Tuesday, November 11, 2025

বিধানসভার স্পিকারকে উপেক্ষা করে রাজ্যপালের চিঠি অসম্মানজনক, তীব্র নিন্দা তৃণমূলের

Date:

Share post:

রাজ্যের দুই নবনির্বাচিত বিধায়কের শপথগ্রহণ নিয়ে অত্যন্ত নিয়ে ঘৃণ্য এবং নিন্দনীয় কাজ করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। শপথের অনুমতি চেয়ে বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় রাজ্যপালকে চিঠি দিলেও তার উত্তর না দিয়ে বরানগর ও ভগবানগোলার নবনির্বাচিত বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় ও রেয়াত হোসেন সরকারকে রাজভবনে শপথ নেওয়ার জন্য ডেকে পাঠিয়েছেন বোস। রাজ্যের সাংবিধানিক প্রধান হিসেবে বোসের এই কাজের তীব্র প্রতিবাদ জানিয়েছে তৃণমূল কংগ্রেস।

বিধানসভার স্পিকারের চিঠি উপেক্ষা করে নবনির্বাচিত বিধায়কদের এভাবে ডেকে পাঠানো নিয়ে পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় ক্ষোভ প্রকাশ করে বলেন, রাজ্যপালের ভূমিকা অত্যন্ত ঘৃণ্য ও নিন্দনীয়। ওই পদে বসে এই ভূমিকা কাম্য নয়। মানুষের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধিদের অসম্মান করেছেন রাজ্যপাল বোস।

শনিবার রাজভবনের তরফে দুই নবনির্বাচিত বিধায়ককে চিঠি পাঠিয়ে রাজভবনে আয়োজিত শপথগ্রহণ অনুষ্ঠানে ডেকে পাঠান রাজ্যপাল বোস। নয়া বিধায়ক বিধানসভায় স্পিকারের কাছে শপথ নেবেন, এটাই রীতি। কিন্তু রাজ্যপাল সেই রীতি ভেঙে সাংবিধানিক ক্ষমতার প্রয়োগ করছেন। চিঠির বয়ানেরও তীব্র নিন্দা করেছে তৃণমূলের পরিষদীয় দল। মন্ত্রী শোভন চট্টোপাধ্যায় এই নিয়ে বলেন, চিঠিতে লেখা রয়েছে রাজ্যপাল নন, রাজভবন মনোনীত কেউ নবনির্বাচিত বিধায়কদের শপথ পড়াবেন। এটাকে আমরা অসম্মানজনক বলে মনে করছি। এটা রীতি নয়। তাছাড়া শপথ নিয়ে স্পিকারের চিঠির কোনও উত্তর না দিয়ে রাজ্যপাল নিজে বিধায়কদের চিঠি লিখলেন কেন, সেই প্রশ্নও থাকছে। আমরা বিষয়টা নিয়ে দলীয় স্তরে আলোচনা করছি। মুখ্যমন্ত্রীর পরামর্শ নেওয়া হবে। তারপরই ঠিক হবে, ২৬ তারিখের অনুষ্ঠানে যাওয়া হবে কি না।

আরও পড়ুন- ইউজিসি নেট-এর পর এবার স্থগিত NEET-PG! কাল হচ্ছে না পরীক্ষা, জানাল কেন্দ্র

 

spot_img

Related articles

ধর্মেন্দ্রর অবস্থার অবনতি, রাতেই হাসপাতালে ছুটলেন শাহরুখ-সলমন

বর্ষীয়ান বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর (Dharmendra) শারীরিক অবস্থার অবনতি। রাতেই ব্রিচ ক্যান্ডি হাসপাতালে গেলেন শাহরুখ-সলমানরা (Shahrukh Khan - Salman...

সলমনই হামলার মাস্টারমাইন্ড? দিল্লি বিস্ফোরণে গ্রেফতার ব্যবহৃত গাড়ির মালিক

সাদা রঙের একটি হুন্ডাই আই–২০ গাড়ি ধীরে ধীরে এসে ট্রাফিক সিগন্যালের সামনে থামতেই মুহূর্তের মধ্যে ঘটে বিস্ফোরণ। সোমবার...

দিল্লি বিস্ফোরণের জের: কলকাতার সব থানাকে সতর্ক করেছে লালবাজার, গুরুত্বপূর্ণ মোড়ে চলছে নাকা চেকিং

দিল্লির লালকেল্লার কাছে মেট্রো স্টেশনের এক নম্বর গেটের সামনে ভয়াবহ বিস্ফোরণের জেরে দেশের রাজধানীর পাশাপাশি হাই অ্যালার্ট (High...

দিল্লির বিস্ফোরণের ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর! ঘটনাস্থলে স্বরাষ্ট্রমন্ত্রী, গ্রেফতার গাড়ির মালিক

দিল্লির বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার ১। বিষ্ফোরণ হওয়া গাড়ির মালিককে গ্রেফতার করল পুলিশ। প্রসঙ্গত, শনিবার সন্ধ্যায় লালকেল্লা মেট্রো স্টেশনের...