Sunday, January 11, 2026

ইডিকে শাহজাহানের দেওয়া বয়ান প্রত্যাহারের পিটিশন নিয়ে প্রশ্ন তুলল আদালত

Date:

Share post:

এবার ইডির বিরুদ্ধে চাপ দিয়ে বয়ান রেকর্ড করার অভিযোগ তুললেন সন্দেশখালি কাণ্ডে ধৃত শেখ শাহজাহান। ব্যাঙ্কশাল আদালতের বিচারকের সামনে এই অভিযোগ করেন শাহজাহানের আইনজীবী। যদিও বৃহস্পতিবার সংবাদমাধ্যমের সামনে শাহজাহান জানিয়েছিল, ‘ED তদন্ত হয়ে আরও ভালো হচ্ছে।’সোমবার ফের তাকে আজালতে তোলা হয়।একই অভিযোগ শুনে বিচারক প্রশ্ন তুলেছেন, ওই আবেদনের বক্তব্য ভুল না ঠিক, তা কী ভাবে বোঝা যাবে? বিচারের সময় এই আবেদনের বিষয়টি বিবেচনা করা হবে বলে জানিয়েছেন বিচারক। শাহজাহানের তরফে এদিন জামিনের আবেদন করা হয়নি। তাঁকে ১৪ দিনের জন্য বিচারবিভাগীয় হেফজাতে পাঠিয়েছেন বিচারক।
সোমবার বিচারক বলেন, এই পর্যায়ে এই পিটিশনের মানে কী? পিটিশনের বক্তব্যটি ঠিক না ভুল, এখন কী করে বোঝা যাবে? ইডির তরফে যদিও পিটিশনের বিরোধিতা করা হয়। আইনজীবী জানান, তাঁরা এই পিটিশন ‘ডিসমিস’ করতে চাইছেন। বিচারক বলেন, বিচারের সময় এই পিটিশনের বিষয়টি বিবেচনা করা হবে। এদিন আদালতে ইডি দাবি করেছে, শাহজাহান জেরায় জানিয়েছেন, সন্দেশখালি-সহ উত্তর ২৪ পরগনায় গ্রাম পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতির সদস্য তিনি মনোনীত করতেন।
ইডি সূত্রে জানা গিয়েছে, শাহজাহানকে নিয়ে বক্তব্য লিখিত আকারে তারা জমা দিয়েছে আদালতে। তিনি জেরায় কী কী জানিয়েছেন, তা-ও রয়েছে নথিতে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা দাবি করেছে, ১১ এপ্রিল শাহজাহান জেরায় যে বয়ান দিয়েছেন, তাতেই সন্দেশখালি তথা উত্তর ২৪ পরগনায় নিজের প্রভাবের কথা জানিয়েছেন। জেলার অন্যান্য পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতির পাশাপাশি সন্দেশখালির প্রার্থী এবং পদাধিকারী কে হবেন, সেটা তিনিই ঠিক করতেন।




spot_img

Related articles

শুধু বাংলা নয়, কমিশনের ‘উদ্ভাবনী’ SIR-ভোগান্তিতে গোয়া: শুনানির নোটিশ নৌসেনা প্রধানকে

শুরু থেকেই SIR প্রক্রিয়া নিয়ে ভোগান্তির আর শেষ নেই! সাধারণ ভোটারদের ভোগান্তির অভিযোগ নতুন নয়, তবে এবার সেই...

রাজ্যের আইনশৃঙ্খলায় কড়া নজর কমিশনের! প্রথম রিপোর্টেই শুভেন্দু-চম্পাহাটি প্রসঙ্গ

রাজ্যের আইনশৃঙ্খলার বর্তমান পরিস্থিতি ঠিক কেমন, তা নিয়ে প্রতি সপ্তাহে এবার সরাসরি রিপোর্ট নেবে নির্বাচন কমিশন। বছরের শুরুতেই...

নতুন বছরে পর্যটকদের বড় উপহার, ফের চালু দার্জিলিং হিমালয়ান রেলওয়ের জঙ্গল সাফারি

নতুন বছরের শুরুতে পাহাড়প্রেমী পর্যটকদের জন্য খুশির খবর শোনাল দার্জিলিং হিমালয়ান রেলওয়ে (ডিএইচআর)। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ফের...

মোদির গুজরাটে চোরাশিকার! উদ্ধার ৩৭টি বাঘ ছাল, ১৩৩টি নখ-দাঁত

আন্তর্জাতিক বন্যপ্রাণী দিবসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) দেশের বিভিন্ন জঙ্গলে সাফারিতে যান। বিদেশ থেকে আনা নতুন বিভিন্ন...