Friday, May 16, 2025

কৃষক মৃত্যুতে ‘জমিদার’ বিজেপিকে তোপ মমতার, মানবাধিকার কমিশনকে চিঠি তৃণমূলের

Date:

Share post:

প্রাপ্য আদায় করতে গিয়ে প্রাণ গেল নিরীহ কৃষকের। বুধবার পাঞ্জাব-হরিয়ানা খানৌরি সীমানায় ২১ বছর বয়সি কৃষকের মৃত্যুর ঘটনায় পুলিশি বর্বরতা আবার স্পষ্ট হয়ে উঠলো। নিরস্ত্র চাষীদের উপর নির্মম অত্যাচার চালাচ্ছে হরিয়ানার পুলিশ। সরব বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। কেন্দ্রের বিজেপি সরকারকে ‘জমিদার’ বলে কটাক্ষ করে সমাজমাধ্যমের পাতায় তোপ দাগলেন তিনি। পাশাপাশি কৃষকদের উপর যে বর্বরতা চলছে তার প্রতিবাদ জানিয়ে জাতীয় মানবাধিকার কমিশনকে (National Human Rights Commission) চিঠি দিল তৃণমূল কংগ্রেস (TMC) ।

খানৌরি সীমানায় আন্দোলনকারী তরুণ কৃষকের মৃত্যুর প্রতিবাদ জানিয়ে বুধবার রাতেই এক্স হ্যান্ডেলে মমতা লেখেন ‘জমিদারেরা সব সময়েই গরিবদের অধিকার থেকে বঞ্চিত করেন। কিন্তু আগে কখনও এমন নির্বাচিত সরকারকে আন্দোলনকারী কৃষকদের হত্যা করতে দেখিনি।’ এর পাশাপাশি ১০ বছর ধরে কৃষকদের সঙ্গে যে মিথ্যাচার ও দুর্ব্যবহার করা হয়েছে সে কথা উল্লেখ করেন তিনি। মুখ্যমন্ত্রী জানান, খানৌরি সীমান্তের ঘটনাগুলো মানবাধিকার লঙ্ঘনের থেকে কম নয়। এই ঘটনা বুঝিয়ে দিচ্ছে গণতন্ত্র বিপন্ন।


তৃণমূলের রাজ্যসভার সাংসদ সাকেত গোখলে (Saket Gokhale) গোটা বিষয়টি নিয়ে চিঠি লিখেছেন জাতীয় মানবাধিকার কমিশনকে। যেখানে বাংলায় সন্দেশখালিতে দফায় দফায় কেন্দ্র থেকে বিশেষ টিম পৌঁছে যাচ্ছে, সেখানে এত বড় একটা ঘটনার পরও কেন মুখে কুলুপ এঁটেছেন মানবাধিকার রক্ষার কর্তারা তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। কৃষকদের সংগঠন অল ইন্ডিয়া কিষাণ সভা অভিযোগ জানায়, পুলিশের সঙ্গে সংঘর্ষের ফলে কৃষকের মৃত্যু হয়েছে। যদিও হরিয়ানা পুলিশ বিষয়টি মানতে চায়নি। মৃত কৃষকের নাম, শুভ করন সিং। আহত অবস্থায় তাঁকে পাটিয়ালার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানকার চিকিৎসকরা জানিয়েছিলেন কৃষকের গায়ে বুলেটের দাগ রয়েছে। সাকেতের দাবি, ওই তরুণ কৃষকের মৃত্যু কী করে হল, তা নিয়ে সন্তোষজনক উত্তর দিতে পারেনি হরিয়ানার পুলিশ। তাঁর অভিযোগ, গোটা ঘটনায় প্রত্যক্ষ ভাবে জড়িত রয়েছে পুলিশ। তাই অভিযুক্ত আধিকারিকের শাস্তির পাশাপাশি এই ঘটনা খতিয়ে দেখতে ফ্যাক্ট ফাইন্ডিং টিম গঠন করার দাবিও তুলেছেন তিনি।


spot_img

Related articles

নির্দেশ দেখে পদক্ষেপ: ডিএ নির্দেশে প্রতিক্রিয়া চন্দ্রিমার

রাজ্য সরকারের কর্মীদের ২৫ শতাংশ ডিএ (DA) দেওয়ার নির্দেশ সুপ্রিম কোর্টের। এক ঘোষণায় সরকারি কোষাগার থেকে প্রায় ৯...

টুটু বোসের ইস্তফা প্রসঙ্গে দেবাশিসের পাল্টা মুখ খুললেন সৃঞ্জয়

মোহনবাগানে(Mohunbagan) নির্বাচনের ডঙ্কা বেজে গিয়েছে। সেইসঙ্গেই চড়তে শুরু করেছে উত্তেজনার পারদ। এই মুহূর্তে অবশ্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল...

জেলা সভাপতির বদলে কোর কমিটি ২ জেলার, দুই জেলায় সভাপতি ঘোষণা স্থগিত

দলীয় স্বার্থে সাংগঠনিক জেলার গঠন প্রণালী কেমন হবে, তা নিয়ে স্পষ্ট ধারণা তৃণমূলের সদ্য প্রকাশিত নেতৃত্বের তালিকায়। জেলা...

গাড়ির যান্ত্রিক ত্রুটি-দূষণ পরীক্ষায় রাজ্যে হচ্ছে ১২টি আধুনিক ATS

গাড়ির যান্ত্রিক ত্রুটি ও দূষণ নিয়ে প্রশ্নের সমাধানে রাজ্যে গড়ে উঠছে ১২টি আধুনিক অটোমেটেড টেস্টিং স্টেশন (ATS)। পরিবহন...