Friday, August 29, 2025

শেষদিনের শেষলগ্নের প্রচারেও মহেশতলায় অভিষেকের রোড শো-এ উপচে পড়া ভিড়

Date:

Share post:

লোকসভা নির্বাচনের শেষদিনের প্রচারে শেষলগ্নেও রোড শো-তে ঝড় তুললেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee)। আগেই জানিয়েছিলেন শেষদফা নির্বাচন পর্যন্ত থাকবেন নিজের কেন্দ্র ডায়মন্ড হারবারে। তার মধ্যেও দলের অন্যান্য কেন্দ্রের প্রার্থীদের হয়ে প্রচার করেছেন। তবে, শেষদিন রোড শো করলেন নিজের কেন্দ্রেই। সকালে ফলতার পরে, বিকেলে মহেশতলা বিধানসভা কেন্দ্রের বাটা মোড় থেকে ডাকঘর পর্যন্ত রোড শো করেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক। প্রথম দিনে যতটা উন্মাদনা দেখা গিয়েছিল প্রচারের শেষদিনে তা যেন আরও কয়েকগুণ বেড়ে গিয়েছে। যতই রোড শো এগিয়েছে ততই বেড়েছে ভিড়। পথের দুধারে উপচে পড়ছে মানুষ।হুড খোলা গাড়িতে ব়্যালি করেন অভিষেক। অভিষেককে একঝলক দেখতে রাস্তার পাশাপাশি বাড়ির বারান্দা, ছাদেও ভিড়ে করেন স্থানীয়রা। দলের নেতা-কর্মী-সমর্থকদের পাশাপাশি উপস্থিত বিপুল সংখ্যক স্থানীয় মানুষ। হাত নেড়ে তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদককে স্বাগত-অভিনন্দন জানান উপস্থিত জনতা। প্রত্যুত্তর দেন অভিষেক। হুড খোলা গাড়ি থেকে চেনা স্টাইলে গোলাপ ফুলের পাপড়ি উড়িয়ে দেন। উদ্বেল হয়ে ওঠে জনতা। জনসমুদ্রে ভেসে ব়্যালি করেন অভিষেক।

রাজ্যের উত্তর থেকে দক্ষিণ- যেখানেই রোড শো করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) সেখানেই রাস্তায় জনজোয়ার। শেষদিনেও তার ব্যতিক্রম হল না।  বাটা মোড় থেকে ডাকঘর পর্যন্ত রাস্তা এদিন কার্যত চলে যায় তৃণমূলের দখলে। তৃণমূলের প্রতীক, ব্যানার, বেলুনে বর্ণাঢ্য রোড-শো-এ উচ্ছ্বিসত তৃণমূলের কর্মী-সর্মথকরা।

আরও খবর: BJP ক্ষমতায় আসছে না! মেগা পদযাত্রার শুরুতেই বিরাট মন্তব্য তৃণমূল সুপ্রিমোর

প্রায় ৩ মাস ধরে দলীয় প্রার্থীদের সমর্থনে উত্তর থেকে দক্ষিণ জনসভা, রোড শো করছেন অভিষেক। ১ জুন শেষ দফায় ভোট তাঁর নিজের কেন্দ্রেও। এখানে জয়ের ব্যবধানের লক্ষ্যমাত্রা ৪ লক্ষ বেঁধে দিয়েছেন তিনি।







spot_img

Related articles

প্রেক্ষাগৃহে রহস্য থেকে রম-কম! ২৯ অগাস্টে বড়পর্দায় বাংলা–হিন্দি ছবির ভিড় 

আগামিকাল অর্থাৎ শুক্রবার সপ্তাহান্তে একসঙ্গে মুক্তি পেতে চলেছে একাধিক বাংলা ও হিন্দি ছবি। ফলে সিনেমাপ্রেমীদের জন্য পছন্দের তালিকা...

রজতজয়ন্তীতে ডব্লিউবিএনইউজেএসকে উচ্চ প্রশংসা, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ প্রধান বিচারপতির

কলকাতার পশ্চিমবঙ্গ জাতীয় আইন বিশ্ববিদ্যালয় (ডব্লিউবিএনইউজেএস)-এর উৎকর্ষতা এখন বেঙ্গালুরুর থেকেও এগিয়ে—রজতজয়ন্তী অনুষ্ঠানে এমন মন্তব্য করলেন কলকাতা হাই কোর্টের...

এসএসসি নিয়োগ পরীক্ষা পিছবে না, আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট 

স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ পরীক্ষা পিছিয়ে দেওয়ার দাবিতে সুপ্রিম কোর্টে মামলা করেও লাভ হলো না কিছু প্রার্থীর। দেশের...

যাত্রীদের জন্য দুঃসংবাদ! রবিবার টালিগঞ্জ থেকে ক্ষুদিরাম পর্যন্ত বন্ধ মেট্রো 

কলকাতার ব্লু লাইনের যাত্রীদের জন্য দুঃসংবাদ। আগামী রবিবার মহানায়ক উত্তম কুমার (টালিগঞ্জ) থেকে শহিদ ক্ষুদিরাম স্টেশন পর্যন্ত বন্ধ...