Thursday, December 25, 2025

কাজিরাঙায় ‘জমিদারি’ নরেন্দ্র মোদির, সমালোচনায় বিরোধীরা

Date:

Share post:

কয়েকদিন আগে বাংলায় ডেইলি প্যাসেঞ্জারির তৃতীয় দিনে ঘটা করে দেশের মহিলাদের পাশে থাকার অনেক কথা বলেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তৃণমূল প্রশ্ন তুলেছিল যে প্রধানমন্ত্রী মহিলাদের জন্য এত ব্যথিত তিনি কেন একটি শব্দ আজও পর্যন্ত খরচ করলেন না মণিপুরের নির্যাতিতাদের জন্য। শনিবার সেই নরেন্দ্র মোদিকেই দেখা গেল উত্তর পূর্বের অন্যতম জাতীয় উদ্যান কাজিরাঙায় বিশালবহুল ভ্রমণে। একদিকে যখন বাংলার মানুষ নিজের প্রাপ্য পান না, তখন আসামে ভ্রমণে ব্যস্ত দেশের প্রধানমন্ত্রী। তাঁর এই আচরণকে ‘জমিদারি’ (Zamindari Attitude) কটাক্ষ তৃণমূলের। সমালোচনায় সরব কংগ্রেসও।

শনিবার বাংলায় সভার আগে মোদি আসামের কাজিরাঙা ন্যাশানাল পার্কে (Kaziranga National Park) হাতির পিঠে, কখনও হুড খোলা জিপে ভ্রমণে যান। সেই সব ছবি তুলে ধরেন সোশ্যাল মিডিয়াতেও। তারপরই সমালোচনায় সরব তৃণমূল। তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ লেখেন, “প্রধানমন্ত্রী জমিদারি মনোভাবে সম্পূর্ণ প্রদর্শন। বাংলায় আসার আগে তিনি আসামে হাতির পিঠে সফর উপভোগ করছেন, যখন বাংলার মানুষ দুবছর ধরে তাদের টাকা আটকে রাখার যন্ত্রণা ভোগ করছেন। প্রধানমন্ত্রী প্রাইভেট প্লেনে বিশেষ সফর উপভোগ করেন অথচ দার্জিলিং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার – উত্তর বাংলার আমাদের ভাই বোন সাধারণ মানুষের ট্রেন বাতিল করে দেন।” সেই সঙ্গে তিনি ব্যাখ্যা করেন, “এটা জমিদারি আচরণ ছাড়া আর কিছু না এবং সেই জন্যই আমরা তাঁকে বাংলা বিরোধী এবং বহিরাগত বলি।”

পাশাপাশি কংগ্রেস থেকেও মোদির কাজিরাঙায় সফরের সমালোচনা করা হয়। কংগ্রেস মুখপাত্র জয়রাম রমেশ (Jairam Ramesh) উত্তর পূর্বের চারটি ইস্যু তুলে ধরে নীরবতা নিয়ে প্রশ্ন করা হয়। ২০২০ সালে অরুনাচল থেকে কিশোরকে চিনের সৈন্যরা অপহরণ করে নিয়ে গেলে সেই সময় ইতিবাচক কোনও ভূমিকা নিতে দেখা যায়নি নরেন্দ্র মোদি সরকারকে। এমনকি সেই ঘটনায় চিন উত্তর পূর্বের কতটা এলাকা জবরদখল করে চলেছে তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেও কেন্দ্র সরকার আজও তা নিয়ে কোনও পদক্ষেপ তুলে ধরা হয়নি। সেই সঙ্গে মণিপুরের সমস্যায় মোদির নীরবতা নিয়ে প্রশ্ন তোলা হয়। নাগাল্যান্ডে পৃথক জনজাতির রাজ্যের প্রতিশ্রুতি দিলেও কেন্দ্র সরকার এক বছরে তা নিয়ে কোনও পদক্ষেপ নেয়নি। ফলে সম্প্রতি উত্তাপ বাড়ছে উত্তর পূর্বের এই রাজ্যেও। তবু কেন নীরব হয়ে কাজিরাঙায় ভ্রমণে ব্যস্ত নরেন্দ্র মোদি, সেই প্রশ্ন তোলেন জয়রাম রমেশ।

spot_img

Related articles

সময়ের দেরিতেই বাঁধা প্রেমের গল্প-২৫ দিনের মাইলস্টোন ছুঁয়ে হলে ‘দেরি হয়ে গেছে’

সুদীপ্ত বন্দ্যোপাধ্যায় নস্টালজিয়া, আবেগ আর রহস্যের মিশেলে দর্শকদের মন জয় করে প্রেক্ষাগৃহে টানা ২৫ দিনের বেশি সময় ধরে সফলভাবে...

নতুন তিন বিমান সংস্থা: ইন্ডিগোর একচেটিয়া দখল ভাঙছে দেশের আকাশে 

দেশের আকাশপথে একচেটিয়া দখল ভাঙতে যাচ্ছে। ইন্ডিগোর বিমান বাতিল ও যাত্রী অসুবিধার পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় সরকার নতুন তিনটি সংস্থাকে...

ক্রিসমাস ইভে পর্তুগিজ চার্চে সকলের মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনা মুখ্যমন্ত্রীর

ধর্ম যার যার, উৎসব সবার- এই মতাদর্শে বিশ্বাসী বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। যতটা শ্রদ্ধা ও গুরুত্বের...

শালবনিতে ১৬০০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র, হুগলিতে ওয়্যারহাউস! সিদ্ধান্ত মন্ত্রিসভার 

কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি শিল্প পরিকাঠামো বৃদ্ধি করতে বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। বুধবার মন্ত্রিসভার বৈঠকে দুইটি গুরুত্বপূর্ণ প্রকল্পে...