Thursday, August 28, 2025

রামমন্দির উদ্বোধনের আগে অযোধ্যায় পৌঁছলেন কোন কোন সেলিব্রেটি!

Date:

Share post:

হাতে আর মাত্র কয়েক ঘণ্টা, তারপরেই অযোধ্যায় রামমন্দিরের (Ram Mandir Ayodhya)উদ্বোধন হতে চলেছে। ইতিমধ্যেই দেশ বিদেশের অতিথিরা সেখানে পৌঁছতে শুরু করেছেন। নিশ্ছিদ্র নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে পুরো অযোধ্যা নগরীকে। সোমবার রামমন্দিরের উদ্বোধন এবং রামলালার প্রাণপ্রতিষ্ঠা উপলক্ষে বর্ণাঢ্য অনুষ্ঠান আয়োজিত হবে। প্রায় ৭ হাজার অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছে। সেই তালিকায় যেমন রয়েছেন সাধু- সন্ন্যাসী তেমনই রয়েছেন রাজনীতিবিদ থেকে ফিল্মস্টার, খেলোয়াড় সকলেই। ইতিমধ্যেই অযোধ্যায় পৌঁছে গেছেন বিনোদন জগতের তারকারা। আজ সকালে পৌঁছেছেন অভিনেতা অনুপম খের (Anupam Kher),বিবেক ওবেরয়, কঙ্গনা রানাওয়াত (Kangana Ranaut),সুরকার অনু মালিক (Anu Malik)। কিছুক্ষণ আগেই সেখানে পৌঁছেছেন সস্ত্রীক রণদীপ হুডা (Randeep Huda)। এছাড়াও দক্ষিণ ভারতীয় বিনোদন জগতের অন্যতম সেরা অভিনেতা রজনীকান্ত (Rajnikanth) এবং ধনুশ।

আজ সকাল থেকেই নানা অনুষ্ঠান শুরু হয়েছে অযোধ্যায়। সোমবার সকলে রাম নগরীতে উপস্থিত থাকতে চলেছেন ৯০০ ভিআইপি এবং অন্তত ৬০ জন ভিভিআইপি। বিরাট কোহলি (Virat Kohli)ইতিমধ্যেই মুম্বই পৌঁছেছেন। তিনিও আজই রওনা দেবেন বলে জানা যাচ্ছে। যদিও অনুষ্কা শর্মা যাবেন কিনা তা এখনও স্পষ্ট নয়।

এই মুহূর্তে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত পুলিশ এবং কম্যান্ডোবাহিনীর জওয়ানে ছয়লাপ গোটা শহর। প্রতিটি উঁচু বা়ড়ির মাথায় বিশেষ রাইফেল নিয়ে প্রহরারত স্নাইপারদের দেখা যাচ্ছে। আকাশে অত্যাধুনিক ড্রোন দিয়ে চলছে নজরদারি। মুকেশ অম্বানী ও তাঁর পরিবার, গৌতম আদানি ,অমিতাভ বচ্চন (Amitabh Bachchan),আলিয়া ভট্ট, আল্লু অর্জুন, রতন টাটা, বীরেন্দ্র সহবাগেরা আগামিকাল নিজস্ব বিমানে চড়েই রাম জন্মভূমিতে যাবেন বলে মনে করা হচ্ছে। উত্তরপ্রদেশ, বিহার, রাজস্থান, উত্তরাখণ্ড, মধ্যপ্রদেশের মোট ১২টি বিমানবন্দরে থাকছে বিমানের পার্কিং ফেসিলিটি।


spot_img

Related articles

সাত লুকের ‘বহুরূপ’ সোহমের, চ্যালেঞ্জ নিয়ে চমকে দিলেন অভিনেতা

যা কখনও হয়নি তা এখন হবে, এবার হবে। সেলিব্রেটিদের রিল - রিয়েলের আলাদা রূপ আর লুক নিয়ে কম...

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...