Saturday, August 23, 2025

হাথরাসকাণ্ডে যোগী সরকারের বিরুদ্ধে জনস্বার্থ মামলায় সুপ্রিম নিষেধাজ্ঞা! ফিরল হাইকোর্টে

Date:

Share post:

হাথরাসে (Haathras) পদপিষ্টের (Stampede) ঘটনায় এবার যোগী সরকারের (Yogi Adityanath) বিরুদ্ধে দায়ের করা একটি জনস্বার্থ মামলা (PIL) খারিজ করল সুপ্রিম কোর্ট (Supreme Court of India) । গত ২ জুলাই ওই ঘটনার তদন্তের জন্য এক জন সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে বিশেষজ্ঞদের নিয়ে পাঁচ সদস্যের কমিশন গড়ার আর্জি জানানো হয়েছিল শীর্ষ আদালতে। আর সেই আর্জিই খারিজ করে দিল দেশের শীর্ষ আদালত। এদিন দেশের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেবি পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চ সেই আবেদন খারিজ করে এলাহাবাদ হাই কোর্টের (Allahabad Highcourt) দ্বারস্থ হওয়ার পরামর্শ দিয়েছে আবেদনকারী পক্ষকে।

প্রধান বিচারপতি চন্দ্রচূড় আবেদন খারিজ করে সাফ জানিয়ে দিয়েছেন, এই ধরনের আবেদন শোনার যোগ্যতা রয়েছে হাই কোর্টের। আগে সমস্ত বিষয় হাই কোর্টকে জানাতে হবে। তারপর হাই কোর্ট না পারলে বিষয়টি শুনবে শীর্ষ আদালত। গত ২ জুলাই হাথরাসের সৎসঙ্গ’-এর আয়োজন হয়েছিল। নারায়ণ সাকার হরি ওরফে সাকার বিশ্ব হরি ওরফে ভোলে বাবা নামে এক ধর্মগুরুর ডাকে সেই অনুষ্ঠানে ভিড় জমিয়েছিলেন হাজার হাজার মানুষ। নির্বিঘ্নে অনুষ্ঠান শেষ হয়। তবে অনুষ্ঠান শেষে বিপদ ঘটে। অনুষ্ঠানস্থল ছাড়ার জন্য হুড়োহুড়ি পড়ে যায় মানুষের মধ্যে। ঠেলাঠেলি, ধাক্কাধাক্কির কারণে একে অপরের উপর পড়ে যান। পদপিষ্ট হন। সরকারি হিসাবে মৃতের সংখ্যা ১২১।

তবে বিষয়টি থেকে নজর ঘোরাতেই উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নির্দেশে পুলিশের একটি বিশেষ দল তদন্তভার হাত নেয়, কিন্তু শীর্ষ আদালতে জনস্বার্থ মামলায় সরাসরি উত্তরপ্রদেশ পুলিশের বিরুদ্ধেই আঙুল তুলেছেন আবেদনকারী পক্ষের আইনজীবী বিশাল তিওয়ারি। তাঁর দাবি, ছোট জায়গায় নিয়ম ভেঙে প্রায় আড়াই লক্ষ ভক্তের সমাগম হলেও তাঁদের সামলাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়নি পুলিশ।


spot_img

Related articles

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...

রাজ্যে শুরু SIR প্রস্তুতি: একাধিক পদক্ষেপ নির্বাচন কমিশনের

গোটা দেশেই এসআইআর লাগু হবে ঘোষণা করে দিয়েছিলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার (Gyanesh Kumar)। বিহারে ৬৫ হাজার...

আস্থা কোথায়? প্রধানমন্ত্রীর সভার দিন বুঝিয়ে দিলেন দিলীপ, কটাক্ষ তৃণমূলের

দৃশ্য এক, বিজেপির নক্ষত্রখচিত মঞ্চ। মালা, উত্তরীয়তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) বরণ করছেন একের পর এক বঙ্গবিজেপির...