Thursday, August 28, 2025

২১-এর বদলা ২৫ তারিখ! নন্দীগ্রামে দাঁড়িয়ে ‘RAC বিধায়ক’কে ধুয়ে বার্তা দিলেন অভিষেক

Date:

Share post:

২০২১-এর নির্বাচনের আগে আমরা বলেছিলাম খেলা হবে। সেই খেলা বাকি আছে। নন্দীগ্রামে বিজেপির দলদাস কেন্দ্রীয় বাহিনী, আর নির্বাচন কমিশন লোডশেডিং করে বিজেপিকে (BJP) জিতিয়েছিল। আগামী ২৫ মে আবার খেলা হবে। ২১-এর বদলা ২৫ তারিখ নেবেন তো! বুধবার, নন্দীগ্রামে দাঁড়িয়ে বার্তা দিলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। দলীয় প্রার্থী দেবাংশু ভট্টাচার্যের সমর্থনের সভা থেকে নন্দীগ্রামের বিধায়ক দলবদলু শুভেন্দু অধিকারীকে (Shubhendu Adhikari) ধুয়ে দেন অভিষেক। তাঁকে ‘RAC বিধায়ক’ বলে মোক্ষম খোঁচা দেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। একই সঙ্গে ভোটদানে বাধা দিলে মহিলাদের রান্নাঘরের হাত-খুন্তি নিয়েই প্রতিরোধ গড়ে তোলার পরামর্শ দেন অভিষেক।এদিনের সভা থেকে একের পর এক তিরে গদ্দার শুভেন্দু অধিকারীকে (Shubhendu Adhikari) বিদ্ধ করেন সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক। বলেন, “নন্দীগ্রামের মাটিতে বিজেপির দলদাস কেন্দ্রীয় বাহিনী এবং নির্বাচন কমিশন রেফারির ভূমিকায় ছিল। লোডশেডিং করে চারটি ইভিএমে কারচুপি করে শুভেন্দু অধিকারীকে জয়ী ঘোষণা করা হয়। আমরা আদালতে গিয়েছিলাম। বিধায়ক এতই ভীতু, তার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যান। আবেদন করেন, অন্য হাই কোর্টে মামলা সরিয়ে দেওয়া হোক। আদালত কষিয়ে দু’গালে থাপ্পড় মেরেছে। বলেছে কলকাতা হাই কোর্টেই মামলা হবে।“ নন্দীগ্রামে মানুষের জনমতকে নয়ছয় করা হয়েছে বলে অভিযোগ করেন অভিষেক। তীব্র কটাক্ষ করে তিনি বলেন, নন্দীগ্রামের RAC বিধায়কের পদ যাওয়া সময়ের অপেক্ষা। এরপরেই অভিষেক বার্তা দেন, ২১-এর কারচুপির বদলা ২৫ তারিখ নিতে। আর সেখানে কেই যদি বাধা দেয়, অভিষেকের কথায়, “কেউ কেউ অশান্তি করার চেষ্টা করছেন। খুন্তি, বঁটি নিয়ে তাড়া করবেন এঁদের। কাউকে ছাড়বেন না। নিজের ভোট নিজেকেই দিতে হবে। কেউ তাতে যেন বাধা দিতে না পারেন।“

শুভেন্দুকে তীব্র আক্রমণ করে অভিষেক বলেন, “তিন বছরে কী করেছেন শুভেন্দু? ১০০ দিনের কাজ বন্ধ করার পর দিল্লিতে গিয়ে ফুর্তি করেছেন। আমরা দিল্লিতে গিয়ে আন্দোলন করেছি। রাজ্য সরকার কেন্দ্রের বকেয়া টাকা দিয়েছে বাংলার গরিব মানুষকে।“

দলবদুল শুভেন্দুকে গদ্দার বলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তার প্রেক্ষিতে বিজেপি বিধায়কের দাবি, মেদিনীপুরের মানুষ গদ্দার নয়। এই কথারও এদিন জবাব দেন অভিষেক। বলেন, “শুভেন্দু অধিকারী ও পরিবার মেদিনীপুরকে ঢাল করে নামতে চায়। তুমি গদ্দার, মেদিনীপুরের মানুষ গদ্দার নয়।“

শুভেন্দু ভাড়া বাড়িতে তল্লাশি নিয়ে তীব্র কটাক্ষ করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। বলেন, “গতকাল এক জায়গায় পুলিশ গিয়েছিল তল্লাশিতে। আর উনি কেঁপে কেঁপে উঠছেন। আমার কপ্টারেও তো তল্লাশি হয়, আমি তো মিডিয়ায় বাইট দিতে যাইনি। উনি ভিডিওগ্রাফির দাবি করেছেন। এবার থেকে ইডি-সিবিআই গেলেও ভিডিওগ্রাফি করতে হবে।“

নন্দীগ্রামের সভা থেকে অভিষেকের ভবিষ্যদ্বাণী, কেন্দ্রে মোদি সরকারের মেয়াদ ৪ জুন পর্যন্ত। ভোটের ফলাফলেই জানা যাবে, কেন্দ্র থেকে বিজেপি বিদায় নিচ্ছে। জানান, দেবাংশুকে অন্তত ২লক্ষ ভোটের ব্যবধানে জেতাবেন তমলুকের মানুষ। একই সঙ্গে তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নিশানা করেন অভিষেক বলেন, অভিজিৎকে কটাক্ষ করে অভিষেক বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু কামানা করছেন। মাথার দাম জানতে চাইছেন বিজেপি প্রার্থী। যিনি বাংলার নারীদের লক্ষ্মীর ভাণ্ডার দিয়েছেন, কন্যাশ্রী দিয়েছেন, তাঁর দাম জানতে চাওয়া হচ্ছে। মানুষ ভোটবাক্সে এর জবাব দেবে।’’






spot_img

Related articles

রজতজয়ন্তীতে ডব্লিউবিএনইউজেএসকে উচ্চ প্রশংসা, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ প্রধান বিচারপতির

কলকাতার পশ্চিমবঙ্গ জাতীয় আইন বিশ্ববিদ্যালয় (ডব্লিউবিএনইউজেএস)-এর উৎকর্ষতা এখন বেঙ্গালুরুর থেকেও এগিয়ে—রজতজয়ন্তী অনুষ্ঠানে এমন মন্তব্য করলেন কলকাতা হাই কোর্টের...

এসএসসি নিয়োগ পরীক্ষা পিছবে না, আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট 

স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ পরীক্ষা পিছিয়ে দেওয়ার দাবিতে সুপ্রিম কোর্টে মামলা করেও লাভ হলো না কিছু প্রার্থীর। দেশের...

যাত্রীদের জন্য দুঃসংবাদ! রবিবার টালিগঞ্জ থেকে ক্ষুদিরাম পর্যন্ত বন্ধ মেট্রো 

কলকাতার ব্লু লাইনের যাত্রীদের জন্য দুঃসংবাদ। আগামী রবিবার মহানায়ক উত্তম কুমার (টালিগঞ্জ) থেকে শহিদ ক্ষুদিরাম স্টেশন পর্যন্ত বন্ধ...

এনএইচএম কর্মীদের বড় উপহার, উৎসবের মুখে বোনাস ঘোষণা রাজ্যের 

উৎসবের দোরগোড়ায় জাতীয় স্বাস্থ্য মিশনের কাজে নিযুক্ত রাজ্যের স্বেচ্ছাসেবক ও চুক্তিভিত্তিক কর্মীদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার।...