Tuesday, November 11, 2025

আপের অন্তর্দ্বন্দ্ব তৈরির প্রয়াস ব্যর্থ, কেজরির সিবিআই হেফাজত

Date:

Share post:

দিনভর দিল্লির রাউস অ্যাভেনিউ কোর্টে আপ-এর মধ্যে অন্তর্দ্বন্দ্ব বাধানোর সিবিআই-এর চেষ্টা ব্যর্থ করে দিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তাঁর এবং উপমুখ্যমন্ত্রী মনীশ শিশোদিয়ার মধ্যে যে দ্বন্দ্ব বাধানোর চেষ্টা সিবিআই বুধবার করেছিল, আদালতের সামনে তার বেলুন ফাঁসিয়ে দিলেন কেজরিওয়াল। যদিও দিনের শেষে রাউস অ্যাভেনিউ আদালতের নির্দেশে তাঁকে তিনদিনের সিবিআই হেফাজতে যেতে হয়।

সুপ্রিম কোর্টে ইডি-র গ্রেফতারির বিরোধিতা করে জামিনের যে আবেদন কেজরিওয়াল করেছিলেন, বুধবার তা ফিরিয়ে নেন। কারণ বুধবার তাঁকে গ্রেফতার দেখিয়ে আদালতে পেশ করে সিবিআই। এবার তাঁকে ইডি এবং সিবিআই দুই গ্রেফতারির বিরোধিতা করেই জামিনের আবেদন করতে হবে। অন্যদিকে হাইকোর্ট তাঁর জামিনের মামলা এখনও স্থগিত রেখেছে।

রাউস অ্যাভেনিউ কোর্টে সিবিআই-এর মামলা চলাকালীন সিবিআই সূত্র দাবি করেন আবগারি মামলার সব দায় উপমুখ্যমন্ত্রী মনীশ শিশোদিয়ার উপর চাপিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী কেজরিওয়াল। আদালতের দাঁড়িয়ে এই দাবি করেন কেজরি। পাল্টা তিনি সিবিআই-এর উদ্দেশ্যমূলক আক্রমণ নিয়ে সুর চড়ান। তিনি স্পষ্ট দাবি করেন মনীশ শিশোদিয়াও তাঁর মতো নির্দোষ।

সিবিআই কেজরিকে মামলার সাক্ষী হিসাবে দাবি করলে এত দ্রুত কীভাবে তা সম্ভব, প্রশ্ন তোলে আদালত। সেক্ষেত্রে কেজরিকে সাক্ষী হিসাবে তুলে ধরতে সময় দাবি করে সিবিআই। আদালত কেজরির তিনদিনের সিবিআই হেফাজত মঞ্জুর করে। ২৯ জুন ফের কেজরিওয়ালকে রাউস অ্যাভেনিউ আদালতের অবসরকালীন বেঞ্চের সামনে হাজিরা দিতে হবে।

spot_img

Related articles

ধর্মেন্দ্রর অবস্থার অবনতি, রাতেই হাসপাতালে ছুটলেন শাহরুখ-সলমন

বর্ষীয়ান বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর (Dharmendra) শারীরিক অবস্থার অবনতি। রাতেই ব্রিচ ক্যান্ডি হাসপাতালে গেলেন শাহরুখ-সলমানরা (Shahrukh Khan - Salman...

সলমনই হামলার মাস্টারমাইন্ড? দিল্লি বিস্ফোরণে গ্রেফতার ব্যবহৃত গাড়ির মালিক

সাদা রঙের একটি হুন্ডাই আই–২০ গাড়ি ধীরে ধীরে এসে ট্রাফিক সিগন্যালের সামনে থামতেই মুহূর্তের মধ্যে ঘটে বিস্ফোরণ। সোমবার...

দিল্লি বিস্ফোরণের জের: কলকাতার সব থানাকে সতর্ক করেছে লালবাজার, গুরুত্বপূর্ণ মোড়ে চলছে নাকা চেকিং

দিল্লির লালকেল্লার কাছে মেট্রো স্টেশনের এক নম্বর গেটের সামনে ভয়াবহ বিস্ফোরণের জেরে দেশের রাজধানীর পাশাপাশি হাই অ্যালার্ট (High...

দিল্লির বিস্ফোরণের ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর! ঘটনাস্থলে স্বরাষ্ট্রমন্ত্রী, গ্রেফতার গাড়ির মালিক

দিল্লির বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার ১। বিষ্ফোরণ হওয়া গাড়ির মালিককে গ্রেফতার করল পুলিশ। প্রসঙ্গত, শনিবার সন্ধ্যায় লালকেল্লা মেট্রো স্টেশনের...