Thursday, August 21, 2025

অজিত পাঁজার পরে সাধন পাণ্ডের বাড়ি গিয়ে শ্রদ্ধা জানালেন বিজেপি প্রার্থী তাপস

Date:

Share post:

বুধবার মন্ত্রী শশী পাঁজার (Shashi Panja) বাড়ির পরে বৃহস্পতিবার তৃণমূলের প্রয়াত বিধায়ক সাধন পাণ্ডের বাড়িতে পৌঁছে গেলেন কলকাতা উত্তরর বিজেপি প্রার্থী তাপস রায়। মানিকতলার বাড়িতে গিয়ে প্রয়াত সাধন পাণ্ডের ছবিতে মালা দিয়ে শ্রদ্ধা জানান তিনি। বেশ কিছুক্ষণ কথা বললেন সাধনের স্ত্রী সুপ্তি পাণ্ডের সঙ্গে। এটা সৌজন‌্য সাক্ষাৎ বলেই জানিয়েছেন তাপস।

এর আগে গত সোমবার বামফ্রন্ট চেয়ারম্যান বিমানের সঙ্গে দেখা করে তাঁর আশীর্বাদ চান তাপস। সংবাদ মাধ্যমকে জানান, “আমি বিমানদার আশীর্বাদ নিলাম। উনি আমাদের রাজ্যের সর্বজ্যেষ্ঠ, সৎ এবং নিষ্ঠাবান রাজনৈতিক নেতা।“ বামেদের ভোট রামে যাওয়ার তত্ত্ব নিয়ে আলোচনার মধ্যেই বুধবার সকালে তৃণমূল বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী শশী পাঁজার বাড়িতে পৌঁছে যান কলকাতা উত্তরের বিজেপি প্রার্থী। প্রথমেই প্রয়াত অজিত পাঁজার ছবিতে মাল্যদান করেন। সৌজন্য বিনিময় করেন শশী পাঁজা ও তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে। সকলের কাছে তাঁকে ভোট দেওয়ার আর্জিও জানান তাপস। বলেন, “আমার কাজই তো কলকাতা উত্তরের ১৫ লক্ষ মানুষের কাছে যাওয়া।“

এদিন প্রয়াত সাধন পাণ্ডের যাওয়ার বিষয়ে তাপস রায় জানান, ‘‘এটা আমার অনেক পুরনো আসা—যাওয়ার বাড়ি। ১৯৭৪ সালে গোয়াবাগানের বাড়ি থেকে আমার সঙ্গে সাধনদার সম্পর্ক। সাধনদাকে আমি খুব শ্রদ্ধা করতাম। সাধনদাও আমাকে ততোধিক স্নেহ করতেন। সুতরাং আমি বউদিকে ফোন করে এসে সাধনদার ছবিতে মালা দিয়ে শ্রদ্ধা জানিয়েছি।’’

তাপসের কথায়, ‘‘বউদির বিয়ের সময়ও আমি ছিলাম। বউদি আমায় ভালবাসেন, পছন্দ করেন। অনেক পুরনো স্মৃতি রোমন্থন হল। বিভিন্ন ঘটনা, সাধনদার পুরনো সব কথা। শ্রেয়া বাড়িতে নেই।’’ অজিত পাঁজার বাড়িতে ভোটের কথা বললেও, এই বাড়িতে ভোটের কথা তিনি বলেননি বলে জানান কলকাতা উত্তরের বিজেপি প্রার্থী। বলেন, ‘‘আমি শুধু বলেছি উপর থেকে সাধনদা আমায় নিশ্চিত আশীর্বাদ করছেন।’’ এদিন আধঘণ্টারও কিছু বেশি সময় প্রয়াত সাধন পাণ্ডের বাড়িতে ছিলেন তাপস রায়।

আরও পড়ুন- কবে মাধ্যমিকের ফল ঘোষণা? জানাল পর্ষদ

 

spot_img

Related articles

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...

নওশাদ-সহ আইএসএফ সমর্থকদের জামিন দিল ব্যাঙ্কশাল আদালত

ধর্মতলার কর্মসূচির নামে অশান্তি পাকানোর চেষ্টা। বুধবার গ্রেফতার করা হয় ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকিকে (Naushad Siddiqui)। বৃহস্পতিবার নওশাদ-সহ...

নোবেল খুঁজতে ব্যর্থ CBI, রাজ্য পুলিশ উদ্ধার করল বুলার পদ্মশ্রী: পুলিশও পদক পাক চান সাঁতারু

হুগলির হিন্দমোটরে সাঁতারু বুলা চৌধুরীর বাড়ি থেকে চুরি যাওয়া পদক অবশেষে উদ্ধার করল রাজ্য পুলিশ। এর মধ্যে রয়েছে...