Thursday, November 13, 2025

টাটার সঙ্গে যৌথ উদ্যোগে ভারতেই চপার বানাবে এয়ারবাস

Date:

Share post:

এয়ারবাস এবং টাটা গোষ্ঠী যৌথভাবে ভারতের মাটিতেই তৈরি করবে হেলিকপ্টার। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর ভারত সফরকালে এমনটাই জানিয়েছে ভারতের বিদেশমন্ত্রক। ‘মেক ইন ইন্ডিয়া’ প্রকল্পে ভারতের মাটিতে এই চপার তৈরির উদ্যোগ বিপুল কর্মসংস্থান তৈরি করবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

শুক্রবার বিদেশ সচিব বিনয়মোহন কোয়াত্রা জানান, ভারত ও ফ্রান্স দুইদেশ যৌথভাবে প্রতিরক্ষা শিল্পকে এগিয়ে নিয়ে যেতে চুক্তি সাক্ষর করেছে। প্রতিরক্ষার পাশাপাশি মহাকাশ গবেষণা, চিকিৎসা গবেষণা নিয়েও চুক্তি সাক্ষর হয়েছে। বিদেশ সচিব জানান, “এইচ১২৫ হেলিকপ্টার তৈরি হবে ভারতে। যা বাণিজ্যিক ক্ষেত্রে ব্যবহার করা হবে। ফ্রান্সের বিমান প্রস্তুতকারক সংস্থা এয়ারবাস ও টাটা গোষ্ঠী যৌথ উদ্যোগে উৎপাদন শুরু করবে। দেশীয় যন্ত্রাংশের সাহায্যেই তৈরি হবে চপার।”

উল্লেখ্য, ইতিমধ্যে দুই সংস্থার মধ্যে একাধিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। টাটাগোষ্ঠী ইতিমধ্যে জানিয়েছে, বাণিজ্যিক বিমান এ৩৫০ এবং এ৩২০ তৈরি করবে। পাশাপাশি এগুলি বানানোর উপকরণ সরবরাহ করবে। এমনকী, বায়ুসেনার সি২৯৫ এয়ার ক্রাফটের বিভিন্ন যন্ত্রাংশ একত্রিত করে। এর পাশাপাশি নতুন চুক্তি চূড়ান্ত হওয়ায় ফ্রান্স-ভারতের সম্পর্ক আরও শক্তিশালী হবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। রুশ নির্ভরতা কাটিয়ে ক্রমশ প্রাশ্চাত্যের ফ্রান্স-সহ একাধিক দেশের উপর আস্থা রাখছে নয়াদিল্লি। ইতিমধ্যে ফ্রান্স থেকে ৩৬টি রাফাল যুদ্ধবিমান কেনা হয়েছে। নয়া এই চুক্তির ফলে দুদেশের মধ্যে প্রতিরক্ষা সংক্রান্ত সম্পর্ক আরও মজবুত হবে।

spot_img

Related articles

“রিচার নামে স্টেডিয়াম ইতিহাস হয়ে থাকবে”, উচ্ছ্বসিত ঝুলন

শিলিগুড়িতে রিচা ঘোষের(Richa Ghosh)  নামে স্টেডিয়াম হচ্ছে শিলিগুড়িতে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নামে...

‘হাঁটি হাঁটি পা পা’-র ট্রেলার-পোস্টার লঞ্চে ‘বাবা-মেয়ে’র রসায়নে চিরঞ্জিৎ-রুক্মিণী

অর্ণব মিদ্যার ছবি 'হাঁটি হাঁটি পা পা'-র ট্রেলার ও পোস্টার লঞ্চের জমজমাট অনুষ্ঠান হল ফ্লোটেলে। বৃদ্ধ বাবা ও...

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...