বিশ্বভারতীতে বিদ্যুৎ চক্রবর্তীর আমলে হওয়া একটি সহযোগী অধ্যাপক পদে নিয়োগে বেনিয়মের অভিযোগ তুলল খোদ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (UGC)। এবিষয়ে গত বছর বিশ্বভারতীর (Viswabharati) রেজিস্ট্রারকে লেখা কেন্দ্রীয় সরকারের অডিট ও অ্যাকাউন্টস বিভাগের ডিরেক্টর জেনারেল অব অডিটের একটি চিঠি ও রিপোর্ট প্রকাশ্যে এসেছে। অভিযোগ, সহযোগী অধ্যাপকের পদে একটি নিয়োগে বেনিয়ম হয়েছে।

বিশ্বভারতী সূত্রে খবর, সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিভাগে কয়েক বছর আগে সহকারী অধ্যাপক হিসেবে যোগ দেন এক অধ্যাপিকা। পরে তিনি সহযোগী অধ্যাপকের পদের জন্য আবেদন করলে ওই পদে তাঁকে নিয়োগ করে বিশ্বভারতী। UGC-র নিয়ম অনুযায়ী সহকারী অধ্যাপকের পদের জন্য ন্যূনতম আট বছরের অভিজ্ঞতা প্রয়োজন ছিল। কিন্তু ওই অধ্যাপিকা তাঁর ছিল না। অতিক্রম করে গিয়েছিলেন বয়সের ঊর্ধ্বসীমাও। তাঁকে নিয়োগ করতে গিয়ে এক যোগ্য আবেদনকারী বঞ্চিত হন বলেও অভিযোগ। UGC সম্প্রতি এই রিপোর্ট পাঠিয়েছে। চিঠিতে রেজিস্ট্রারের কাছে এই অভিযোগের সত্যতা জানতে চাওয়া হয়েছে।

বিষয়টি নিয়ে মুখ খুলতে চায়নি বিশ্বভারতী কর্তৃপক্ষ। আর যাঁর নামে অভিযোগ সেই সহকারী অধ্যাপিকাও দায়ে ঠেলেছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে।
