বিরোধী দলনেতার সমাজ মাধ্যমে দেওয়া মিথ্যা পরিসংখ্যান নিয়ে পাল্টা তোপ তৃণমূলের।গদ্দারের দাবি নস্যাৎ করে তাঁকে একবারে ধুইয়ে দিল তৃণমূল। পাল্টা পরিসংখ্যান তুলে ধরে তৃণমূল মহিলা কংগ্রেসের রাজ্য সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বিঁধলেন গদ্দার অধিকারীকে।রবিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, গদ্দার অধিকারী মানুষ ঠকাতে অসত্য ভাষণ দেন। কেন্দ্রীয় বরাদ্দের বিষয়েও তাঁর জ্ঞান সীমিত।

এদিন তৃণমূলের তরফে পরিসংখ্যান তুলে ধরে বলা হয়, গত তিন বছরে আবাস যোজনায় কোনও কেন্দ্রীয় বরাদ্দ মঞ্জুর হয়নি। তা সত্ত্বেও ‘অসত্য’ দাবি করছেন গদ্দার অধিকারী। তিনি যে মিথ্যার পরিসংখ্যান দিচ্ছেন, তা যুক্তি দিয়ে এবং তথ্যও তুলে ধরে জানিয়েছেন চন্দ্রিমা। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের সমর্থনে তৃণমূল সমাজ মাধ্যমে তথ্য দিয়ে জানিয়েছে, একশো দিনের কাজের টাকা কেন আটকে, তার জবাব দিন প্রধানমন্ত্রী।
তৃমমূলের সর্বভারতীয় সাধাণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বারেবারে বলেছেন, কেন্দ্র তিন বছরে ১০টা পয়সাও রাজ্যকে দেয়নি। সেই বক্তব্যের পরিপ্রেক্ষিতে বিরোধী নেতা দাবি করেন, ২০২১-২২ অর্থবর্ষে প্রধানমন্ত্রী আবাস যোজনা-গ্রামীণের অধীনে প্রথম কিস্তি হিসাবে ৬৮৭ কোটি টাকা দিয়েছিল কেন্দ্র। প্রমাণ হিসাবে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের একটি চিঠিও তুলে ধরেন। রবিবার তৃণমূলের এক্স হ্যান্ডেলে পাল্টা জানানো হয়, গদ্দারের সেই দাবি ভুল। কেন, ভুল, তার ব্যাখ্যাও দেওয়া হয়। তৃণমূল সাফ জানিয়েছে, দু’ভাগে প্রধানমন্ত্রী আবাস যোজনা-গ্রামীণ প্রকল্প কার্যকর হয়েছে। প্রথম বার ২০১৬-১৭ অর্থবর্ষ থেকে ২০২১-২১ অর্থবর্ষ। দ্বিতীয় বার ২০২২-২৩ থেকে। ২০১৮-১৯ সালে যে সমীক্ষা করা হয়েছিল, তার ভিত্তিতেই দ্বিতীয় বার আবাসের টাকা মঞ্জুর করা হয়। এর পর শুভেন্দুর পোস্ট করা চিঠির প্রসঙ্গ তুলে ধরে তৃণমূল কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের সচিবের লেখা অন্য একটি চিঠির কথা উল্লেখ করে। সেখানে জানানো হয়, কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের সচিব ২০২৩ সালের ৪ ডিসেম্বর চিঠি দিয়ে ৬৮৭ কোটি টাকা বরাদ্দের কথা জানিয়েছেন। ২০২১ সালের আগে প্রথম দফায় যে সব বাড়ি নির্মাণ শেষ হয়নি, তার জন্য বরাদ্দ করা হয়েছিল সেই টাকা।

আসলে অনুমোদন হওয়া আর ফান্ড রিলিজ করা এক জিনিস নয়।তারপর আর কোনও অর্থও পাঠায়নি কেন্দ্র। প্রধানমন্ত্রীকে পাল্টা অনুরোধ করা হয়, এবার বাংলায় এলে অনুগ্রহ করে শ্বেতপত্র প্রকাশ করে জানাবেন, একশো দিনের কাজের ৫৯ লক্ষ কর্মীর টাকা দেওয়া কেন বন্ধ করা হল! আবাস যোজনায় ২০২১-২২, ২২-২৩ এবং ২৩-২৪ অর্থবর্ষে কত টাকা মঞ্জুর করেছে কেন্দ্রীয় সরকার।
