Tuesday, January 13, 2026

হাইকোর্টে বেঞ্চ-বদল, এবার অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মামলা শুনবেন বিচারপতি ঘোষ

Date:

Share post:

পূর্ব মেদিনীপুরের তমলুকের বিজেপি প্রার্থী তথা কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মামলা থেকে সরে দাঁড়িয়েছেন বিচারপতি জয় সেনগুপ্ত। ব্যক্তিগত কারণ দেখিয়ে এই মামলা ছাড়লেন বিচারপতি সেনগুপ্ত। এবার মামলাটির শুনানি হবে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চে। বেঞ্চ নির্ধারণ করে দিলেন হাইকোর্টের প্রধান বিচারপতি।

অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু হয়েছে। তমলুক থানায় দায়ের হওয়া এফআইআর-কে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সেই মামলা ওঠার কথা ছিল বিচারপতি সেনগুপ্তের বেঞ্চে। কিন্তু মামলা থেকে সরে দাঁড়ান বিচারপতি জয় সেনগুপ্ত। নিয়ম অনুসারে, মামলা ফলে মামলাটি ফেরত যায় প্রধান বিচারপতির কাছে। নতুন এজলাস ঠিক করেন প্রধান বিচারপতি।

এ প্রসঙ্গে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল। তমলুকের তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য বলেন, ”বিচারপতি মনে করেছেন তিনি যদি মামলা লড়েন তাহলে অসুবিধা হতে পারে। এই বিষয়ে আলাদা কোনও বক্তব্য নেই। তবে একটাই কথা বলতে চাই, বিচার ব্যবস্থা কী পরিস্থিতির মধ্যে দিয়ে গেলে কোনও একজনের মামলা কে শুনবেন কী শুনবেন না, তা নিয়ে আলোচনা করতে হয়। এর মূল কারিগর ভারতীয় জনতা পার্টি। ভারতবর্ষের সবচেয়ে আস্থার যে জায়গা, তার গলা টিপে শেষ করে দিল ভাবতেও কষ্ট হয়।”

উল্লেখ্য, স্বেচ্ছাবসর নিয়ে বিজেপির জার্সি গায়ে চাপানো অভিজিৎ গঙ্গোপাধ্যায় রোড-শো করে মনোনয়ন জমা দিতে যাওয়ার সময়ে চাকরিহারাদের ধর্নামঞ্চ থেকে ‘চোর’ স্লোগান দেওয়া হয়। পাল্টা বিজেপি কর্মীরাও স্লোগান দেয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। বচসা থেকে দু’পক্ষের মধ্যে কার্যত হাতাহাতি শুরু হয়ে যায়। আহত হন বেশ কয়েকজন চাকরিহারা শিক্ষক। আহতদের মধ্যে একজন মহিলাও ছিলেন। এই ঘটনায় অভিজিতের বিরুদ্ধে তমলুক থানায় অভিযোগ দায়ের করেছে তৃণমূল শিক্ষক সংগঠন। অভিজিতের বিরুদ্ধে খুনের চেষ্টা, মহিলাদের সম্ভ্রমহানি, মারধর সহ একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করা হয়েছে। এই মামলার বিরুদ্ধেই হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন তমলুকের বিজেপি প্রার্থী। আগামী ২৫ মে ষষ্ঠ দফায় ভোট তমলুকে।

spot_img

Related articles

যৌনতার ট্যাবু ভেঙে সোশ্যাল মিডিয়ার নির্ভীক কন্ঠস্বর, জনপ্রিয়তার শিরোনামে গল্পকার সীমা!

ভারতীয় সংস্কৃতিতে যৌনতা (Sex) নিয়ে কথা বলার ক্ষেত্রে বরাবরই একটা ট্যাবু কাজ করেছে। খুব সহজ স্বাভাবিক বায়োলজিক্যাল একটা...

এসআইআর শুনানি ঘিরে রাজ্যজুড়ে ক্ষোভ! অবরোধ-বিক্ষোভে উত্তাল একাধিক জেলা

ভোটার তালিকায় ‘লজিক্যাল ডিসক্রিপেন্সি’ বা তথ্যগত অসঙ্গতি সংশোধনের নামে বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (SIR) ঘিরে রাজ্যের বিভিন্ন জেলায়...

বিজেপি বিধায়কের মুখে অশ্লীল ভাষা: শাস্তির বদলে সাফাই দিল রাজ্য নেতৃত্ব!

বাংলায় যে ধরনের ভাষা সন্ত্রাস আগে কখনও দেখা যায়নি, বিজেপির বাড় বাড়ন্ত হওয়ার পর সেই ছবিই এই রাজ্যে...

গঙ্গাসাগরে জনসমুদ্র! মাহেন্দ্রক্ষণের আগেই সাগরে ৬০ লক্ষের পুণ্যস্নান 

গঙ্গাসাগরে পুণ্যস্নানের জন্য রাজ্যের বিভিন্ন প্রান্তের পাশাপাশি দেশের নানা রাজ্য থেকে লক্ষ লক্ষ পুণ্যার্থী ভিড় জমিয়েছেন। মাহেন্দ্রক্ষণের আগেই...