Friday, November 7, 2025

সুপার কাপের ফাইনালের আগে শক্তি বাড়ালো লাল-হলুদ

Date:

Share post:

আগামিকাল সুপার কাপের ফাইনাল। ফাইনালে মুখোমুখি ইস্টবেঙ্গল এফসি এবং ওড়িশা এফসি। ২০১৮ সালের পর আবার সুপার কাপের ফাইনাল খেলতে চলেছে ইস্টবেঙ্গল। মহানদীর তীরে রবিবার ট্রফির লড়াইয়ে লাল-হলুদের শেষ বাধা সার্জিও লোবেরার ওড়িশা এফসি। ফাইনালে শক্তি বাড়িয়ে নামছে ইস্টবেঙ্গল। এশিয়ান কাপ খেলে ফিরে শুক্রবারই ভুবনেশ্বরে দলের সঙ্গে যোগ দিয়েছেন উইঙ্গার নাওরেম মহেশ সিং ও সেন্ট্রাল ডিফেন্ডার লালচুংনুঙ্গা। কার্ড সমস্যায় সেমিফাইনাল খেলতে পারেননি মাঝমাঠের ভরসা বোরহা হেরেরা। তিনিও ফিরছেন ফাইনালে।

মরশুমের শুরুতে ডুরান্ড কাপের ফাইনালে উঠলেও মোহনবাগানের কাছে হেরে ট্রফি হাতছাড়া হয়েছিল লাল-হলুদের। এবার আরও একটা সর্বভারতীয় টুর্নামেন্টের ফাইনালে ইস্টবেঙ্গল। দীর্ঘদিন লেসলি ক্লডিয়াস সরণির ক্লাবে ট্রফি ঢোকেনি। ভুবনেশ্বরে শত্রুর ডেরায় ফাইনাল খেলতে হলেও ট্রফির খরা কাটিয়েই কলকাতায় ফিরতে চায় কার্লোস কুয়াদ্রাতের দল।

খারাপ সময় কাটিয়ে ইস্টবেঙ্গল আবার স্বমহিমায়। লাল-হলুদ সমর্থকদের কাছে মসিহা কোচ কুয়াদ্রাত। তাঁদের বিশ্বাস, স্প্যানিশ কোচের দর্শনই আবার ইস্টবেঙ্গলকে পুরনো জায়গায় ফিরিয়ে এনেছে।সুপার কাপে জয়ের পাশাপাশি গত দু’বছরের দুঃস্বপ্ন ভুলে আইএসএলের প্লে-অফেও প্রিয় দলকে দেখতে চান তাঁরা।

এদিকে সুপার কাপ ফাইনালের আগে ওড়িশা দারুণ ছন্দে। শেষ ১৫ ম্যাচ অপরাজিত তারা। ইস্টবেঙ্গলও শেষ ৯ ম্যাচ অপরাজিত। শুক্রবার অনুশীলনে রয় কৃষ্ণা, দিয়েগো মরিসিওদের থামানোর মহড়ায় ব্যস্ত থাকেন ইস্টবেঙ্গল কোচ। হিজাজি মাহের, নিশু কুমারদেরও বুঝিয়ে দেন দায়িত্ব। ক্লেটন সিলভা সেমিফাইনালে পেনাল্টি মিস করলেও লাল-হলুদ কোচ জানিয়ে দিয়েছেন, ফাইনালে পেনাল্টি পেলে ক্লেটনই মারবে।

আরও পড়ুন- বাংলার হয়ে দুরন্ত ইনিংস অনুষ্টুপ-মনোজের


spot_img

Related articles

দুর্যোগ পরিস্থিতি পর্যালোচনা: আগামী সপ্তাহেই উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী

ভয়াবহ দুর্যোগ পেরিয়ে মাথা তুলে দাঁড়ানোর পর্যায়ে উত্তরবঙ্গ। রাজ্য প্রশাসন ও স্থানীয় প্রশাসনের লাগাতার পরিষেবা ও পদক্ষেপে যোগাযোগ...

তালিকায় নাম নেই! কেউ স্ত্রীর জন্য, কেউবা বিএলও-র সামনেই প্রাণ দিলেন

রাজ্যের হাজার হাজার মানুষের নাম নেই ২০০২ সালের ভোটার তালিকায়। ইতিমধ্যেই রাজ্যের একাধিক জেলায় আতঙ্কে কেউ আত্মঘাতী, কেউবা...

শিলিগুড়িতে উৎসবের মেজাজেই সোনার মেয়েকে বরণ, নিজের অনুভূতির কথা জানালেন আপ্লুত রিচা

বিগত কয়েক বছর ধরেই পুরুষ এবং মহিলা ক্রিকেটের মধ্যে ব্যবধান একটু একটু কমছে। আইসিসি বিশ্বকাপ জিতে ভারতীয় ক্রিকেটেই...

পথশ্রী প্রকল্প বেনিয়ম বরদাস্ত নয়: স্পষ্ট নির্দেশ মুখ্যসচিবের

পথশ্রী প্রকল্পের অধীনে গ্রামীণ রাস্তাগুলির মান বজায় রাখতে জেলা প্রশাসনকে কড়া নির্দেশ দিলেন মুখ্য সচিব মনোজ পন্থ। শুক্রবার...