Thursday, August 21, 2025

শহরে ভোটদানের সচেতনতা বাড়াতে বিশেষ ট্রাম চালু করল কমিশন!

Date:

Share post:

গ্রামাঞ্চলের পাশাপাশি শহরেও যাতে ভোটদানের হার বাড়ে সেই লক্ষ্যে উদ্যোগী নির্বাচন কমিশন (Election Commission of India)। শহুরে ভোটারদের সচেতন করতে একাধিক পদক্ষেপ নেওয়া হচ্ছে। এরই অঙ্গ হিসাবে একটি বিশেষ ট্রাম (Special Tram in the city) এদিন রাস্তায় নামল। কলকাতা উত্তর জেলা নির্বাচনী আধিকারিকের দফতরের উদ্যোগে ট্রামটি ৩০ এপ্রিল থেকে ৫ মে পর্যন্ত ভোটারদের মধ্যে সচেতনতা বাড়াতে এসপ্লানেড থেকে শ্যামবাজার পর্যন্ত বিভিন্ন পথ পরিক্রমা করবে । সোমবার ধর্মতলার ট্রাম ডিপো থেকে ওই ট্রামের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব (Ariz Aftab)।

সাম্প্রতিক বিভিন্ন নির্বাচনে ভোটগ্রহণের হারে সার্বিক বৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে। চলতি লোকসভা নির্বচনের প্রথম দফাতেও ভোটদানের নিরিখে গোটা দেশের মধ্যে দ্বিতীয় স্থানে ছিল এরাজ্য। আগামী দফার ভোটগুলিতেও যাতে এই প্রবণতা অক্ষুন্ন থাকে, তা নিশ্চিত করতেই এই উদ্যোগ। অনুষ্ঠানে উপস্থিত কলকাতার নগরপাল বিনীত গোয়েল বলেন, নাগরিকদের নিরাপত্তা দেওয়ার পাশাপাশি সাধারণ ভোটারদের সুরক্ষা দেওয়াটাও পুলিশের দায়িত্ব। ভোটগ্রহণের দিন কলকাতার সাধারণ নাগরিক যাতে অবাধ ও সুষ্ঠু ভাবে নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারেন সেজন্য সবরকম ব্যবস্থা নেওয়া হবে। পাঁচ দিনের কর্মসূচির প্রথম দিনে থাকছে বিশেষভাবে সক্ষমদের আঁকা চিত্র ও শিল্পকলার প্রদর্শনী। দ্বিতীয় দিনে থাকছে ইভিএম ও ভিভি প্যাট নিয়ে সচেতনতা প্রচার। তৃতীয় দিনে প্রবীণদের জন্য বিশেষ কর্মসূচির পাশাপাশি রক্তদান শিবিরেরও আয়োজন করা হবে। চতুর্থ ও পঞ্চম দিনে তরুণ প্রজন্মকে ভোট দানে উত্সাহিত করার সঙ্গে সঙ্ঘগে আয়োজন করা হবে সেলফি প্রতিযোগিতারও। এদিনের অনুষ্ঠানে রাজ্যের পরিবহন সচিব সৌমিত্র মোহন, অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক বিজিত ধর, কলকাতা উত্তরের জেলা নির্বাচনী আধিকারিক শুভাঞ্জন দাস প্রমুখ উপস্থিত ছিলেন।

 

spot_img

Related articles

বিবেকানন্দের শিকাগো বক্তৃতার স্মরণে ফুটবল প্রতিযোগিতার ঘোষণা ক্রীড়ামন্ত্রীর

১৮৯৩ সাল, শিকাগোর ধর্মসভায় সকলকে অবাক করে দিয়েছিলেন তিনি। সেই স্বামী বিবেকানন্দের(Swami Vivekananda) বক্তৃতায় বিদ্যুতের গতির মতো ছড়িয়ে...

অভিজিৎ সরকার হত্যা মামলা: জামিন পরেশ পালসহ ২ কাউন্সিলরের

অভিযুক্তদের বিরুদ্ধে কোনও উপযুক্ত প্রমাণই নেই। বিজেপির তরফ থেকে বারবার তৃণমূল বিধায়ককে কলঙ্কিত করার চেষ্টা করা হলেও আদতে...

স্বাস্থ্যক্ষেত্রে সুরক্ষায় বায়ো-লক সিস্টেমের রিপোর্ট তলব রাজ্যের

স্বাস্থ্যক্ষেত্রে নিরাপত্তা সুনিশ্চিত করতে বদ্ধপরিকর রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নির্দেশ মেনে বায়োমেট্রিক লক (Biometric Lock)...

বিজেপিশাসিত রাজ্যে বাঙালি আক্রমণের প্রতিবাদ! নিশীথের কনভয় ঘিরে তুমুল বিক্ষোভ দিনহাটায়

বিজেপিশাসিত রাজ্যে বাংলাভাষীদের উপর আক্রমণ। বাংলার প্রতি মোদি সরকারের বঞ্চনা। প্রতিবাদে প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক (Nisith...