ভোট যত এগিয়ে আসছে আর ততই বাড়ছে রাজনৈতিক পারদ। গরমের সঙ্গে পাল্লা দিয়ে চলছে রাজনৈতিক প্রচার। হাতেগোনা আর কয়েকটা দিন বাকি। পয়লা জুন সপ্তম দফায় যাদবপুর লোকসভায় নির্বাচন। জোরকদমে প্রচার চালাচ্ছেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা। এই আবহেই শুক্রবার কলকাতা দক্ষিণ লোকসভা কেন্দ্রের বামফ্রন্ট প্রার্থী সায়রা শাহ হালিম ও যাদবপুর কেন্দ্রের বামফ্রন্ট প্রার্থী সৃজন ভট্টাচার্যের সমর্থনে সাউথ সিটি মলের সামনে থেকে আনোয়ার শাহ মোড় পর্যন্ত মিছিল করল বামেরা। এদিনের মিছিলে উপস্থিত ছিলেন সিপিআই(এম) রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম, অভিনেতা সব্যসাচী চ্যাটার্জি, জামির মোল্লা, সুদীপ সেনগুপ্ত। মিছিল শেষে জনসভা হয় আনোয়ার শাহ মোড়ে।

রাজ্য রাজনীতির অন্যতম হাইভোল্টেজ ও গুরুত্বপূর্ণ কেন্দ্র যাদবপুর। প্রত্যেক নির্বাচনে যাদবপুরের দিকে নজর থাকে রাজনৈতিক থেকে সাংস্কৃতিক সব মহলই। এবার এখানকার প্রার্থী বাছাইয়েও চমক দিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল। এবারের লড়াই মূলত তরুণ প্রজন্মের। যাদবপুরের তিন প্রার্থীই মোটের উপর তরুণ প্রজন্মের। এই কেন্দ্রে তৃণমূলের তরফে প্রার্থী হয়েছেন দলের যুব সংগঠনের সভানেত্রী সায়নী ঘোষ (Saayoni Ghosh)। তিনি এখানকার ভূমিকন্যা। সিপিএমের হয়ে লড়ছেন সৃজন ভট্টাচার্য। অন্যদিকে বিজেপির তরফে প্রার্থী হয়েছেন ডঃ অনির্বাণ গঙ্গোপাধ্যায়।

আরও পড়ুন- ফের চাপে ফেলার চেষ্টা হেমন্তকে! শীর্ষ আদালতে খারিজ জামিনের আবেদন
