Saturday, May 3, 2025

৪২ আসনে ঝোড়ো প্রচার তৃণমূলের, প্রার্থী জটে জেরবার বিরোধীরা

Date:

Share post:

ব্রিগেডের ঐতিহাসিক সমাবেশ থেকে লোকসভা নির্বাচনে ৪২টি আসনেই প্রার্থী ঘোষণা করেছিল তৃণমূল (TMC)। তার পর থেকেই লাগাতার প্রচারে ঝড় তুলছেন জোড়াফুলের প্রার্থীরা। কিন্তু প্রার্থী জটে জেরবার বাংলার বিরোধীদলগুলি। বিজেপি (BJP) ২০টি ও বামেরা এখন পর্যন্ত ১৭টি আসনে প্রার্থী দিয়েছে। কংগ্রেস (Congress) এখনও প্রার্থী তালিকাই ঘোষণা করতে পারেননি। বাদ রয়েছে দিলীপ ঘোষ (Dilip Ghosh), অধীররঞ্জন চৌধুরীর (Adhir Ranjan Chowdhuri) মতো হেভিওয়েট নেতাদের কেন্দ্র ঘোষণা। নওশাদ সিদ্দিকির বায়না নিয়ে নাজেহাল সিপিএম। সব মিলিয়ে লোকসভা নির্বাচনে আসন পাওয়ার স্বপ্ন দেখার আগে প্রার্থী দিতেই কালঘাম ছুটছে রাম-বাম-কংগ্রেসের।

ব্রিগেডে নাম ঘোষণার পরে প্রার্থীদের নিয়ে ব়্যাম্পে হেঁটেছেন তৃণমূল (TMC) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু লোকসভা আসনে প্রার্থী ঘোষণা করতে হিমশিম খাচ্ছে বিরোধীরা। মোটে ২০ জনের নাম ঘোষণা করেছে বিজেপি। তার মধ্যে ভোজপুরী গায়ক পবন সিং নিজেই সরে দাঁড়িয়েছেন। দ্বিতীয় প্রার্থী তালিকা কবে প্রকাশ হবে, তার কোনও উত্তর নেই পদ্মশিবিরের কাছে। এর মধ্যে শুভেন্দু অধিকারী (Subhendu Adhikari) এবং সুকান্ত মজুমদারকে দিল্লিতে জরুরি তলব করা হয়েছে। সূত্রের খবর, রবিবার রাতেই দিল্লি (Delhi) যাচ্ছেন শুভেন্দু। সোমবার যাবেন রাজ্য বিজেপি সভাপতি। সেদিনই অমিত শাহ এবং জে পি নাড্ডার সঙ্গে বৈঠকে বসার কথা তাঁদের। যে দিলীপ ঘোষ গতবার লোকসভা নির্বাচনে বিজেপির কাণ্ডারি, তাঁর কেন্দ্রই এখনও ঘোষণা করতে পারেনি গেরুয়া শিবির। ঢাকঢোল পিটিয়ে অভিজিৎ গঙ্গোপাধ্যায়, তাপস রায়দের দলে নিলেও তাঁদের কোন আসনে প্রার্থী করা হবে, আদৌ টিকিট দেওয়া হবে কি না- তা নিয়েই এখনও ধোঁয়াশা। গোষ্ঠীদ্বন্দ্বেই এই পরিস্থিতি বলে মত রাজনৈতিক মহলের।

এদিকে ১৭ আসনে প্রার্থী ঘোষণা করেই থেমে গিয়েছে বামেরা। শরিকদের মন রাখতে নাভিশ্বাস উঠছে আলিমুদ্দিনের। তার উপর জুটেছে আইএসএফ। একবার নওশাদ বলছেন, ডায়মন্ড হারবারের লড়ব, একবার বলছেন দল যা বলবে তাই করব। এদিকে আইএসএফ-এর মতো ‘মৌলবাদীর গন্ধ’ থাকা দলের সঙ্গে হাত মেলাতে রাজি নয় ফ্রন্ট শরিকরা। কংগ্রেসও প্রথম থেকেই ISF-কে পছন্দ করে না। এই পরিস্থিতিতে এখন আলিমুদ্দিনের “শ্যাম রাখি না কুল রাখি” অবস্থা। কোন আসনে তারা প্রার্থী দেবে, আর কাদের ছাড়বে ভেবে কুল পাচ্ছেন না পাকামাথার সিপিএম নেতৃত্ব।

প্রদেশ কংগ্রেসের অবস্থা আরও সঙ্গিন। এখনও পর্যন্ত বাংলার একটি কেন্দ্রেও প্রার্থী ঘোষণা করতে পারেনি তারা। অথচ সর্বভারতীয় ক্ষেত্রে কংগ্রেসের দুটি প্রার্থী তালিকা প্রকাশ পেয়েছে। এদিকে বিধানভবনে একের পর এক বৈঠক হয়ে চলেছে, কিন্তু প্রার্থী তালিকা আর দিনের আলোর মুখে দেখছে না। এই যদি প্রার্থী ঘোষণার হাল হয়, তাহলে ভোটের ময়দানে বাংলার শাসকদলকে কী চ্যালেঞ্জ ছুড়বে বিরোধীরা! এখন এটাই প্রশ্ন।




spot_img

Related articles

আজ দক্ষিণবঙ্গের সাত জেলায় কালবৈশাখীর পূর্বাভাস!

শনিবার দক্ষিণবঙ্গ (South Bengal Weather) জুড়ে ঝড় বৃষ্টির দুর্যোগ। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) জানিয়েছে, এদিন বিকেলের...

গোয়ার শিরগাঁও মন্দিরে দুর্ঘটনা, পদপিষ্ট হয়ে ৬ জনের মৃত্যু! আহত একাধিক

গোয়ার শিরগাঁও গ্রামের লাইরাই দেবী মন্দিরে শতাব্দী প্রাচীন প্রাচীন বার্ষিক শোভাযাত্রা উপলক্ষ্যে বহু মানুষের ভিড়ে পদপিষ্ট হওয়ার ঘটনায়...

Breakfast News: গোয়ার মন্দিরে পদপিষ্টে ভক্তদের মৃত্যু

১) গোয়ায় লাইরাই মন্দিরে পদপিষ্টের ঘটনায় মৃত্যু অন্তত ৬ জনের, আহত বহু ২) ডাল লেকে ফের বিপর্যয়। শিকারা উল্টে...

শিশু নির্যাতনে আইন মেনে শারীরিক পরীক্ষা বাধ্যতামূলক, কড়া চিঠি স্বাস্থ্যভবনের

যৌন-নিগ্রহের শিকার হওয়ার শিশু ও নাবালকদের শারীরিক পরীক্ষার ক্ষেত্রে পকসো আইন মেনে পদক্ষেপের নির্দেশ দিল স্বাস্থ্য ভবন (The...