Sunday, August 24, 2025

মহুয়ার বহিষ্কার মামলায় নোটিশ জারি সুপ্রিম কোর্টের!

Date:

Share post:

লোকসভা (Loksabha ) থেকে বহিষ্কারের বিরোধিতায় মহুয়া মৈত্রের দায়ের করা মামলার শুনানি হল সুপ্রিম কোর্টে (Supreme Court)। গোটা বিষয়টি পর্যবেক্ষণের পর নোটিশ জারি করা সিদ্ধান্ত নিয়েছে শীর্ষ আদালত।সংসদে নিরাপত্তা জনিত প্রশ্ন তুলে, ক্যাশ ফর কোয়েশ্চেন বিতর্ককে সামনে রেখে লোকসভার এথিক্স কমিটি মহুয়া মৈত্রের (Mahua Moitra) বহিষ্কারের সুপারিশ করেছিল। তাতে সম্মতি মিলেছে সংসদে। শুধু তাই নয়, যেদিন স্পিকার এই সিদ্ধান্ত জানান সেদিন আত্মপক্ষ সমর্থনের কোন সুযোগই দেওয়া হয়নি মহুয়াকে। এরপরই বহিষ্কারের সিদ্ধান্তের বিরোধিতা করে সুপ্রিম কোর্টে (Supreme Court) মামলা করেন কৃষ্ণনগরের সাংসদ। সেই মামলার শুনানিতে আজ নোটিশ জারি করার নির্দেশ দিল শীর্ষ আদালত (Supreme Court)।

আজ সুপ্রিম কোর্টে শুনানি চলাকালীন হীরানন্দানিকে সংসদের লগ ইন ওটিপি দেওয়া হয়েছে বলেই জানান মহুয়া মৈত্রর আইনজীবী অভিষেক মনু সিংভি। সংসদ থেকে বহিষ্কৃত হওয়ার পরই ‘রণংদেহী’ মূর্তিতে মহুয়া ‘শ্মশানে চিতা তোলা’র হুঙ্কার দিয়েছিলেন। ন্যায় বিচার পাওয়ার এবং সঠিকভাবে শুনানি হওয়ার দাবিতে এথিক্স কমিটির সিদ্ধান্তের বিরুদ্ধে সুপ্রিম কোর্ট গেছেন তিনি। এই মামলার পর্যবেক্ষণে বিচারপতি সঞ্জীব খান্না জানান বিষয়টা খুব একটা সহজ নয়। তাই চটজলদি কোন সিদ্ধান্তে আসা যাবে না। ১১ ই মার্চ এই মামলার পরবর্তী শুনানি হবে বলে শীর্ষ আদালত সূত্রে খবর। গোটা বিষয়টি নিয়ে টুইট করেছেন মহুয়া নিজেও।

 

অন্যদিকে মহুয়ার বিরুদ্ধে অভিযোগের আঙ্গুল তুলেছেন জয় অনন্ত দেহদরি। পেশায় সুপ্রিম কোর্টের এই আইনজীবীকে এক্স হ্যান্ডেলে আগে ব্লক করে দিয়েছিলেন মহুয়া। এবার জয় তাঁর ফোনে আড়ি পাতার অভিযোগ তুললেন মহুয়ার বিরুদ্ধে। এখানেই শেষ নয়, বাংলার পুলিশের সাহায্য নিয়ে তৃণমূল সাংসদ এমন কাণ্ড করছেন বলে দাবি তাঁর। এতে নিরাপত্তাহীনতার অভাব বোধ করে সিবিআই-এর দ্বারস্থ হয়েছেন তিনি।

spot_img

Related articles

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...

ফলতা প্রাথমিক বিদ্যালয়ে ইলিশ উৎসব, পড়ুয়াদের জন্য পাতে ভাপা–ভাজা ইলিশ

বাজারে ইলিশের যা আগুন ছোঁয়া দাম তাতে উচ্চবিত্তদেরই পাতে ইলিশ জোটাতে হিমশিম খাওয়ার জোগাড়। কিন্তু সেই  দুর্মূল্যের বাজারেই...

আমেরিকায় চিঠি–পার্সেল পাঠানোয় বিধিনিষেধ, সিদ্ধান্ত কেন্দ্রীয় ডাক বিভাগের 

ভারত–মার্কিন শুল্কযুদ্ধের জেরে এবার বড়সড় প্রভাব পড়ল ডাক পরিষেবায়। আমেরিকায় চিঠি ও পার্সেল পাঠানোর প্রক্রিয়ায় বিধিনিষেধ জারি করল...