Saturday, August 23, 2025

পুকুর ভরাট নিয়ে কড়া অবস্থান KMC-র, এফআইআরে কাজ না হলে লালবাজারে অভিযোগ জানানোর নির্দেশ

Date:

Share post:

পুকুর ভরাট নিয়ে কড়া অবস্থান কলকাতা পুরসভার। কিন্তু শুধু পুরসভাই নয়, এলাকায় এধরনের কাজ হচ্ছে কি না, স্থানীয় থানার উপরও সেটা নজরে রাখার দায়িত্ব বর্তায়। কিন্তু বারবার এফআইআর করার পরও কোনও থানা যথাযথ পদক্ষেপ না নিলে পুলিশের নামেই এফআইআর করতে হবে। একবার-দুবার অভিযোগ জানানোর পরও ব্যবস্থা না নিলে সংশ্লিষ্ট পুলিশ আধিকারিক কিংবা থানার নামে লালবাজারকে জানাবে পুরসভা। পাশাপাশি জানানো হবে পুলিশ কমিশনারকেও।

শনিবার পুকুর ভরাট নিয়ে পুলিশি নিস্ক্রিয়তার প্রশ্ন উঠলে এমন কড়া বার্তা দেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। এদিন পুরভবনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ফিরহাদ বলেন, পুকুর বোজানো দেখা শুধু পুরসভা নয়, পুলিশেরও কর্তব্য। স্থানীয় পুলিশে একবার-দুবার জানিয়ে কাজ না হলে, লালবাজারে সেই পুলিশ অফিসারের বিরুদ্ধে অভিযোগ করতে হবে। থানার অফিসারের বিরুদ্ধে কমিশনারকে জানাবো। বেশিরভাগ থানাই কো-অপারেট করে। কিছু কিছু ক্ষেত্রে সমস্যা হচ্ছে। পুকুর বা জলাশয় কিছুতেই ভরাট করতে দেওয়া যাবে না। অন্যদিকে, এদিন ‘টক টু মেয়র’-এ ১৪০ নম্বর ওয়ার্ড থেকে পুকুর ভরাটের অভিযোগ আসে। সেই নিয়ে মেয়র বলেন, বিষয়টা আমি ইমিডিয়েটলি দেখব। যদি অভিযোগ সত্যি হয়, তাহলে কড়া পদক্ষেপ নেওয়া হবে। কারণ অনেক সময় দেখা যায় ব্যক্তিগত রাগের জন্য অনেকে এমন অভিযোগ করেন। এরকম অভিযোগ আগেও পেয়েছি আমরা। এই অভিযোগও খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন মহানাগরিক।

আরও পড়ুন- দিনেদুপুরে পুলিশ সেজে সোনার দোকানে দাদাগিরি! রায়গঞ্জের বিধাননগরে চাঞ্চল্য

 

spot_img

Related articles

হালিশহর ও কাঁচরাপাড়া পেল স্বচ্ছ ভারত মিশনের ‘ওডিএফ প্লাস’ সার্টিফিকেট 

বারাকপুর শিল্পাঞ্চলের প্রান্তিক দুই শহর হালিশহর ও কাঁচরাপাড়া এবার স্বচ্ছ ভারত মিশনের ‘ওপেন ডিফেকেশন ফ্রি প্লাস’ (ওডিএফ প্লাস)...

ফের ডুরান্ড কাপ জয় নর্থইস্টের

প্রতিযোগিতায় দুরন্ত শুরুটা করলেও শেষরক্ষা করতে পারল না। একটানা ম্যাচ। নর্থইস্ট ইউনাইটেডের(North East United) বিরুদ্ধে খানিকটা ক্লান্তিটাই যেন...

‘মাখন চোর’ বলা যাবে না! কৃষ্ণের লীলা বদলানোর চেষ্টা মধ্যপ্রদেশে, কড়া জবাব বিরোধীদের

এবার বিজেপি শাসিত মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীর আজব দাবি! কৃষ্ণের লীলা বদলানোর চেষ্টা করছে গেরুয়া শিবির। শ্রীকৃষ্ণকে ‘মাখন চোর’ বলায়...

মোদি-শাহ যেখানে যাবে, সেখানেই জিতবে তৃণমূল

মোদি-শাহ বাংলার যেখানে পা দেবে সেখানেই জিতবে তৃণমূল কংগ্রেস (TMC)। ওরা যত ডেইলি প্যাসেঞ্জারি করবে তত ভোট বাড়বে...