক্ষাৎ শি জিনপিংয়ের। বছর শেষে নতুন প্রতিরক্ষামন্ত্রী নিয়োগ চিনে। এমন একজনকে সেই পদে বেছে নেওয়া হল যিনি এতদিন দেশের নৌবাহিনীর প্রধান (Naval Chief) ছিলেন। এই সব সূত্রই যেন একটা দিকে ইঙ্গিত করছে – দেশের প্রতিরক্ষার দ্বায়িত্বে এমন একজন থাকবেন যিনি যুদ্ধটা বোঝেন। আবার আমেরিকার মতো জটিল কূটনৈতিক বিষয়গুলিকে ঠাণ্ডা মাথায় নিয়ন্ত্রণ করে আমেরিকাকে তুষ্ট রাখতে পারে। আবার তলে তলে দক্ষিণ চিন সাগরে (South China Sea) নিজেদের দখলও জমাতে পারে।

চিনের পূর্ববর্তী প্রতিরক্ষা মন্ত্রী লি সাংফুকে আগস্টমাসে দ্বায়িত্ব থেকে সরিয়ে দেয় জিনপিং সরকার। এমনকি তারপর থেকে তিনি যেন পুরো উবে গিয়েছেন। তাঁর মন্ত্রিত্বের মেয়াদ ছিল মাত্র ৬ মাস। এবার নৌবাহিনীর প্রধান ডং জুনকে প্রতিরক্ষার দ্বায়িত্ব দেওয়া হল। নৌবাহিনীর দ্বায়িত্বে থাকার সঙ্গে ডংয়ের বিশেষত্ব দক্ষিণ চিন সাগরকে তিনি হাতের তালুর মতো চেনেন। এই এলাকায় তিনি দীর্ঘদিন বিভিন্ন দ্বায়িত্ব সামলেছেন। অর্থাৎ তাইওয়ানের (Taiwan) দিক থেকে আসা ‘ঘরোয়া সমস্যা’র সমাধানে তিনি ভূমিকা নিতে পারবেন। অন্যদিকে দক্ষিণ চিন সাগরে আমেরিকার সঙ্গে সংঘাতের পরিস্থিতি তৈরি হলে সেখানেও চিনকে সুবিধা দিতে পারবেন।

ইতিমধ্যেই ভারত মহাসাগরের মালয়েশিয়া, ফিলিপিন্সের মতো দ্বীপে সমঝোতার মধ্যে দিয়ে নিজেদের কর্তৃত্ব বজায় রাখতে সচেষ্ট চিন। পাশাপাশি আমেরিকার সঙ্গেও সদ্ভাবে রাখার নীতি শি জিনপিংয়ের। আমেরিকার সঙ্গে যৌথ আলাপ আলোচনা চলার মাঝেই স্ট্যান্ডিং কমিটি থেকে ৯ জন সিনিয়র মিলিটারি অফিসার ও মিসাইল ডিফেন্স ফার্ম থেকে তিন এক্সেকিউটিভকে সরিয়ে দেয়। আবার প্রতিরক্ষামন্ত্রী বদলের মতো এত বড় সিদ্ধান্তও এলো দুদেশের রাষ্ট্রপতিদের বৈঠকের পর। রাজনীতিকদের অনেকেরই অনুমান, বিশ্ব রাজনীতিতে নিজেদের স্বচ্ছ ভাবমূর্তি তুলে ধরার জন্য উঠে পড়ে লেগেছে চিন। সেই জন্যই পুরোনো ব্যবস্থা বদলে ফেলার একটা ছবি তুলে ধরার চেষ্টা চালাচ্ছেন শি জিনপিং।

spot_img

Related articles

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে বাড়তে পারে আসন সংখ্যা, জানালো এসএসসি 

রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল ইতিমধ্যেই প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। প্রকাশিত ফল অনুযায়ী,...