সম্প্রীতির নয়া নজির! ইদের আনন্দ ভুলে হিন্দু বৃদ্ধার সৎকার মুসলিমদের

বৃহস্পতিবার দেশের পাশাপাশি রাজ্যজুড়ে পালিত হচ্ছে খুশির ইদ (Eid)। পবিত্র এই দিনে সম্প্রীতির নজির গড়ল সোনারপুর (Sonarpur) উত্তর বিধানসভার অন্তর্গত ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা। হিন্দু বৃদ্ধার (Hindu Widow) সরকারের জন্য ইদের অনুষ্ঠান স্থগিত করল মুসলিম (Muslim)  সম্প্রদায়ের মানুষজন। স্থানীয় সূত্রে খবর, ৬১ বছরের আলপনা সরকার বুধবার রাতে হৃদরোগে আক্রান্ত হন। এরপর রাতেই মৃত্যু হয় তাঁর।

তখন ইদের চাঁদ দেখার আনন্দে মেতেছে গোটা পাড়া। কিন্তু খবর কানে আসতেই মুসলিমরা ঠিক করেন বৃহস্পতিবার ইদের অনুষ্ঠানে কোনও রকম আনন্দ অনুষ্ঠান হবে না। উল্টে নমাজ পড়ার কাজ শেষ করেই বৃদ্ধাকে সৎকারের জন্য নিয়ে যান তাঁরা। বৃহস্পতিবার সকালে মহিলার দেহ সৎকারের জন্য শ্মশানে নিয়ে যান এলাকার মুসলিম বাসিন্দারা।

ঘটনা প্রসঙ্গে ৭ নম্বর ওয়ার্ডে তৃণমূল যুব কংগ্রেস সভাপতি শিক্ষক সহিদুল ইসলাম জানান, এটা বাংলার সংস্কৃতি। এখানে ধর্মের চেয়ে মানুষের সঙ্গে আত্মীয়তা অনেক বেশি গুরুত্ব পায়। এমন একটা দুঃখের দিনে আমরা আনন্দ উৎসব করব না।

Previous articleউপার্জনক্ষম প্রাক্তন স্বামীর ভরণপোষণের দায়িত্ব স্ত্রীর! বড় নির্দেশ বম্বে হাইকোর্টর
Next articleমোদির জমানায় বিপর্যস্ত দেশ! বিজেপিকে একটাও ভোট না দেওয়ার আর্জি ‘দেশ বাঁচাও গণমঞ্চ’-র