Friday, August 22, 2025

মোদিরাজ্যে গেমিং জোনে দুর্ঘটনায় দায়ের জনস্বার্থ মামলা! উদ্বেগপ্রকাশ গুজরাট হাই কোর্টের

Date:

Share post:

মোদিরাজ্যের রাজকোটে (Rajkot) বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনায় ইতিমধ্যে প্রাণ হারিয়েছেন ৩২ জন। তাঁদের মধ্যে রয়েছে ৯ শিশুও। এবার এই দুর্ঘটনার চরম উদ্বেগপ্রকাশ গুজরাট হাই কোর্টের (Gujrat High Court)। দুর্ঘটনার পর থেকেই ওই বেসরকারি গেমিং জোনের (Gaming Zone) নিরাপত্তা-সহ একাধিক বিষয় নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। আর এমন আবহে জনস্বার্থ মামলা (PIL) দায়ের হয়েছে আদালতে। হাই কোর্টে বিচারপতি বীরেণ বৈষ্ণব এবং দেবান দেশাইয়ের ডিভিশন বেঞ্চ এই মামলা শুনবে বলে সূত্রের খবর। ইতিমধ্যে মামলা দায়েরের পরই তড়িঘড়ি রাজ্য সরকার ও পুর নিগমের কাছে রিপোর্ট চেয়ে পাঠিয়েছে গুজরাট হাই কোর্ট (Gujrat High Court)।

ঠিক কী কারণে ওই বেসরকারি গেমিং জোনকে ব্যবসা চালানোর অনুমতি দেওয়া হয়েছিল দ্রুত তা হাই কোর্টে জানাতে হবে গুজরাটের বিজেপি সরকারকে। তবে এই দুর্ঘটনায় রীতিমতো বাকরুদ্ধ হয়ে ‘ম্যান মেইড’ বলে অভিহিত করেছে। এদিকে জরুরি ভিত্তিতে সোমবার অর্থাৎ ২৭ মে এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে। তবে এদিন রাজ্য প্রশাসনকে চরম ভর্ৎসনা করে হাই কোর্টের ডিভিশন বেঞ্চের মন্তব্য , গুজরাট কম্প্রিহেনসিভ জেনারেল ডেভেলপমেন্ট কন্ট্রোল রেগুলেশনস (GDCR) এর মদতেই অবৈধ এই গেমিং ব্যবস্থা রমরমিয়ে ওঠে। তবে তদন্ত শুরু হতেই সামনে আসতে থাকে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। সেই রিপোর্টেই জানা যায় কোনও ফায়ার লাইসেন্স ছাড়াই চলছিল TRP নামে ওই গেমিং জোনটি। পাশাপাশি ওই জোনের এক্সিট গেটের সংখ্যা ছিল মাত্র একটি। কিন্তু শনিবার সেখানে মাত্রাছাড়া ভিড় হয়। ৯৯ টাকায় বিশেষ ছাড়ে টিকিট মেলায় অনেকেই আসেন গেম খেলতে। কিন্তু আচমকাই আগুন লেগে যায় সেখানে। মনে করা হচ্ছে, শর্ট সার্কিট থেকেই আগুন লাগে। তবে সরকারি তরফে জানানো হয়েছে, আগুন লাগার প্রকৃত কারণ এখনই বলা সম্ভব নয়।

এদিকে রাজকোটের গেমিং জোনে অগ্নিকাণ্ডের ঘটনায় লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। এখনও পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৩২। এর মধ্যে ৯ শিশুও রয়েছে। হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন। ইতিমধ্যে শীর্ষ আইপিএস আধিকারিক সুবাষ ত্রিবেদীর নেতৃত্বে সিট ঘটনার তদন্তভার গ্রহণ করেছে। রাজকোটের অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনার জানিয়েছেন, এই অগ্নিকাণ্ডের ঘটনায় যাঁদের মৃত্যু হয়েছে, তাঁদের দেহগুলি এমনভাবে পুড়ে গিয়েছে যে তাঁদের শনাক্ত করতে সমস্যা হচ্ছে।

 

spot_img

Related articles

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...

পুজোর আগে রাজ্য পুলিশের শীর্ষস্তরে রদবদল! পরিবর্তন হল ৬ জেলার এসপি-ডিসি

পুজোর মুখে রাজ্য পুলিশের শীর্ষ পদে বড়সড় রদবদল করল নবান্ন। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একাধিক জেলায় পুলিশ...

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...