Thursday, November 6, 2025

আগামিকাল কোপার ম্যাচে নামছে ব্রাজিল, প্রতিপক্ষ প্যারাগুয়ে

Date:

Share post:

আগামিকাল কোপা আমেরিকা কাপের পরবর্তী ম্যাচে নামছে ব্রাজিল। প্রতিপক্ষ প্যারাগুয়ে। কোপা আমেরিকায় শুরুটা ভাল হয়নি নয়বারের চ্যাম্পিয়ন ব্রাজিলের। প্রথম ম্যাচে কোস্টারিকার সঙ্গে ড্র করে ঘরে-বাইরে প্রবল সমালোচিত হচ্ছেন ভিনিসিয়াস জুনিয়ররা। এই পরিস্থিতি, শনিবার ভারতীয় সময় ভোরে ফের মাঠে নামছে সেলেকাওরা। জিততে না পারলে, পরের রাউন্ডে ওঠার রাস্তাটা আরও কঠিন হবে। কারণ শেষ ম্যাচে ভিনিসিয়াসদের খেলতে হবে শক্তিশালী কলম্বিয়ার বিরুদ্ধে।

পরিসংখ্যান বলছে, প্রতিযোগিতামূলক ফুটবলে টানা পাঁচ ম্যাচ জয়ের মুখ দেখেনি সেলেকাওরা। ব্রাজিলীয় ফুটবলে এমন ঘটনা শেষবার ঘটেছিল ২০০১ সালে। প্রতিযোগিতামূলক ফুটবলে ব্রাজিলের শেষ জয় এসেছিল গত বছরের ১৩ সেপ্টেম্বর। সেদিন বিশ্বকাপের বাছাই পর্বে পেরুকে ১-০ গোলে হারিয়েছিল তারা। কোচ ডোরিভাল জুনিয়র দায়িত্ব নেওয়ার পর গোটা দু’য়েক জয় পেলেও, সেগুলি ছিল ফিফা ফ্রেন্ডলি ম্যাচ।

প্রথম ম্যাচে বল পজেশনে কোস্টারিকাকে টেক্কা দিলেও বিপক্ষের গোলমুখে গিয়ে বারবার খেই হারিয়েছিলেন রডরিগো, ভিনিসিয়াসরা। প্যারাগুয়ে ম্যাচ যে তাঁদের কাছে কঠিন চ্যালেঞ্জ, সেটা স্বীকার করছেন ভিনিসিয়াসও। তিনি বলছেন, ‘‘কোস্টারিকা ম্যাচে আমরাই প্রাধান্য দেখিয়েছি। তবে নিজেদের খেলার আরও উন্নতি করতে হবে। সেটা আমরা জানি। ফুটবলে গোলই শেষ কথা। আমাদের শুরুতেই গোল তুলে নিতে হবে।’’ কোচ ডোরিভালও বলছেন, ‘‘প্রথম ম্যাচটা আমাদেরই জেতা উচিত ছিল। তবে ফুটবলারদের উপর আমার পূর্ণ আস্থা রয়েছে। প্যারাগুয়ে নিজেদের প্রথম ম্যাচ হেরেছে। তাই ওরা মরিয়া হয়ে ঝাঁপাবে। আমাদের লক্ষ্য শুরুতেই গোল তুলে নেওয়া।’’

আরও পড়ুন- ইংল্যান্ডকে হারিয়ে ফাইনাল নিয়ে পরিকল্পনা শুরু রোহিতের


spot_img

Related articles

রাত পোহালে প্রথম দফার নির্বাচন বিহারে: হিংসা ঠেকানোই চ্যালেঞ্জ

নির্বাচনের এক সপ্তাহ আগে পরপর খুন। রাজনৈতিক নেতা থেকে সমর্থক। বিহার বিধানসভা নির্বাচনে তাই শান্তি বজায় রাখাই চ্যালেঞ্জ...

বাংলা কথায় দক্ষতা, কোন পদে পান তৃপ্তি? দীপ্তিকে নিয়ে স্মৃতির ঝাঁপি খুললেন ‘অভিভাবক’ মিঠু

সন্দীপ সুর বাংলার প্রথম ক্রিকেটার হিসাবে আইসিসি একদিনের বিশ্বকাপ জিতেছেন রিচা ঘোষ কিন্তু ভারতীয় দলের আরও এক ক্রিকেটারের সঙ্গে...

দিঘার জগন্নাথ ধামে প্রথম রাস উৎসবে ভক্তদের ঢল 

দিঘার জগন্নাথ ধামে এবারই প্রথম পালিত হল রাস উৎসব, আর সেই উপলক্ষে সকাল থেকেই উপচে পড়েছে ভক্তসমুদ্র। উৎসবের...

বেঁচে আছেন, তাই জানতে পারলেন ‘দোষী নন’: আজব বিচার উত্তরপ্রদেশে

বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। উত্তরপ্রদেশের আলিগড়ের (Aligarh) মিঠু সিংয়ের জীবনে যেন সেটাই সত্যি হতে বসেছিল। অবশেষে ৫৫...