Wednesday, January 14, 2026

ফের একবার উইম্বলডন চ্যাম্পিয়ন আলকারাজ, ফাইনালে হারালেন জকোভিচকে

Date:

Share post:

আরও একবার উইম্বলডন চ্যাম্পিয়ন আলকারাজ।এদিন ফাইনালে নোভাক জকোভিচকে হারালো ৬-২, ৬-২, ৭-৬ সেটে। স্ট্রেট সেটে হারিয়ে পরপর দুইবার উইম্বলডন জিতে নিলেন স্প্যানিশ টেনিস তারকা। হাঁটুর চোট সারিয়ে খেলতে নামলেও এদিন উইম্বলডন ফাইনালে পারলেন না ২৪টি গ্র্যান্ডস্ল্যাম জেতা জকোভিচ। ২১ বছর বয়সী স্প্যানিয়ার্ড কার্লোস আলকারাজ তার ঝড়ো পারফরম্যান্স দিয়ে ইতিহাস তৈরি করেন।

তবে কার্লোস আলকারাজকে হারানো যে জকোভিচের পক্ষে সহজ হবে না তা বোঝা গিয়েছিল আগেই। আলকারাজ এর আগে তিনবার গ্ল্যান্ড স্ল্যামের ফাইনালে পৌঁছেছিলেন এবং জিতেছিলেন। ২১ বছর বয়সী এই তারকা হলেন সবথেকে কম বয়সী খেলোয়াড় যিনি তিনটি ধরণের কোর্টে গ্র্যান্ড স্লাম ট্রফি জিতেছেন গ্লাস, ফ্রে এবং হার্ড কোর্ট। ৩৬ বছর বয়সী জকোভিচ যদি ফাইনাল ম্যাচ জিততেন তবে তিনি ইতিহাস তৈরি করতেন। কিন্তু এই সুযোগ তিনি হারিয়েছেন। এই জয়ের সঙ্গে, জকোভিচের টেনিস ইতিহাসে সবচেয়ে বেশি গ্র্যান্ড স্ল্যাম সিঙ্গেল শিরোপা (পুরুষ ও মহিলা) জেতার খেলোয়াড় হওয়ার সুযোগ ছিল, কিন্তু আলকারাজ তাঁর সেই স্বপ্ন ভেঙে দিয়েছেন।

প্রথম থেকেই দাপট দেখিয়ে ৬-২ ব্যবধানে প্রথম সেট জিতে নেন আলকারাজ। দ্বিতীয় সেটেও একই ব্যবধানে জয় পেয়ে যান তিনি। তৃতীয় সেটে অনেকটা লড়াই ফিরে আসেন জকোভিচ। তবে টাইব্রেকারে গড়ায় ম্যাচ। সেখান থেকে জয় তুলে নেন আলকারাজ। বারেবারে নেটের সামনে বল পড়তেই খেই হারিয়ে ফেলছিলেন নোভাক। আর সেই জায়গাতেই বারবার ফয়দা তুলতে থাকেন স্প্যানিশ তারকা। একের পর এক আনফর্সোড এরর পরিস্থিতি আরও জটিল করে তোলে সার্বিয়ান তারকার জন্য। সেখান থেকে আর ফেরা হয়নি জকোভিচের।

আরও পড়ুন- জিম্বাবোয়ের বিরুদ্ধে সিরিজ জয় ভারতের, শেষ ম্যাচে হারালো ৪২ রানে


spot_img

Related articles

পৌষের শেষে নতুন শুরু! বিহারে লালু গেলেন বড় ছেলে তেজ প্রতাপের বাড়ি

নিজের বড় ছেলে তেজ প্রতাপ যাদবকে আরজেডি থেকে বহিষ্কার করেছিলেন আট মাস আগে। ত্যাজ্য পুত্র করেছিলেন তাঁকে। লালু...

নন্দীগ্রামে অভিষেকের সেবাশ্রয় ক্যাম্পের প্রচার: তৃণমূল কর্মীদের মারধর বিজেপির

ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের গণ্ডি ছাড়িয়ে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয় ক্যাম্প পা রাখতে চলেছে পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে (Nandigram)।...

কাঁসর-ঘণ্টা বাজিয়ে কালীঘাটে বগলা মায়ের মন্দিরে পুজোয় অংশগ্রহণ মুখ্যমন্ত্রীর, সঙ্গে গায়িকা ইমন

মকর সংক্রান্তিতে কালীঘাট সেতুর কাছে বগলা মায়ের মন্দিরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সঙ্গে ছিলেন সঙ্গীতশিল্পী ইমন চক্রবর্তী...

সল্টলেকে জাতীয় স্কুল জিমন্যাস্টিকসের সূচনা, বাংলা থেকে প্রতিযোগী ৫৬

বুধবার থেকে শুরু হল ৬৯ তম জাতীয় স্কুল জিমনাস্টিকসের (National School Gymnastics Championships) আসর।    সল্টলেক আইবি গ্রাউন্ডে...