Tuesday, August 26, 2025

হাওড়ায় পদ্ম-নেতার পারিবারিক গাঁজা চাষ! ‘গাঁজাখোর’ BJP-কে ধুয়ে দিলেন কুণাল-দেবাংশু

Date:

Share post:

বিজেপি নেতার বাড়ি থেকে উদ্ধার ২৬ কেজি গাঁজা। বাড়ির মালিকিন রূপা রায় হাওড়ার সাঁকরাইলের কান্দুয়া পঞ্চায়েতের বিজেপি সদস্য। তাঁর স্বামী নিমাই রায় BJP-র কিষাণ মোর্চার নেতা। শুধু তাই নয়, বিজেপির শীর্ষ নেতৃত্ব শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদারের সঙ্গে একাধিক ছবি নিমাইয়ের। ধৃত নিমাই রায় জানিয়েছেন গাঁজা চাষ নাকি তাঁদের পারিবারিক ব্যবসা! এই বিষয় নিয়ে রবিবার দুপুর তৃণমূল (TMC) ভবনে সাংবাদিক বৈঠক করে গেরুয়া শিবিরকে ধুয়ে দিলেন দলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh) ও তৃণমূলের আইটি সেলের প্রধান দেবাংশু ভট্টাচার্য (Debanshu Bhattacharya)। ধৃত বিজেপি নেতার অভিযোগ, তৃণমূল নয়, তাঁর দলের নেতারাই না কি ধরিয়ে দিয়েছেন। বিজেপিকে সরাসরি ‘গাঁজাখোর’ বলে আক্রমণ করে এই বিষয়ে বিরোধী দলনেতার রক্তপরীক্ষারও দাবি জানান তৃণমূল নেতৃত্ব। তীব্র কটাক্ষ করে কুণাল বলেন, শুভেন্দু যখন চোখ গোল করে চিৎকার করেন তখন তাঁর রক্তপরীক্ষা করা উচিত।

এরপরেই কুণাল বলেন, বিজেপি বিভিন্ন সময় তৃণমূল নেতৃত্বের বিভিন্ন ছবি প্রকাশ করেন। এখন দেখা যাচ্ছে এই বিজেপির কিষাণ মোর্চার নেতা, যাঁর পারিবারিক ব্যবসা গাঁজা চাষ- তাঁর ছবি রয়েছে শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষেদের সঙ্গে। এখন কী বলবে বিজেপি-র কেন্দ্রীয় নেতৃত্ব! মোক্ষম খোঁচা দিয়ে তৃণমূল মুখপাত্র বলেন, হয় বিজেপি নেতারা দলীয় নেতার থেকে গাঁজা নিয়ে সেবন করতেন, না হলে সেই গাঁজা পাচারের টাকার বখরা নিতেন। না হলে কেন একজন ব্যক্তি যিনি নিজে বলছেন, যে তাঁর বাবার আমল থেকে গাঁজা চাষ করছেন, তাঁকে কেন কিষাণ মোর্চার নেতা করা হল? তাঁর স্ত্রীকে পঞ্চায়েত নির্বাচনে টিকিট দেওয়া হল? প্রশ্ন তোলেন কুণাল (Kunal Ghosh)। তাঁর কথায়, বিজেপি আসলে ‘গাঁজাখোর’।

এর আগেও একাধিকবার বিজেপির নেতাদের নাম মাদক পাচারের ঘটনায় জড়িয়েছে। সেই তালিকায় এবার নতুন সংযোজন নিমাই রায়ের। এই প্রসঙ্গ তুলে বিজেপিকে ধুয়ে দেন দেবাংশু ভট্টাচার্য। তাঁর কথায়, যেখানে বিজেপি সেখানেই গাঁজা! যেখানে বিজেপি সেখানেই কোকেন! দেবাংশু বলেন, এর আগে যে বিজেপি নেত্রী কোকেন-সহ ধরা পড়েছিলেন, তিনি অভিযোগ করেন বিজেপি নেতাই তাঁকে ফাঁসিয়েছেন। আবার হাওড়ায় ধৃত বিজেপি নেতায় বলছেন, তৃণমূল নয় আমাদের দলের লোকেরাই আমায় ফাঁসিয়েছে! তাহলে, বিজেপি জানত যে নিমাই রায় গাঁজা চাষ করেন। কীভাবে তাঁকে দলে নেওয়া শুধু নয়, কিষাণ মোর্চার নেতা করল? প্রশ্ন তুলে তীব্র আক্রমণ করেন দেবাংশু।

 

spot_img

Related articles

ভয় পেয়েই কুকথা শান্তনুর! ফাঁস মতুয়াদের নিয়ে নোংরা রাজনীতি

মতুয়াদের নিয়ে রাজনীতি করতে মাঠে নেমেছিলেন খোদ নরেন্দ্র মোদি। ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে আধিপত্য কায়েমে বিজেপির নোংরা রাজনীতি দীর্ঘদিনের। ঠাকুরবাড়ির...

নীরবে প্রস্তুতি শামির, দলীপ দিয়েই কামব্যাকের লড়াই

কয়েকদিন আগে এশিয়া কাপের(Asia Cup) দল ঘোষণা হয়েছে। সেখানে সুযোগ পাননি মহম্মদ সামি(Mohammed Shami)। ভারতীয় দলে তিনি ফিরবেন...

রবি ঠাকুরের ‘কঙ্কাল’ থেকে ‘কনকচাপা’: পার্থর নাটক দেখতে ভিড় জিডি বিড়লা সভাঘরে

রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য ভাণ্ডার অবলম্বনে একের পর এক নাটক তৈরি হয়েছে— শারদোৎসব, রাজা, ডাকঘর, অচলায়তন, ফাল্গুনী, রক্তকরবী আজও...

২৮ অগাস্ট পরীক্ষা পিছিয়ে দেওয়ার আর্জি অধ্যক্ষদের, চিঠি মুখ্যমন্ত্রী -শিক্ষামন্ত্রীকেও

তৃণমূল ছাত্রপরিষদের (টিএমসিপি) প্রতিষ্ঠা দিবসকে ঘিরে ফের সরগরম হয়ে উঠল কলকাতা বিশ্ববিদ্যালয়। আগামী ২৮ অগাস্ট বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজগুলিতে...