Thursday, August 21, 2025

“কেন্দ্রের বিজ্ঞাপনে মিথ্যাচার, কথার জাগলারি”! মোদির কাছে শ্বেতপত্র প্রকাশের দাবি তৃণমূলের

Date:

Share post:

বৃহস্পতিবার বাংলার।একাধিক সংবাদপত্রে এ রাজ্যের আবাস যোজনা এবং ১০০ দিনের কাজ নিয়ে তথ্য সহ ঢালাও বিজ্ঞাপন দিয়েছে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার। এমন বিভ্রান্তিকর বিজ্ঞাপন চোখে আসার পরই ময়দানে নামে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। এমন বিজ্ঞাপনকে মোদি সরকারের চূড়ান্ত মিথ্যাচার বলে দাবি করল তৃণমূল।

তৃণমূল ভবনে সাংবাদিক সম্মেলন করে বিজ্ঞাপন নিয়ে সরব হলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। তিনি বলেন, “কেন্দ্রীয় সরকার এই বিজ্ঞাপনে দাবি করেছে যে, তারা নাকি ৪ লক্ষ ৮৯ হাজার বাড়ি অনুমোদন দিয়েছে। কিন্তু টাকা দেবে কে? খুব স্পষ্ট করে বলতে চাই, রাজ্যের ১১ লক্ষ মানুষ, যাঁদের বাড়ি পাওয়ার কথা তাঁদের বঞ্চিত করেছে কেন্দ্রীয় সরকার। তারা বিজ্ঞাপন দিয়ে ফলাও করে বলছে, ৪ লক্ষ ৮৯ হাজার বাড়ির অনুমোদন দিয়েছে। টাকা না দিলে অনুমোদনের অর্থ কী! যে ১১ লক্ষ মানুষের বাড়ির টাকা কেন্দ্রীয় সরকারের দেওয়ার কথা সেই টাকা কোথায় ? এই বিজ্ঞাপনে টাকা নিয়ে কোনও সদুত্তর নেই । এখানেই আমাদের দল স্পষ্টভাবে বলতে চাইছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আমরা আপনাকে চ্যালেঞ্জ করছি, আপনি এ ধরনের বিজ্ঞাপন না দিয়ে, কথার জাগলারি না করে ত ২০২১-২২, ২০২২-২৩, এবং ২০২৩-২৪ এই তিনটি আর্থিক বছরে আপনারা যে টাকা দিয়েছেন, তার একটা শ্বেতপত্র প্রকাশ করুন।”

কুণাল ঘোষ আরও বলেন, “বিজেপি দাবি করছে ৪২ হাজার কোটি টাকা নাকি তারা দিয়েছে। আমরা মনে করিয়ে দিচ্ছি ১৪ ডিসেম্বর ২০২২, রাজ্য সরকার প্রধানন্ত্রীকে লিখেছে টাকা দিন। কিন্তু তিনটি আর্থিক বছরে একটি টাকাও দেওয়া হয়নি। তাই প্রধানমন্ত্রী মিথ্যাচার না করে এই নিয়ে প্রেস বিবৃতি দিন। টাকা লেনদেনের ব্যাংক ডিটেইলস প্রকাশ করুন।

মুখ খুলেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। বিজেপি শীর্ষ নেতৃত্বকে তাঁর সঙ্গে মুখোমুখি বিতর্কে বসার চ্যালেঞ্জ জানিয়ে অভিষেক এক্স হ্যান্ডেলে লেখেন, “সর্বভারতীয় বিজেপিকে বলছি, মিথ্যাচার ছড়ানোর জন্য জনগণের টাকা নষ্ট করছেন। আমি বিজেপি নেতৃত্বকে আমার সঙ্গে মুখোমুখি বসে বিতর্কের জন্য চ্যালেঞ্জ জানাচ্ছি ৷ ২০২১ সালের পশ্চিমবঙ্গ নির্বাচনে তাদের পরাজয়ের পর থেকে আবাস যোজনা ও ১০০ দিনের কাজের মতো প্রকল্পগুলিতে একটিও পয়সা বরাদ্দ করে থাকলে তার প্রমাণ দিয়ে শ্বেতপত্র প্রকাশ করুন৷” বিষয়টি নিয়ে সরব হন রাজ্যের মন্ত্রী শশী পাঁজাও। তাঁর কথায়, এ সব করে আসলে রাজ্যের মানুষকে বিভ্রান্ত করতে চাইছে কেন্দ্রীয় সরকার ।

আরও পড়ুন- অনুদানের টাকা আটকে রেখেছে মোদি সরকার! লোকসভা ভোটের আগেই বড় বিপাকে কংগ্রেস

spot_img

Related articles

বাংলাদেশ বিরোধী কার্যকলাপ ভারতে নেই: বাংলাদেশের প্রশ্নের উত্তর ঘুরিয়ে দিল বিদেশ মন্ত্রক

ভারতেই লুকিয়ে রয়েছেন বাংলাদেশের বিতাড়িত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লিগের আরও নেতা মন্ত্রীদের লুকিয়ে থাকার সন্দেহও প্রকাশ করেছে...

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...