Friday, November 7, 2025

কোটি কোটি কালো টাকার উৎস কী? বিজেপির বিরুদ্ধে ইডি তদন্তের দাবি উদ্ধবের শিবসেনার

Date:

Share post:

রাজনৈতিক অনুদানের ক্ষেত্রে মোদি সরকারের ‘নির্বাচনী বন্ড’ (Election Bond) ব্যবস্থাকে বৃহস্পতিবারই ‘অসাংবিধানিক’ বলে খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট (Supreme Court of India)। শীর্ষ আদালতের এই নির্দেশকে এক সুরেই স্বাগত জানিয়েছে বিরোধী দলগুলি। যদিও সুপ্রিম কোর্টের ধাক্কা সামলাতে এই মুহূর্তে মাথা খারাপ হওয়ার অবস্থা বিজেপির (BJP)। নির্বাচনী বন্ড চালু হওয়ার পর থেকে রাজনৈতিক অনুদানের বেশিরভাগই ঢোকে মোদি-অমিত শাহের দলের ঝুলিতে। স্বাভাবিকভাবেই লোকসভা ভোটের (Loksabha Election) আগে বেকায়দায় কেন্দ্রের মোদি সরকার। তবে বিজেপির পাল্টা সাফাই, সুপ্রিম কোর্টের নির্দেশকে সম্মান জানানো উচিত। এই ইস্যুতে বিরোধীরা অহেতুক রাজনীতি করছে। এবার বিজেপির বিরুদ্ধেই ইডি তদন্তের দাবি জানাল উদ্ধব ঠাকরের নেতৃত্বাধীন শিবসেনা (Shivsena)।

শিবসেনা মুখপাত্র সঞ্জয় রাউতের অভিযোগ, “সুপ্রিম কোর্ট সাফ জানিয়েছে মোদি সরকারের ২০১৮ সালের নির্বাচনী বন্ড প্রকল্পটি একেবারেই অসাংবিধানিক ছিল। এই প্রকল্পের মাধ্যমে বিজেপি তাদের অ্যাকাউন্টে কোটি কোটি টাকা ঢুকিয়েছে। তিনি আরও অভিযোগ জানান, এই পরিমাণ টাকা কোথায় ব্যবহার হয়েছে? কে টাকা জমা করেছে এবং কীভাবে ওই টাকা ব্যবহার করা হয়েছে? বিজেপিকে অবিলম্বে এর উত্তর জনগণকে দিতেই হবে। সঞ্জয় মনে করিয়ে দেন, বিজেপির অ্যাকাউন্টে কোটি কোটি কালো টাকা এসেছে। আর সেকারণেই অবিলম্বে টাকা তছরুপ মামলায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি তদন্তের দাবি জানান হয়েছে। রাউতের অভিযোগ ইতিমধ্যে বিজেপির অ্যাকাউন্টে অবৈধ উপায়ে ৭ হাজার কোটি টাকা এসেছে। সেই কালো টাকাই বিজেপি রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করেছে। কালো টাকা দিয়ে একের পর এক রাজ্যের সাংসদ ও বিধায়কদের কিনে নিতে চাইছে। বেআইনি আর্থিক লেনদেন আইনের অধীনে, এটি শুধুমাত্র একটি অর্থ পাচারের মামলা। আর সেকারণেই এই মামলার তদন্তভার নিজের হাতে তুলে নেওয়া উচিত।

তবে সঞ্জয়ের সুরে সুর মিলিয়ে উদ্ধব একেবারে বিজেপির বিরুদ্ধে ইডি তদন্তের দাবি জানিয়েছেন। দলের সাফ দাবি মোদি সরকারের উচিত বিজেপির অ্যাকাউন্টে কীভাবে কোটি কোটি কালো টাকা জমা হল তার সঠিক তদন্ত করা।

spot_img

Related articles

দুর্নীতির অভিযোগ তোলা চিকিৎসকই দুর্নীতিতে অভিযুক্ত! সাসপেন্ড আখতার আলি

আরজিকরের চিকিৎসক তরণীর ধর্ষণ খুনের ঘটনার মধ্যেই আর্থিক দুর্নীতি ঘিরে শোরগোল শুরু হয় আর জি কর হাসপাতালে। গ্রেফতার...

দুর্যোগ পরিস্থিতি পর্যালোচনা: আগামী সপ্তাহেই উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী

ভয়াবহ দুর্যোগ পেরিয়ে মাথা তুলে দাঁড়ানোর পর্যায়ে উত্তরবঙ্গ। রাজ্য প্রশাসন ও স্থানীয় প্রশাসনের লাগাতার পরিষেবা ও পদক্ষেপে যোগাযোগ...

তালিকায় নাম নেই! কেউ স্ত্রীর জন্য, কেউবা বিএলও-র সামনেই প্রাণ দিলেন

রাজ্যের হাজার হাজার মানুষের নাম নেই ২০০২ সালের ভোটার তালিকায়। ইতিমধ্যেই রাজ্যের একাধিক জেলায় আতঙ্কে কেউ আত্মঘাতী, কেউবা...

শিলিগুড়িতে উৎসবের মেজাজেই সোনার মেয়েকে বরণ, নিজের অনুভূতির কথা জানালেন আপ্লুত রিচা

বিগত কয়েক বছর ধরেই পুরুষ এবং মহিলা ক্রিকেটের মধ্যে ব্যবধান একটু একটু কমছে। আইসিসি বিশ্বকাপ জিতে ভারতীয় ক্রিকেটেই...