Friday, August 22, 2025

ভোট মিটতেই ফের শুরু অশান্তি! কলকাতা-সহ রাজ্যের একাধিক প্রান্তে ‘গাজোয়ারি’ BJP-ISFএর

Date:

Share post:

ভোট মিটতেই ফের বঙ্গে অশান্তি শুরু বিজেপি (BJP) ও আইএসএফের (ISF)। এবার দক্ষিণ ২৪ পরগনার ভাঙড় ও কুলতলিতে তৃণমূল (TMC) কর্মী-সমর্থকদের উপর হামলার অভিযোগ উঠল বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। তবে শুধু দক্ষিণ ২৪ পরগণাই নয়, নিউটাউনেও তৃণমূল কর্মী আক্রান্ত হয়েছেন বলে অভিযোগ। ভোটে পরাজয় নিশ্চিত জেনেই ফলাফল ঘোষণার আগে ফের গাজোয়ারি শুরু বিজেপি-আইএসএফের।

রবিবার নিউটাউনে দলীয় কার্যালয়ের সামনেই আক্রান্ত হন এক তৃণমূল কর্মী। অনুপ বিশ্বাস নামে ওই ব্যক্তি নিউটাউনের শুলংগুঁড়ির দক্ষিণপাড়ার বাসিন্দা। রবিবার রাতে বাড়ি ফেরার পথে এলাকারই বেশ কয়েকজন তাঁকে মারধর করে বলেই অভিযোগ। হামলাকারীরা এলাকার বিজেপি কর্মী বলেই পরিচিত। এছাড়া কলকাতার বিভিন্ন প্রান্তেও মিলেছে ভোট পরবর্তী হিংসার খবর।

সূত্রের খবর, রবিবার রাতে ভাঙড়ের উত্তর কাশীপুর থানার মাঝেরআইটে নতুন করে বোমাবাজি শুরু হয়। প্রায় গোটা রাতভরই চলে অশান্তি। দুই তৃণমূল কর্মীকে বেধড়ক মারধর করা হয় বলেও অভিযোগ। কাঠগড়ায় আইএসএফ। স্থানীয় তৃণমূল কর্মী-সমর্থকদের দাবি, ভোট মিটতেই হারের পূর্বাভাস পেয়ে গাজোয়ারি শুরু আইএসফের। বাইক বাহিনী ঢুকিয়ে এলাকায় বোমাবাজি করেছে তারা। পাশাপাশি কুলতলিতেও মিলেছে অশান্তির খবর। বাড়়িতে ঢুকে তৃণমূলের মহিলা সমর্থককে মারধরের অভিযোগ বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। মাকে মারধর করতে দেখে বাধা দিতে যান তাঁর মেয়ে। অভিযোগ, দুজনকেই বেধড়ক মারধর করা হয়। তাঁরা দুজনেই কুলতলির জামতলার ব্লক গ্রামীণ হাসপাতালে ভর্তি। ইতিমধ্যে, কুলতলি থানায় অভিযোগ দায়ের করেন নির্যাতিতা।


spot_img

Related articles

রায় বেরোনোর পরেই জয়েন্টের তালিকা প্রকাশ: বোর্ডের কৃতিত্বে আনন্দ প্রকাশ মুখ্যমন্ত্রীর

কলকাতা হাই কোর্ট ওবিসি সংক্রান্ত যে জট দীর্ঘদিন ধরে পাকিয়ে রাখার চেষ্টা করে চলেছিল, শুক্রবার তা প্রতিহত হয়...

বাঙালি স্বাধীনতা সংগ্রামীর পেনশনের আবেদনও খারিজ! আদালতে মুখ পুড়ল কেন্দ্রের

ইতিহাসকে বিকৃত করার বিজেপি-আরএসএসের যৌথ পরিকল্পনায় চরম দুর্দশা বাঙালি স্বাধীনতা সংগ্রামীদের। নরেন্দ্র মোদি মুখে বাঙালি বিপ্লবীদের নাম নিলেও...

নতুন রঙ নতুন আনন্দ: বাংলার দুর্গাপুজোকে মোদির বন্দনায় কটাক্ষ তৃণমূলের

বাংলায় পুজো করতে গেলে আদালতের অনুমতি লাগে। প্রায় প্রতিদিন ছুটে ছুটে এসব প্রচার করে বেড়াচ্ছেন রাজ্যের বিরোধী দলনেতা...

ইমান বেচলেন কেন্দ্রীয় মন্ত্রী: শিখ সম্প্রদায়ের অপমানে নীরব রবনিতকে প্রশ্ন তৃণমূলের

কেন্দ্রীয় মন্ত্রী রবনিত সিং বিট্টু  শিখ সম্প্রদায়ের মানুষের সম্মানকে বাংলার বিজেপি নেতাদের সামনে বিক্রি করে দিলেন। নরেন্দ্র মোদির...