Wednesday, November 5, 2025

উপার্জনক্ষম প্রাক্তন স্বামীর ভরণপোষণের দায়িত্ব স্ত্রীর! বড় নির্দেশ বম্বে হাইকোর্টর

Date:

Share post:

প্রাক্তন স্বামী অসুস্থ হলে তাঁর ভরণপোষণের দায়িত্ব নিতে হবে উপার্জনকারী স্ত্রীকে, সম্প্র্রতি এমনই নির্দেশ দিল বম্বে হাইকোর্ট (Bombay High Court)। আদালত সাফ জানিয়েছে, প্রাক্তন স্বামী (Ex Husband) অসুস্থতার কারণে উপার্জন করতে না পারলে তাঁর ভরণপোষণ দিতে হবে প্রাক্তন স্ত্রীকে। প্রতি মাসে ১০ হাজার টাকা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে প্রাক্তন স্ত্রীকে। গত ২ এপ্রিল এমনই নির্দেশ দিয়েছেন বম্বে হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের বিচারপতি শর্মিলা দেশমুখ।

বিচারপতি তাঁর নির্দেশে জানিয়েছেন, হিন্দু বিবাহ আইনে ‘সঙ্গী’ শব্দে স্বামী ও স্ত্রী দু’জনকেই বোঝায়। পাশাপাশি হিন্দু বিবাহ আইনের ২৪ নম্বর ধারায় ‘স্পাউস’ বা ‘সঙ্গী’ শব্দটির উল্লেখ রয়েছে। এতে স্বামী বা স্ত্রী- যে কোনও একজনের রক্ষণাবেক্ষণের ক্ষমতা না-থাকার কথা বলা হয়েছে। বম্বে হাইকোর্ট সাফ জানিয়েছে, ওই মহিলার স্বামী অসুস্থ। সেই কারণে তিনি উপার্জনে অক্ষম। যদিও আদালতে এই বিষয়টির বিরোধিতা করেননি তাঁর প্রাক্তন স্ত্রী। তাই স্বামী যখন নিজের রক্ষণাবেক্ষণ করতে অপারগ, এই পরিস্থিতিতে স্ত্রী রোজগার করলে তিনিই স্বামীর দায়িত্ব নেবেন। তবে এর আগে খোরপোশের দাবিতে সিভিল কোর্টে দায়ের হয় মামলা। ২০২০ সালের মার্চে নিম্ন আদালত মহিলাকে ফি-মাসে ১০ হাজার টাকা খোরপোশ দেওয়ার নির্দেশ দেয়। এই রায়কে চ্যালেঞ্জ করে বম্বে হাইকোর্টে মামলা করেন স্ত্রী। তবে সেখানেও আদালতের রায় তাঁর বিপক্ষেই যায়।

এদিকে মহিলা আদালতে আরও জানিয়েছেন, তাঁর অর্থনৈতিক অবস্থা মোটেও তেমন ভালো কিছু নয় যে, তিনি প্রতি মাসে প্রাক্তন স্বামীকে ১০ হাজার টাকা খোরপোশ দিতে পারবেন। তাঁকে বাড়ির জন্য ঋণ শোধ করতে হচ্ছে। পাশাপাশি তাঁদের শিশু সন্তানের ভরণপোষণের দায়িত্বও তাঁকেই সামলাতে হচ্ছে। এই পরিস্থিতিতে তিনি কীভাবে স্বামীকে প্রতি মাসে ১০ হাজার টাকা দেবেন? এর সঙ্গে মহিলা আদালতে আরও দাবি করেন, তিনি ২০১৯ সালে চাকরি ছেড়ে দিয়েছেন। সেই সময় নিম্ন আদালত তাঁকে ১০ হাজার টাকা খোরপোশ দেওয়ার নির্দেশ দিয়েছিল। কিন্তু তাঁর তো কোনও রোজগারই নেই! তবে পাল্টা আদালত জানায়, মহিলার কোনও রোজগার না-থাকলে তিনি তাঁর নিজের ও শিশুর খরচখরচা চালাচ্ছেন কী করে? বিচারপতি উল্লেখ করেন, ওই মহিলা একবারও অস্বীকার করেননি যে তিনি রোজগার করছেন না।

 

spot_img

Related articles

অনলাইন গেমিং বাতিল কেন, কেন্দ্রের হলফনামা চায় সুপ্রিম কোর্ট 

অনলাইনে কোনও টুর্নামেন্ট বা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে যদি কেউ টাকা রোজগার করতে পারে তাহলে সেটাকে কেন জুয়া হিসেবে...

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...